নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

অজ্ঞ বাঙালি / নিরপ্রেক্ষ আন্দোলন কারিরা বিপাকে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

ব্লগ সম্পর্কে অনেক বাঙ্গালী / ধার্মিক বোদ্ধারা অজ্ঞ ।

জামাত শিবির নিষিদ্ধের দাবি যুক্তিক কারন তাদের অধিকাংশ নেতা

রাজাকার বা যুদ্ধাপরাধি কিন্তু ইসলামী সব সংঘটন কে নিষিদ্ধ করার

মুলে কি /

ইসলাম কারও বাপ দাদার সৃষ্টি নয় বা কোন রাজনৈতিক দল নয়

যে তাকে নিয়ে যা খুশি তাই করা যাবে এই সব অপতৎপরতা বন্ধ

হোক ।

ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম , যা বিশ্ব বুকে কিয়ামত

পর্যন্ত জারি থাকবে ।

এক দেশে অনেক ধর্ম থাকতে পারে

আমাদের দেশে শতকরা ৮৭ ভাগ মানুষ মুসলমান রাস্টিয় ধর্ম তাই

অন্যান্য ধর্ম সমান মর্যাদা ।

ভারত শতকরা ৭০ জন হিন্দু তাদের রাসটিয় ধর্ম হিন্দু এবং পাশাপাশি

মুসলমান গন সমান মর্যাদা পাবে এটাই স্বাভাবিক ।

আর টুপি ওয়ালা , দাড়িওয়ালা রাস্তায় নামলেই পুলিশ পেটাবে

এটা গণজাগরণ কে কেন্ত্র করে সরকার দলের একটা মিথ্যা

দুরভিসন্ধি ।

জামাত শিবির কেন / একটা কুখ্যাত ডাকাত কে অপরাধী শনাক্ত

ণা করে তাঁকে ধরার কোন আইন নেই , আমি সত্যিকারের

ঘৃণ্য সহিংসতা বন্ধে শুশিল সমাজের দৃষ্টি পাত চাই ।

ভবিষ্যৎ বাংলার এ হেন নাজুক অরাজকতা চলতে থাকলে

দেশ একসময় দুষ্কৃতিকারীদের চক্রান্তের স্বীকার হবে , এখনই

এর সমুচিত সাংবিধানিক জবাব চাই ।



যার ধর্ম তার

সমাজ একতার ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লিখেছেন ভাই
সেজন্য সহমত জানাই।

+++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: একমত প্রকাশের জন্য ধন্যবাদ
আসলে যা কিছু ঘটে সবি সাজে ভুল
দামি যা পড়ে রয় ধুলির ধরায়
বৃক্ষ বাঁচবে আশা কি কাঁটা তার মুল

ভাল থাকা চাই
শুভেচ্ছা তাই

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: আরও + আওমি , বিএনপি , জাতীয় বা অন্যান্য দল ৪০ বছর ঘোড়ার ঘাস
কাটল আর জামাত শিবির গরু হইয়া সেই ঘাস ভক্ষন করল
সব বাদ আমরা ৩য় দ্বারা চাই যারা ধরবে আগামির হাল
আর তারা সবাই কে হতে হবে নবপ্রজন্ম ,
কমিটি হবে ২৫ থেকে ৪০ এর মধ্য
আর যারা সিনিয়র হিসাবে পরামর্শ দিবেন তাদের কে উপ কমিটিতে
রাখা হবে ।

দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ , সন্ত্রাসীরা চতুর এবং সংঘবদ্ধ , দুর্নীতিবাজ বাজ সরকার , অসহায় , তার বড় প্রমান ব্লগার থাবা বাবা
আমাদের দমে গেলে চলবেনা , যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে জানেনা , তারা হয় সন্ত্রাসীদের পক্ষে নয়ত দুরভিসন্ধিতে ।
আমাদের মধ্য এখন সজাগ সচেতন ও সার্বক্ষণিক অফ্লাইন , অনলাইন , মাঠ পর্যবেক্ষণ , তদারকি ও পরিচালনার গুরুদায়িত্বকে
আরও জুরদার ও সম্প্রসারণ করতে হবে সকলের আন্তরিকতায় ।
নহে অন্যায়ের নিকট মাথানত ।
ন্যায়ের সংগ্রামে আল্লাহই আমাদের সাহায্যকারী
বিজয় আমাদের নিশ্চিত ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: জনতার জয় হবে নিশ্চয়
সামনে এগিয়ে যাওয়া
ভেঙ্গে বাধা ভয়
এ জাগরন নবপ্রজন্মের
এ জাগরন বাঙ্গালির
এ জাগরন একশের
এ জাগরন মুক্তি কামি মানুষের
সকলের সহযোগিতা লয়ে
দেখব স্বাধীনতা শান্তিময়

বিজয় এই বাংলার
বিজয় এই জনতার

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল ++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

আশফাক সুমন বলেছেন: ভালো লিখেছেন ভাই ।
মোটামুটি সহ মত ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সহমত +

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: আরও +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা আমাদের লেখালেখির বা মতপ্রকাশের একমাত্র অত্যাধুনিক
স্বাধীন মাধ্যম টিকে , হ,,য,ব,র,ল রাজনীতির উদ্ধে নিয়ে আসার
ভাবনা থাকতে হবে সকলের ।

আমরা মুক্ত , আমরা স্বাধীন
নহে কোন দল , নহে মাথানত
এক হয়ে এস সবে
মিথ্যা অন্যায় করি প্রতিহত ।

আর রাজনীতি যদি করতেই হয় তবে তা যেন ব্লগার পরিচয়ে না হয়ে
ব্যক্তি কেন্ত্রিক হয় ।
সাবধান সময়ের সাথে জীবনের অবমুল্যায়ন বা প্রতিভাকে ভুল
সিদ্ধান্তে অন্ধকারে টেলে দেওয়া , আত্মহত্যার শামিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.