![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
৫২ র ভাষা আন্দোলনে মায়ের কণ্ঠ রক্ষায় হারিয়েছি একঝাক তরু
তাজা প্রান ,
আমরা ৭১ এ হারিয়েছি ৩০ লক্ষ বাঙ্গালী
পবিত্র স্বাধীনতার উত্তরাধিকার
বিনিময়ে পেয়েছি একটি মানচিত্র একটি স্বাধীন পতাকা
বিশ্বের বুকে জাতীয়তার স্বপ্নিল সুন্দর বাংলাদেশ ।
আসুন সেই সব শহীদ আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে
দল মত নির্বিশেষে সবাই দাড়িয়ে ৩ মিনিট নিরবতা অবলম্ভন করি
নবপ্রজন্মের দিপ্ত শপথে
এই বাংলা রাজাকার মুক্ত হোক , অন্যায় অত্যাচার সকল অপরাধ
নিপাত যাক , আমিন ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: ঐতিহাসিক নিদর্শন
জাতী ও বিশ্ব দেখল
এখানেও নিরব বিপ্লব
মানুষের একতায়
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: একমত +
শুভকামনা
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
নিরবতা