নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

গুলি করে হত্তা বন্ধ চাই / সহিংসতা বন্ধ চাই

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০১

টাণ্ডা মাথায় গুলি করে মার , নিজেও মর

এ ভ্রান্ত নিতি পরিহার কর /

************************

এসব ক্ষমতা কে আঁকড়ে থাকার ফন্দি

স্বাধীনতা ও গণতন্ত্র এদের শেখলে বন্ধি ।

মানুষ নামের শিষ্টাচার নেই এদের প্রহসনে

আচরনে শয়তান , স্বার্থের আবরনে ।

মুহূর্তে কার্যসিদ্ধি করে

টেলে দেয় সমাজ অন্ধকারে

তাজা খুনে নষ্ট বিবেক হানে শকুন দৃষ্টি

কে বলে ওদের সমাজ পতি , করে কুহকের অনিষ্টি ।



আর কত দেখব রক্ত লোলুপ হিংশ্রতা ধুকাদাবা

যারা সমাজ গড়ে তাদের বুকে অদের থাবা

হে মানুষ আন হুশ নইলে পড়বে বিধাতার রুষে

মিছে কেন ?নিষ্কণ্টক জান হবে বলি সর্বনেশে ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

আবু সালেহ বলেছেন: এসব ক্ষমতা কে আঁকড়ে থাকার ফন্দি
স্বাধীনতা ও গণতন্ত্র এদের শেখলে বন্ধি ।
মানুষ নামের শিষ্টাচার নেই এদের প্রহসনে
আচরনে শয়তান , স্বার্থের আবরনে ।+++

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: সহমতে ধন্যবাদ

২| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগলো প্রিয় কবি ভাই:
আমি আজ নির্বাক!!!
বলার মত আমার কিছু নাই।।

পোস্টে প্লাস:+++++++++

ভালো থাকুন সর্বদা
দিবস ও যশদা...।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: হে কবি নির্বাক কেন
এই তো সময়
মজলুম জনতা রয় তাকিয়ে
যদি মিলে মুক্তির পরিচয় ।

শুভেচ্ছা তাই
ভাল থাকা চাই

৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: আরও + কথামালা

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: হে প্রিয় দেশ বাসি
কেন রক্তাক্ত বাংলা ,
কেন ? হিংস্র থাবা সর্বনাশী

এ অন্যায় যুলুমের চাই অবসান
দশে মিলে গড়ি দেশ
এস ভুলে যাই হিংসা বাকবিতান

অন্যায় সমর্থনে অন্যায় বাড়ে
সাম্য ও ন্যায়ে এস
এক্য গড়ি দেশ ও মানুষ কে
ভালবেসে ।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: দিকভ্রান্ত বন্ধুকে

হাত পা যার রয় নহে সে বেকার
কেন? মিছে ভাবনা বন্ধু আজি তোমার
নিজে ভাল হলে জগত সুন্দর
ইচ্ছা থাকলে উপায় মিলে রাখলে টিক অন্তর
মানুষ নাম লয়ে জন্মানো নহে তাতে পাপ
বিধাতার সিদ্ধান্ত মেনে নেওয়াই সুফল মাফ
জীবন সাজাও নিজ গুন বিকশিত করে
দেখিবে জীবনের আলো সত্যর ভিড়ে ।
ভাল থাক বন্ধু
হতাশ হইওনা
মঙ্গলবারতায়
শুভকামনা

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: সময়ের ভাবনা
সময়ের সাথে উস্কানি মুলক বক্তব্য নয়
মানুষ সবাই
রাস্ট ব্যক্তি এবং স্বাধীনতা সব মিলে সভ্যতার পরিচয়
দূর হোক সহিংস মনোভাব
কেটে যাক আধার , অন্যায় ভ্রান্তি
দেশ ও জাতীয় এক্য এস পরিবেশ গড়ি
ফিরে চাই সমাজের শান্তি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.