![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
শহীদ স্মৃতি ও বাংলা মা
এম , জি, , আর , মাসুদ রানা
ফাগুন দিনের আগুন হাওয়া
লাগল এসে কৃষ্ণচুড়ায়
রক্ত ঝবা শিমুল গোলাপ
টগর বকুল শিউলিমালায়
রাজপথেরই পিছডালা পথ
বরকতেরই রক্তে যে লাল
ছালাম রফিক সফিউর ঝব্বার
আরও নাম না জানা শহীদ অকাল
রাস্টভাষা বাংলা চাই
স্বাধীন কথা বলতে গিয়ে
পাকিস্তানি হায়নাদের চক্রান্তে
ঝরল তাজা প্রান ক্ষয়ে
মায়ের বুকে সেই হাহাকার
কোথায় বুকের সোনা মানিক
আয় চলে আয় আর কত পথ
থাকব চেয়ে হারায়ে দিক ।
পাঠ শালায় আজ শুনি কত
মধু ভরা ফুলের ঘ্রানে
খোকা খুকু তোদের মতই
ঐ ভাষারই জোয়ার আনে
ঐ নিশানে তোদের ছায়া
নিত্য ভোরে ভাসে বাংলার বুকে
তাই তো স্মৃতির শহীদ মিনার
সাজাই প্রানের বিশ্বালোকে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী জুতারে কয় আলমারি
জামাত শিবিরের জন্ম ১৯৪৩ সালে ভারতের মেওয়াত দেওবন্ধে
আর ইসলামের প্রতিষ্ঠাতা হল স্বয়ং আল্লাহ ।
আমার হক কথা বাংলাদেশে শতকরা ৮৭ ভাগ জনসংখ্যা মুসলমান
তাদের ধর্ম ইসলাম । আর ইসলামী চেতনায় আঘাত আসলে
আওমি তন্ত্র ছাগু তন্ত্র সব ধংশ হয়ে যাবে আল্লাহর গজবে ।
বরং যারা অপরাধী তাদের ফাসি হোক জামাত শিবির নিষিদ্ধ হোক
এরা ইসলাম কে তথা আল্লাহর মনোনীত ধর্মকেই পাঁঠার মত
ইসলামী ব্যালট লাগিয়ে ইসলামের ক্ষতি সাধনে রত । এদের বয়কট চাই , রাজাকারের ফাসি চাই ।
ইসলামের বিরুদ্ধে না জেনে না বুঝে কেউ কমেন্ট করবেন না ।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: জাগ্রত সাথি
দূর হোক তিমির রাত
আবার উদয় হোক
একটি সুন্দর প্রভাত
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: আরও +
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: নব বসন্ত জাগ্রত দ্বারে
শুনি তার আগমনি বার্তা
নব ছন্দে নব নব আয়োজনে
ধরণী বরণীয়া ফুটবে কুসুম লতা
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শেষ রক্ত বিন্দু পর্যন্ত
রাজাকারদের ফাঁসির জন্য লড়ে যাব