নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ঐতিহাসিক এ বিজয় সফল চাই সকলের সম্মিলিত সমন্বয়ে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

গন জাগরন একটি স্বাধীন , সুন্দর , নবপ্রজন্মের আলোকবর্তিকা

বা বাংলাদেশের ৩য় শক্তির আত্মপ্রকাশ

গণজাগরণের উত্থান ঐতিহাসিক স্থান শাহবাগ চত্বর

আমদের দেশের নবপ্রজন্মের ডাকে সারা দিয়ে বিশ্বের প্রত্যক টা সুশীল সমাজের জ্ঞানি গুনিজন এতে যুগিয়েছে প্রভুত উৎসাহ বিশ্বের

শান্তিকামি মানুষের আশীর্বাদ প্রাপ্ত এ নবপ্রজন্মের ডাক স্বাধীনতার

৪২ বছরের মধ্য এক অনন্য সয়ং সম্পূর্ণ নিতি নির্ধারণ ।

যা ক্ষমতা লোভী , ঘৃণ্য দালাল চক্র এবং স্বাধীনতা যুদ্ধের ঘৃণ্য অপরাধীদের সনাক্ত করে বাংলার ১৭ কোটি মানুষের চোখের আবরন

খুলে দিয়েছে পক্ষান্তরে আজ ওরা বিচারের কাঠগড়ায় ।

সংগ্রামী সাথি ও বন্ধুরা আমার

আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে আর ভুল করা চলবেনা , সকল নাগপাশ ছিন্ন করে নব ভোরের মত সমৃদ্ধ দেখতে

চাই আমাদের দুর্বার আলোর মিছিল টি কে ।

দৃষ্টিপাত

কমিটি যদি করতেই হয় অনলাইন অফ্লাইন সকলের স্বাধীন মতামত

এবং সঠিক সিদ্ধান্তের জন্য প্রাথমিক ১১ সদস্যর আহবায়ক কমিটি

গঠন করতে হবে ।

এবং আহবায়ক কমিটি ৯০ দিনের মধ্য যাচাই বাচাই করে

মুল কমিটি গঠনের রূপরেখা তৈরি করবে ।

এখানে প্রত্যক টা স্বাধীন সুস্থ সংঘটনের একেক জনকে আহবায়ক

কমিটি তে রাখা যায় , এ বিষয়ে অবশ্যই আপডেট আসবে ।

সংশ্লিষ্ট সবাই কে দৃষ্টি পাত ও আন্তরিক অভিনন্দন

জয় আসুক নবপ্রজন্মের

বিজয় আসুক মেহনতি জনতার ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

জয় আসুক নবপ্রজন্মের
বিজয় আসুক মেহনতি জনতার ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: আওমি , বিএনপি , জাতীয় বা অন্যান্য দল ৪০ বছর ঘোড়ার ঘাস
কাটল আর জামাত শিবির গরু হইয়া সেই ঘাস ভক্ষন করল
সব বাদ আমরা ৩য় দ্বারা চাই যারা ধরবে আগামির হাল
আর তারা সবাই কে হতে হবে নবপ্রজন্ম ,
কমিটি হবে ২৫ থেকে ৪০ এর মধ্য
আর যারা সিনিয়র হিসাবে পরামর্শ দিবেন তাদের কে উপ কমিটিতে
রাখা হবে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ , সন্ত্রাসীরা চতুর এবং সংঘবদ্ধ , দুর্নীতিবাজ বাজ সরকার , অসহায় , তার বড় প্রমান ব্লগার থাবা বাবা
আমাদের দমে গেলে চলবেনা , যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে জানেনা , তারা হয় সন্ত্রাসীদের পক্ষে নয়ত দুরভিসন্ধিতে ।
আমাদের মধ্য এখন সজাগ সচেতন ও সার্বক্ষণিক অফ্লাইন , অনলাইন , মাঠ পর্যবেক্ষণ , তদারকি ও পরিচালনার গুরুদায়িত্বকে
আরও জুরদার ও সম্প্রসারণ করতে হবে সকলের আন্তরিকতায় ।
নহে অন্যায়ের নিকট মাথানত ।
ন্যায়ের সংগ্রামে আল্লাহই আমাদের সাহায্যকারী
বিজয় আমাদের নিশ্চিত ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.