নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ব্যঙ্গ কবিতা , সমাজের ছাগলামি ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

সব মাস্টার ছাগু

কবিরা প্রেমিক

বই লেখে কবি

ছাগুরাই বেঠিক ।

মন্ত্রিরা ছাগু

ডঃ লিখে আইন

সংসদে ক্ষমতা লয়ে

আইন টারে ধরে ফাইন ।

সরকার ছাগু

জনগনের দেশ

লুটে খায় লুটেরা

হায় হায় সব শেষ ।

আর কত ছাগুরা

দেখাবে সমাজে খেল

খেল খেলে ছাত্ররা

সব ক্ষেত্রে করে ফেল ।

মঞ্চে ছাগুরা

মিছামিছি চিল্লায়

রাস্তায় ঘেঁষাঘেঁষি

পুলিশ আর মোল্লায় ।

মাঝ খানে কত ছাগু

না বুঝে গুড় প্যাঁচ

ল্যং মেরে সঙ সাজে

মুত্যুর বাড়ে ম্যাচ ।

আরও কত ছাগলামি

সমাজের বাহনে

বইমেলা , মসজিদ , কত কি

পুড়ে ছাই আগুনে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:২১

পরিবেশ বন্ধু বলেছেন: কবিগন ইতিহাসের সাক্ষি হতে হতে
নিজেরাই রুষের আগুনে জলে ছাই
স্বাধীনতা আর একুশের অক্ষর সাজাতে
বাংলার জমিন রক্তাক্ত , মানবতা কাদে সহসাই
বই জ্বলে ঘর জ্বলে , জ্বলে রাজপথ
নবীনের অগ্রযাত্রায় আগুন শপথ
বিকৃত অন্ধ প্রহসনে ক্ষেপা রাজনীতি
স্বাধীনতা বলি হয় , দেখি ভ্রান্ত নীতি ।
জনতা নির্বাক , আতংকিত শিশুমন
জানিনা স্বাধীনতার গান গেয়ে কেন মিথ্যা প্রহসন ।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভালবাসা খুজে


ভালবাসা কারে কয়
নিশ্চয় পালিয়ে বেড়ায়
আর তারে খুজে
সময় স্বপ্ন হারায়
ধরা দিয়েও থাকে অধরা
বুক মাঝে কভু নেয় ঠাই
আধারে খেলে লুকুচুরি লিপ্সা
হারাবার বেদনায় তারেই ভাসাই
ছিন্ন মুল জীর্ণতায়
যদিও মিলে দেখা
রুগ্নতার কষাঘাতে
আবার পালায় একা

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: মানুষ
মানুষ সংজ্ঞা মান + হুস
রক্ত সবার লাল
অমানুষ তারাই যারা ঘটায়
হিংসা ও জঞ্জাল

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা
রাগ করনা লক্ষ্মীটি
আমি অনেক দূরে থাকি
কত স্বপ্ন লয়ে বুকে
কত ভাবনা আঁকি
জীবনে যা করেছি পন
শেখেনি কোথাও হার
অজানাকে জয় করে
গড়েছি এক্য জনতার
তাইত আমি যেথাই যাই
সেথায় দেখি সবার ছায়া
সবার মাঝেই যাই হারিয়ে
বাড়িয়ে কিছু মায়া
অনেক পাওয়া আর হারানো
এমনি গেল দিন
রেখি যাব আসলে গভীর
বন্ধু প্রিয় ঋণ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.