![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
জাগ জাগ জাগ বাঙালি
শুকুনের নাগপাশ ছিন্নমুলে
ওরা মানুষের রক্ত চুষে
জীবন্ত প্রানেরে ত্রাসে হিংশ্র ছোবলে ।
জাগ জাগ জাগ বাঙালি
যালিম শোষকদের পদধলে
ওরা লুটেরা ওরা পশু
নিঃস্বদের দানাপানি কেড়ে গিলে ।
জাগ জাগ জাগ বাঙালি
শ্বাপদের বিষদাঁত উপড়ে ফেলে
মা বোন কে উলঙ্গ করে
ওরাই ক্ষমতার খেতাব খুলে ।
জাগ জাগ জাগ বাঙালি
শয়তানের কালহাত ছিন্ন করে
এঁরাই সমাজ ভেঙ্গে দিয়ে
মানবতা সম্প্রীতির কবর খুঁড়ে ।
জাগ জাগ জাগ বাঙালি
জাগ দুর্দিনের যাত্রি হয়ে
অন্যায় অসত্য ছিন্নমুলে
আমাদের সংগ্রাম চলবে অকুতভয়ে ।
তাই আজি একতার বন্ধনে
এসএস ছুটে যাই কাধে কাধ রেখে
নব ভোর আবার দেখিব বাংলায়
চল চল চল সব সম্মুখ দিকে ।
আর নয় স্বাধীনতা ভূলুণ্ঠিত
ওড়বে এবার বিজয় নিশান
নবপ্রজন্মের ঐ সে আওয়াজ
ধিকে ধিকে চালাও অভিযান ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: সাথে সাথে আওয়াজ
জাগ এই দুর্দিনে
গড় সমাজ +
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
পরিবেশ বন্ধু বলেছেন: সব সম্ভবের দেশে অসম্ভব কিছু নয়
যদি লাইগা যায়
জনগণ আতংকে
এখানে বুদ্ধিজীবীদের বুদ্ধি পালায় ।
হাল ধরে যারা
ক্ষমতা সহজে ছাড়েনা তারা
তাদের প্রতি নজর করে
জনগন আধমরা
গনতন্ত্র যদি হয় জনগনের শাসন
তবে কেন প্রতিনিধি সেজে এত প্রহসন ?
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
আমি বাঁধনহারা বলেছেন:
অসাধারণ কবিতা!!!
মন্তব্য করার ভাষা নেই
ভুলে গেছি কথা!!!
+++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: হে প্রিয় জন
আর কত শুনব বঞ্চিত রোধন
মন থাকা চাই চেতন
সব সময় ভাল থাকেন
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
শায়মা বলেছেন: এটা দেখছি জাগরণের গান ভাইয়া!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই , যা সত্য তাই লিখা
ভাল থাক বোন
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: আরও + কবিতা
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: মনের মাঝে ভাবনা অতি
যাই হারিয়ে দূরে
দূর আকাশের ঐ সে তারায়
তারিয়ে বেড়ায় মোরে
আর পারিনা রাখতে সঞ্চয়
যত মনের আশা
তাইত খুলে দিলাম হায়
সেই গভীর ভালবাসা
পথিক তারে নেয় ছিনিয়ে
সাগর পাহাড় উগ্র হয়ে
মস্ত রঙ্গিন পাখনা মেলে
এই পৃথিবীও যাবে ক্ষয়ে ,
তবুও থাকে স্বপ্ন এঁকে
মনের নীড়ে উদয় ভোরে
আয়না সখি খুলে আঁখি
জাগিয়ে দেব আবার তারে ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
+++