![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
শান্তির সুপান ইসলাম এবং মুক্তির কাণ্ডার রাছুল সা
আয়াত / লাওলাকা মা খালাক তুল আফলাক
আল্লাহ বলেন যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোন কিছুই
সৃষ্টি করতাম না ।
হাদিসে কুদসি
উহুদের যুদ্ধে কাফের রা শক্তিশালি দল নিয়ে মুসলমানদের মোকাবেলা করে , নবীজী সকল সাহাবীদের আদেশ দেন , তোমরা
গিরি প্রান্তরে দলে দলে অবস্থান নাও , আল্লাহর সাহায্য নিকটেই , খবরদার সিমা লঙ্গন করিওনা ।
প্রাথমিক সময়ে সাহাবা কেরামগন সুযোগ সন্ধানি এবং নবীজীর
নির্ধারিত রন কৌশলে কাফের রা শক্তিশালি সুসজ্জিত হয়েও অল্প
সময়ের মধ্য মুসলিম বাহিনীর নিকট পরাস্ত হয় ।
কিছুসংখ্যক সাহাবা যুদ্ধের ফেলে যাওয়া ধন রত্ন মালামাল ইত্যাদি সংগ্রহের লিপ্সা জাগে । বিজয় নিশ্চিত জেনে এরা ধুকায়
পরে , আর কাফের রা এই সুযোগে আবার সংঘটিত হয়ে মোক্ষম আঘাত হানে ।
এবার মুসলমান গন অনেকাংশে পরাস্ত হয় এবং সয়ং নবীজীর
দাঁত মোবারক ও মাথা মোবারকে আঘাত পায় ।
আমরা এখন কি বুঝলাম , নবীজীর বানি থেকে সতর্ক হই ।
তোমরা সিমা লঙ্গন করিওনা অথচ যুদ্ধের বিজয় জেনে সাহাবাগন
নিজেদের গর্বিত মনে করেছিল এবং সিমা লঙ্গন করে যুদ্ধ লুটের মাল নিয়ে নিজেদের কে লিপ্সার অতলে দাবিয়ে দিয়েছিল যার পরিনতি পরে হল সম্পূর্ণ উল্টা ।
কি শিক্ষা পাইলাম , রাছুল সা কথা অমান্য করলে সেথা আল্লাহর
সাহায্য আসেনা ।
অথচ রাছুল সা এর নিকট এক সাহাবা দৌড়ে আসল ইয়া রাছুলুল্লাহ যুদ্ধে আমার তরবারি ভেংগে পড়ল কি দিয়ে যুদ্ধ করব ।
নবীজী খেজুরের এক ঢাল তার নিকটে তুলে দিয়ে বললেন , এই নাও মনে কর এটাই তোমার হাতিয়ার , সাহাবা ইবনে মুয়াজ রাজি রা এই খেজুরের ঢাল দিয়ে যুদ্ধ করে শত শত কাফের নিধন করে
নিজেদের বিজয় কে নিশ্চিত করেছিলেন ।
আমরা এবার কি শিক্ষা পাইলাম , আল্লাহর রহমত সামান্য বস্তুর
মধ্যও অনেক বড় বিজয়ের সংবাদ দেয় ।
আর দয়াল রাছুল সা আল্লাহর প্রেরিত দুনিয়ার জন্য রহমত ও মুক্তি ।
আয়াত , আল্লাহ বলেন আমি আপনাকে সমগ্র জাহানের রহমত
স্বরূপ প্রেরন করিয়াছি ।
আল্লাহ আমাদের কে লিপ্সা , রিয়া , ও কুহকের অন্ধকার থেকে
ইসলামের রহমতের দিকে ধাবিত করুন । আমিন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই
শুভেচ্ছা তাই
ভাল থাকা চাই
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগলো। অনেক কিছু জানা হলো।
+++++++++++++++++++++++++
শেয়ার করার জন্য সালাম ও মুবারাকবাদ।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!