![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমি কবি আঁকি জগতের স্বপ্ন ছবি
আঁখির তুলিতে মননে ও মেধায়
আমি শিল্পির সুর , লয় তাল , ছন্দ
জাগি লোকজ উৎসবে আনন্দ জলসায় ।
আমি কবি শিক্ষার প্রসাদ , বিদ্যারত্ন
শিক্ষার্থীর পাঠ , শিক্ষাগুরুর তপস্যা
বিদ্যাশালা আর তেজস্বী ভাষণ
আমি দ্বিপ শিখা সমাজের আলোক অন্নেশ্বা ।
আমি গনজাগরনের মঞ্চ , নাটকের নটবর
স্বাধীনতার চেতাগ্নি দিপ্ত কণ্ঠ
আকাশ মৃত্তিকার যত রহস্য উদ্ঘাটন
আমি বিপ্লবী জনতার শিখল ভাঙ্গার অবগুনঠ ।
আমি বিধাতার সেরা উপহার
সৃজনশীল সত্ত্বায় , সত্য ও ন্যায়ে
ধরণীর প্রান সজীবতায় , ফুল ফুটায়ে
ঘুম ভাঙায়ে যাই সব হৃদয়ে ।
আমি দেশ আমি সমাজ আমি পরিবেশে লড়ি
অন্ধ ,কুসংস্কার পদধলে , মানুষ নামের প্রতিভা গড়ি ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: আমি কবি বইমেলার অগণিত বই
পাঠকের ছুয়ায় তাজা সিদ্ধ প্রান
আর নষ্ট বিবেক আমাকেই দিল
আগুন , আগুন , আগুন
ভাল থাকেন
সবসময়
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
শুভকামনা
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: সংহতি প্রকাশে
শুভেচ্ছা +
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
+++++++++++++++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১
shfikul বলেছেন: +++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: =+++
৬| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
পরিবেশ বন্ধু বলেছেন: নারি দিবসের কবিতা
নর আর নারি
জগতের গড়ি
মিলে মিশে সাজায়
বাগান বাড়ি
অধিকার সমান
সুন্দর কাননে
ওরা পূর্ণতা আনে
সমাজের বাহনে
এরা , ক্ষনে মা , বোন
এরা জীবন সাথি
আধারে জালায় কভু
জীবন বাতি
শুভকামনা
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগলো প্রিয় পরিবেশ বন্ধু কবি ভাই
আপনার কাছে থেকে আরো ভালো কবিতা চাই।
++++++++++++++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!