নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ইসলামের উত্তম আদর্শ সাহাবাদের সাহাদত বরন / ডঃ আল্লামা কবি মাসুদ মিয়া শাহি ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

অন্যায় ভাবে আততায়ি কর্তৃক নিহত হলে সে শহীদের মধ্য গন্য

আল হাদিস ।

জাবের রা হইতে বর্ণিত , কিছুসংখ্যক সাহাবি ইসলামের দাওয়াত

নিয়ে মদিনা হইতে মক্কার উদ্দেশ্য রওয়ানা দিলেন । পথিমধ্য আবুজাহেলের লোকেরা তাদের ধাওয়া করে , এর মধ্য যুদ্ধ করে বহু

সংখ্যক কাফের নিধন করে তারা শাহাদত বরন করে , আবু খবায়েব

রা কাফের দের নিকট বন্ধি হলেন , একটা অন্ধকার কুটুঁরিতে তাকে

রাখা হয় , সামান্য দানা পানিও তার জন্য বরাদ্ধ ছিলনা বরং নিত্য অনাচার অত্যাচার ছিল তার সঙ্গী ।

একদিন একদিন বেদিনের দাসি গেল বন্ধির সেবায় , গিয়ে দেখতে পায় আবু খবায়ব রা আঙ্গুরের ঝাঁক থেকে পাকা সুসাধু ফল ছিরে

খাচ্ছে , দাসি অবাক হয়ে জানতে চাইলে সাহাবি রা বললেন এসব

আল্লাহর পক্ষ থেকে বেহেস্তি খাবার , নাও তুমিও খাও , দাসি সহ

আরও অনেকেই তৃপ্তি সহকারে ফল ভক্ষন করে । যার নিকট সাহাবি রা বন্ধি সেই বেদিন ছিল বদরের যুদ্ধে পরাজিত , এবং তার দুই ছেলেকে ও চাচাকে আবু খবায়ব রা নিজে বদরের প্রান্তে হত্তা

করেছিলেন , তাই কাফেরেরা তাকে মৃত্যুদণ্ড দেয় । সাহাবি রা কে

ঘোড়ায় চড়িয়ে যখন বেদিতে নিয়ে যাওয়া হবে তখন তিনি শৃঙ্খলিত ছিলেন , নবীজীর নাম লয়ে বল্লেন ইয়া রাছুলুল্লাহ সা

আমাকে হেফাজত করুন ।

সাথে সাথে লোহার জিঞ্জির ভেঙে যায় এবং খালি হাতে ওদের সাথে যুদ্ধে লিপ্ত হয় , সর্বাধিক কাফের নিধন করে তিনি শাহাদাতের কুলে নিজেকে সমর্পণ করেন । তার লাছ বিকৃত করার মানসে কাফের রা উদ্দ্যত হলে হটাত গায়েবী আওয়াজ আসে এবং সকলে পালিয়ে যায় এবং আবু খুবায়েব রা এর দেহটি ফেরেস্তাদের সমিব্যাবহারে জান্নাতুল বাকিতে চলে আসে ।

ইসলামের উত্তম যুগ , ও তফছিরে কবির ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

সকাল>সন্ধা বলেছেন: আপনি এধরনের পোষ্ট দেয়ার আগে আরো সাবধানতা অবলম্বন করবেন আশাকরি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০০

পরিবেশ বন্ধু বলেছেন: ইসলামের বানী বা আল্লাহর বানী দুনিয়ার মন্ত্রি বাদশা ও আহম্মকদের
চাইতে লক্ষ কোটি গুনে সম্মানিত ।
আর আল্লাহর ক্ষুত্রতি বিচার জাহেল বাদশা নম্রুদ কে যেমন সামান্য
মশা দিয়ে ধংশ করার ক্ষমতা রাখে ।
তেমনি তাকে ভয় করে এসব মিথ্যা ভান্তি থেকে বাচুন এবং ভুলের
জন্য সৃষ্টি কর্তার নিকট ক্ষমা প্রার্থনা চান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.