![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ব্লগার বন্ধুগনের প্রতি সচেতন আহবান
দেশের এই ক্রান্তি লগ্নে আমরা সদা সতর্ক ভাবে লিখার মাধ্যমে
নিজেদের হেফাজত নিশ্চিত করি , কোন দল কে সাপোর্ট করা হবে
ভয়াবহ বোকামি ।
দেশ এখন সংঘাতের দিকে ঝুঁকল , সরকার চাইবে ক্ষমতাকে আরও
দীর্ঘায়িত করে টিকে থাকতে আর বিরুধি দল চাইবে তাদের
নামিয়ে আবার নির্বাচন নিশ্চিত করতে , জামাত শিবির চাইবে
বাঁচতে সে যে কৌশলেই হোক ।
আমরা কেন পক্ষ অবলম্ভন করে পৈত্রিক জান হারাতে যাব ।
এক মুল্লা বলল ব্লগার রা নাকি বিদেশ থাইকা হাছিনা সরকার আমদানি করল । হাসি পেল প্রথমে ২য় বার বুঝলাম ইন্টারন্যাট যে আসলে কি সেটাই ওরা বুঝেনা ।
তাইলে আমাদের কপালে কি আরও থাক লিখলাম না , মতামত
আর বুঝ কি ??? ছট জলদি লিখ ।
একটা খবর জানি সেটা দেশের শান্তি বজায় রাখতে সব মহলের
আইন শৃঙ্খলা বাহিনী থেকে যৌথ স্পেশাল শক্তিশালী এক বাহিনী
গড়ে তাদের বিশেষ ক্ষমতা দিয়ে মাটে নামানো হতে পারে , অথবা
যে কোন সময়ে জরুরী অবস্থা । সাবধান , সাবধান , সাবধান
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
অপর্না হালদার বলেছেন: নামালে ভাল ।
অগ্রিম স্বাগতম রইল ।
আমি সাধারন মানুষ শান্তি চাই ।
জয় বাংলা ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: শান্তি সবাই চায়
কিন্তু স্বাধীনতা পালিয়ে বেড়ায়
আমাদের আরও সচেতন এবং এক্য দরকার
শুভকামনা
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: Bondhu .
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু নিরব কেন ?
শুভকামনা
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
doha057 বলেছেন: আপনার লেখার সাথে সহমত, কিন্তু আরও কিছু বিষয় যুক্ত করা উচিৎ বলে মনে করি। সরকারের হাতে ব্লগাররা এখন ট্রাম কার্ড। বর্তমানে জনরোষ সরকারের চাইতে ব্লগারদের উপর বেশী। আর আম জনতা মনে করে ব্লগার মানেই নাস্তিক। সরকার ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করার নামে বরঞ্চ তাদের শনাক্ত করে দিয়েছেন। সকল ব্লগারের নিরাপত্তা এখন হুমকির মুখে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: গভীর সত্য সচেতন থাকাই মঙ্গল
ধন্যবাদ
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
নিয়েল ( হিমু ) বলেছেন: +++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: বুকে সাহস রেখে
আমাদের এগুনো প্রয়োজন
সুদ্ধ অভিন্দন
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
ইখতামিন বলেছেন: ++++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: সাথে থাকার জন্য
ধন্যবাদ
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
আমি বাঁধনহারা বলেছেন:
কী আর বলব প্রিয় পরিবেশ বন্ধু ভাই!!
স্বাধীন দেশেও আজ বাক স্বাধীনতা নাই!!
সবাই আজ নির্বাক,কে বলবে সত্য কথা?
দেশের বুকে আর কত জ্বলবে মরণচিতা??
স্বাধীনতা এলো তব মুক্তি এলো না
এই স্বাধীনতা আমি আর চাই না!!!
ধন্যবাদ।+++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: দেখি ধংশ আর শুন্যতা
কোথায় স্বাধীনতা
ধন্যবাদ
ভাল থাকাই এখন বড় কথা
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
আলমগীর_কবির বলেছেন: আমি আপনার সাথে একমত।
ধন্যবাদ আপনাকে।
ধর্ম ভিত্তিক রাজনীতি ও নাস্তিকতা-বিষয়ে পড়তে নিচের লিংকের যে কোন একটিতে ক্লিক করুন।
Click This Link Click This Link
http://prothom-aloblog.com/blog/promity