![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
একুশের চেতনা বৃথা যেতে দেবনা
******************************
একুশের স্মৃতি স্মরণে
এম ,জি, আর , মাসুদ রানা ,
একুশ আমার অহংকার
রাস্ট ভাষা বাংলা চাই মানতে হবে মানতে হবে
মা এখন খিদে নেই আমি চললাম
বাজান , শুকনো মুখে বেরুতে নেই এই নে
আমিই না হয় তোকে খাইয়ে দেই
আর ওই লাল জামা বদলে অন্য একটা পড়
আমার বুকটা কেমন থর থর করে কি জানি অমঙ্গলের
মা , বেরুনোর সময় ওকথা বলনাত
আমি প্রদিদিন যাই আজও যাব , কেন যে ভাবনা এত
হা খোকা তাই হোক , আর ওই মিছিলে যাস নে বুঝলি
না মা সে চিন্তা বাদ তোমার ছেলে আবার তোমার বুকে
ফিরে আসবে
মা পথ চেয়ে রয়
গ্লাসে এখনও সফেদ দুধ
হাড়িতে বিনি ভাতের গন্ধ , খলশে মাছের ঝুল দিয়ে
খেতে খোকার কত স্বাদ
বোন টি স্কুল থেকে এসেই আহাদে গদ্গদ
মা ভাইয়া আজও আমার জন্য এটা ওটা আনেনি
খাবার বেলা মনে থাকে যেন আমি অর কান মলে দেব
মা হাসে দূর পাগল
পাড়ার সাবুরানি ভাবি রোজ ফুল দিয়ে যায়
হারে গাদা শুধু শুধু নাছানাচি
ঘরে পরি আনতে হবেনা
শুন মা এবার আর রক্ষে নেই
বেশি লাফালাফি করলে টুক টুকে এক বউ এনে দেব
সব টিক হয়ে যাবে
এ পাড়া অ পাড়া কার অসুখ কার ঘর ভাঙ্গা
খবরদারীতে সময় বয়ে যায়
বৃদ্ধ সরকার মশাই ছেলের জন্য গর্বিত
বিশ্ব বিদ্যালয়ের সেরা মেধাবি
তার শিক্ষক একদিন ডেকে বললে আপনার ছেলে
একটা হিরা , ভবিষ্যৎ জাতীর রত্ন
আজ সবাই নিরব উৎকণ্ঠায়
দিনটি ৫২ র একুশে ফেব্রুযারি
মিছিলে গুলি , ছেলে এখনও ফিরেনি ঘরে
মায়ের দুচোখে রাজ্যর অভিসম্পাত
খোকা বলেছিল প্রতিদিনের মত ঘরে ফিরবে
সন্ধা ঘনায়
তবু ফেরেনি
শহীদ স্মৃতি স্মরণে অর্ঘ
১২ /২/ ২০১৩ ং
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগার থাবা বাবার প্রতি লাল ছালাম
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।অনেক দো'য়া রইল।
++++++++++++++++++++
সবার মনে জাগ্রত হোক একুশের চেতনা
একুশ কে কখনো আমরা ভুলতে পারব না!!
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: আপনিও ভাল থাকুন
সবসময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: বিপ্লবী জনতা , আপনাদেরকে বলিঃ
* নিজ নিজ একালায় জামাত শিবিরের লিস্ট করুন । তাদের সামাজিকভাবে বয়কট করুন । প্রয়োজনে প্রতিহত করুন । সেই লিস্ট স্থানীয় পুলিশের হাতে দিন ।
* নিজ নিজ এলাকায় জামাত শিবির বিরোধী বাঁশ ও লাঠির ক্লাব , সংগঠন গড়ে তুলুন । চাইলে গনধোলাই দিন । কিন্তু মেরে ফেলবেন না আবার ! পুলিশে সোপর্দ করুন ।
* দোকান মালিক ও ব্যাবসায়ীরা ভাইরা , চিহ্নিত জামাত শিবিরের কাছে জিনিসপত্র বিক্রি করা বন্ধ করে দিন । তাদের সাথে সকল প্রকার ব্যাবসায়িক লেনদেন বন্ধ রাখুন ।
আর মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবারও বলিঃ
ভুলে যাবেন না , আজকে যে আন্দোলন হচ্ছে , তার জন্য প্রকারান্তে আপনারাই কিন্তু দায়ী । আপনারা ক্ষমতায় আছেন , আপনারা সরকার – নিয়ন্ত্রণ করেন সমগ্র বাংলাদেশ , সেখানে এরকম একটা হটকারী সিদ্ধান্ত হল , সেটার দায় কি আপনাদের না ? এতো কিছু হয়ে যাচ্ছে , জনগণ আপনার সাথে আছে , তারপরেও যদি আপনি ও আপনার প্রশাসন ত্বরিত ব্যাবস্থা নিতে ইতস্তত করে , তাহলে বুঝতে হবে আপনাদের মাঝেই ঘোল রয়ে গেছে । এখনও সময় আছে । সময় থাকতে থাকতে জামাত শিবিরের বিরুদ্ধে জনগনের রায়ে সাড়া দিয়ে অতি সত্বর কঠিন পদক্ষেপ নিবেন আশা করি ।
আর , শাহবাগ , প্রজম চত্বর , তোমাকে বলিঃ
অনেক হয়েছে । শাহবাগ থেকে আল্টিমাটাম চাই । আল্টিমেটাম দেওয়ার সময় হয়ে গেছে । আর কোন বিপ্লবী ভাইয়ের লাশ দেখতে চাই না ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: একমত
সংশ্লিষ্ট সহযোগিতা রইল
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++