নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আজি বসন্ত জাগ্রত দ্বারে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

ঋতু রাজ বসন্ত



বসন্তের ঐ লাগল হাওয়া

বৈচিত্র্যময় সাজ ধরে

ফুটে ফুল গগন জুড়ে

কৃষ্ণ চুড়া মল্লিকা আর শিমুলেরা

রক্ত রাগে ফুটায় কলি

বিশ্রিত সে পুস্প তরুয়

পাখনা মেলে ভ্রমর অলি

দৃষ্টিরা তায় সৃষ্টির মাঝে

হানে শিখা বিস্ময়েরে ঐ

পল্লবে তায় হিল্লোলে গো

উগ্রবায়ু নাছে হেথা সমিরনে

গায় যে পাখি ঐ সে শাখে

বাজে বাশি নবারনে

হাসে সকল নবাগত

কল্ গানে গুঞ্জরে রে ঐ

ওড়ে ধুলি শোক নো পাতা

মে টুঁ পথের বজ্রাসনে

দুনয়নে কাল ভ্রমর

উটে নেছে সন্ধিক্ষনে

ডাকে আকাশ হটা ৎ কালোয়

পলকে রাংগা রবির ঝলকেরে ঐ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬

লাবনী আক্তার বলেছেন: দারুন লিখেছেন ভাইয়া। ভালোলাগা রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ লাবনি
তোমাকেও আন্তরিকতা

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: শুভকামনা

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

আমি বাঁধনহারা বলেছেন:

কবি ভাই লিখেছেন খুব ভালো
তাইতো জাগলো মনে আলো।
কবিতায় দিলাম শত প্লাস
তব জীবনে আসুক উল্লাস।
+++++++++++++++++


‘‘ফুল ফুটেছে,ফুল ঝড়েছে
মন হয়েছে উদাস।
চারিদিকে বইছে দেখ
ফাগুনের বাতাস।”

-বাঁধনহারা


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

পরিবেশ বন্ধু বলেছেন: বসন্তের ঐ দিনে
ঘুমটা খুলে হাসবে কলি
আসবে আগুন হাওয়া
প্রান জুড়ায়ে মন ভরায়ে
হবে জলসাগরে নাওয়া
তাই তো শুভ বার্তা লয়ে
পাই ভোরের রবির ছোঁয়া

শুভেচ্ছা তাই
ভালথাকা চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.