![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আজি আহবান
এক নব সূর্য উদয়ের আহবানে
জাগে নব প্রজন্ম শাহবাগে
কাঁপে শয়তানের গর্দান
আর অন্ধ আবরনে ঢাকা মিথ্যুক সিংহাসন
জাগে জন জোয়ারে সারা বাংলার বিবেক
অপশক্তি পদধলে তারুন্যর হোলী ,
আজি মানবতা মুক্তি চায় জনতার চিৎকারে ।
৩০ লক্ষ মানুষের রক্ত সাগরে এই মাটির গন্ধ আসে
পবিত্র স্বাধীনতার এক সূর্য উটবে হেসে
তাই হে বাঙ্গালী তুল আওয়াজ
অপশক্তি পদধলে
এস সব জাত ব্যবধান ভুলে
নব প্রজন্মের আলোর এ মিছিলে ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন:
নবপ্রজন্মের দাবি নিয়ে নহে রাজনীতি
নহে মিথ্যাচার নহে অসংগতি
সুদ্ধ নির্মল চেতনায় ওরা জাগ্রত
এ দাবি মেহনতি সংগ্রামী জনতার
এ দাবি গনমানুষের
এ দাবী পবিত্র মায়ের কণ্ঠ একুশ , ৭১
এ দাবি বিজয়ের লাল সবুজের পতাকা
এ দাবি বিশ্ব বুকে স্বাধীন মানচিত্র
বাংলাদেশ ।
এ দাবি থাকবে চির অব্যহত ।