নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি ২১ গণনা নয় দিনটির গননা হবে সুদ্ধ বাংলায় / বাস্তবায়ন চাই ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

প্রিয় দেশ বাসি ও সুপ্রিয় সংগ্রামী সাথি ও বন্ধুরা আমার

ধিকে ধিকে আজ জয়উল্লাস

ভেঙ্গে নাগ পাশ

এল ভাষা সংগ্রামের ১ম বসন্ত মাস

অগ্নিঝরা ফাগুন

ছালাম , রফিক , ঝব্বার , শফিউর ,বরকতের

রক্ত লেখা বর্ণ মালার পাঠ

আজও উত্থাল রাজপথ ,স্লোগানে মুখরিত

রাস্ট ভাষা বাংলা চাই মানতে হবে মানতে হবে ।

সেই ৫২ র একুশ

আজ সারা বাংলার হৃদয়ে ,সারা বিশ্বের হৃদয়ে

মায়ের মুখের ভাষাকে ফিরিয়ে আনার

এক ঐতিহাসিক অনন্য দলিল

যাদের হারিয়ে বিনিময়ে এই ভাষাকে জিইয়ে রাখা

তাদের শহীদ স্মৃতি স্মরণে জানাই

আমাদের সবার পক্ষ থেকে লাল ছালাম এবং অনন্ত শ্রদ্ধা ।

যথাযোগ্য মর্যাদা লয়ে প্রতিবছরের ন্যায়

আমরা দিনটি পালন করব

হৃদয়ের সুপ্ত সুদ্ধ বাসনায় , সাজাব রঙ তুলি আল্পনায়

বুকে দেব টাই প্রানের এক স্বাধীন বাংলাদেশ ।

ওড়ায়ে দেব লাল সবুজের এক পতাকা

আর গাইব সেই গান

বাংলার পতাকায় ঐ দেখ জনতা

শহীদ ভাইয়ের মুখের হাসি

যারা রেখে গেল প্রান

প্রান ফসলের দান

তাদের মুখচ্ছবি উটে ভাসি ।

সুতরাং শহীদের চেতনা বৃথা যেতে দেবনা

সুদ্ধ বাংলায় সব ক্ষেত্রে ভাষার মর্যাদা চাই ।





মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল
++++++++

বাংলা ভাষার জন্য যাঁরা জীবন করেছিল বলিদান
আমরা আজ ভুলে গেছে তাঁদের সব অবদান।

আপনার সাথে সহমত।

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: সহমত এবং একাত্মতা
শহীদ আত্মার প্রতি শ্রদ্ধার ফসল
আপনিও ভাল থাকেন সব সময়

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

নিয়েল ( হিমু ) বলেছেন: এই উত্তাল সময়ে পরিবেশ বন্ধুকে Miss করছিলাম ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: আমি সঙ্গে আছে , থাকব সবসময়
দায়িত্ত অনেক তাই সার্বক্ষণিক
মুহূর্তের জাতীয় ও আন্তর্জাতিক গণযোগাযোগের
প্রেস অডিশনে , তিল পরিমান নড়ার জু নেই , ধন্যবাদ হিমু

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল +++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

এসএমফারুক৮৮ বলেছেন: সহমত +++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

পরিবেশ বন্ধু বলেছেন: তাই যেন হয় সবার বেলায়
ধন্যবাদ

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

আহলান বলেছেন: সবই ইতিহাস ....

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: সবই ইতিহাস
শুভকামনা

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

shfikul বলেছেন: সহমত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

পরিবেশ বন্ধু বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

শায়মা বলেছেন: আমি বাংলায় গান গাই!

আমি বাংলার গান গাই!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
সব কিছুই বাংলা হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.