![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সাবধান বাংলাদেশী , সতর্ক ব্লগের লেখক পাঠক , ও এজেন্ডা ।
সরকারের দ্বৈতনিতি , বর্ডার গার্ড অফ বাংলাদেশ বা সিমান্তের অতন্ত্র
প্রহরী যারা তাদের কে বাংলাদেশের ভিতরে নিরাপত্তা ব্যাবস্থা জুরদার
করনে পুলিশ র্যাব এর পাশাপাশি সক্রিয় , কিন্তু সিমান্ত ফাঁকা ।
তাৎক্ষনিক নিরাপত্তা সিমান্তে নাজুক ।
দেশের ভিতরে জামাত শিবির টেঁকাতে যদি সিমান্তের রক্ষি বাহিনী
কাজে লাগানো হয় , তাহলে সিমান্ত নিরাপত্তা হুমকির সম্মুখিন , ভিন্ন
দেশের চুর ডাকাত , সন্ত্রাসী মহল বাংলাদেশে যে কোন সিমান্ত দিয়ে
অবাধে প্রবেশ করার সুযোগ পাবে । চুরাই মাল , আগ্নেয়াস্ত্র সহ নানা
ঝুকি পূর্ণ পন্য দেশে পাচার হওয়ায় সম্ভবনা উড়িয়ে দেওয়া যায়না ।
তাই , সচেতন মহলের প্রতি দৃষ্টিপাত জরুরি ব্যবস্থা গ্রহন এবং সিমান্ত নিরাপত্তায় যথা সম্ভব পুলিশ ফাঁড়ি ও অতিরিক্ত সামরিক
উইনিট স্থাপন করে এর কার্যকর ভুমিকা নেওয়া অতিব দেশ ও জাতির মঙ্গল ।
আর ব্লগার বন্ধুদের দৃষ্টি পাত আমরা এমন বিষয় নিয়ে যেন না লেখি যা আমাদের জন্য হুমকি ।
এখন আমাদের সাবধানতা অবলম্ভন প্রতিটি মুহূর্তের জন্য
জীবনের মুক্তি ।
আমরা ঘৃণ্য সহিংসতা চাইনা
আমরা দেশ ও জাতীর শান্তি চাই
প্রজ্ঞাপনে
ব্লগ টিম বিশেষ কমিটির পক্ষে
আমরা কজন ।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: এসব ক্ষমতা কে আঁকড়ে থাকার ফন্দি
স্বাধীনতা ও গণতন্ত্র এদের শেখলে বন্ধি ।
মানুষ নামের শিষ্টাচার নেই এদের প্রহসনে
আচরনে শয়তান , স্বার্থের আবরনে ।
মুহূর্তে কার্যসিদ্ধি করে
টেলে দেয় সমাজ অন্ধকারে
তাজা খুনে নষ্ট বিবেক হানে শকুন দৃষ্টি
কে বলে ওদের সমাজ পতি , করে কুহকের অনিষ্টি ।
আর কত দেখব রক্ত লোলুপ হিংশ্রতা ধুকাদাবা
যারা সমাজ গড়ে তাদের বুকে অদের থাবা
হে মানুষ আন হুশ নইলে পড়বে বিধাতার রুষে
মিছে কেন ?নিষ্কণ্টক জান হবে বলি সর্বনেশে ।
২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
পরিবেশ বন্ধু বলেছেন: মতামত +
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: আমি সবসময়েই জাগ্রত / ব্যক্তিগত মতামত
আমরা আন্দোলনে জড়িত বহুদিন যাবত
দেশে আরও একটা গৃহযুদ্ধ হয়ে গেছে , ৭/৮ সালে
একই সাথে ৬৩ জেলায় বোমা হামলা , পরে বিডিয়ার বিদ্রোহ , সিনামা
হল , শিল্পি , সহ দেশের বুদ্ধিজিবিদের হত্তা , আরও অনেক কিছু
আমরা তিলে তিলে নিজেদের সমাজে বিলিয়ে দিয়ে রাত দিন রক্ত
জল করে বিভিন্ন সাংস্কৃতিক কর্ম কাণ্ড ও সেবার মাধ্যমে দাড় করাই
বহু জনসচেতন সংঘটন । এবং আতঙ্কিত জনগণের মধ্য স্থিতিশীল
পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা কি না করেছি । বিনিময়ে পেয়েছি , সে থাক এখনও বাংলার ১৭ কোটি মানুষ , যেখানেই থাকি
আমাকে অন্তত বন্ধু ভাবাপন্ন হিসাবেই জানে ।
আমরা মানুষ মারার রাজনীতিতে বিশ্বাসী নই
মানুষ বাঁচাতে অটল ।
আর যাদের বড় গলা মঞ্চে বাস্তবে তারা অনেকেই
স্বার্থ সিদ্ধির লোভী ।
আমরা আরেকটা ভয়াবহ সহিংসতা চাইনা
দেশের শান্তি চাই ।
এখানে কথা ছিল দল মত নির্বিশেষে সমস্ত বাঙ্গালির সার্থক সমঝোতা
কার্যত একদলীয় , এতে আন্দোলন কারিরা ভবিষ্যৎ সমুহ বিপদের
সম্মুখিন , এতএব এখনই সাবধান ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০১
পরিবেশ বন্ধু বলেছেন: দরকার জাতীয় এক্য ও শান্তি
গুলি সমাধান নয় , জামাতের কয়েক লক্ষ মানুষ কে টাণ্ডা মাথায়
গুলি করে হত্তা এটা কোন সভ্য জাতীর কাজ নয় , বরং জাতীয় শক্তি
বুঝায় দেশের সব মহলের সংশ্লিষ্ট সমঝোতা ও সহযোগিতা এক্য এবং
আলোচনার টেবিলে বসে এর সমাধান । অদের এভাবে হত্তা করা হলে
ওরা কি বসে থাকে ওরাও মারে , ফলে সাধারন জনগন নারি , শিশু
কেউ সহিংসতা থেকে রেহাই পায়না ।
আমরা সহিংসতা চাইনা
আমরা গৃহযুদ্ধ চাইনা
আমাদের পুতুল সাজিয়ে রাজনীতির ঘৃণ্য চক্রান্ত হোক তা চাই না
আমরা দেশের ও মানুষের শান্তি চাই