নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর কাম যদি বান্ধায় করে / কেমন হয় তাইলে ?

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৭







বাদুর চিনেন নি বাদুর

হু চিনমুনা কেন / কি বিষয় ।

কত হেইডা কেডায় বানাইল । কেন আল্লাহ । অয়নাই

অয়নাই তাইলে তুই কি কইতাছস আরেকজন সৃষ্টি কর্তা আছে ।

মোটেও না । আসল কথা অইল মুসা আ বুঝলে আল্লাহর সাথে

টেটনামি করে কইল তুমি যদি সব নিমিষেই সৃষ্টি করতে জান , আমি মুসা ও তোমার চাইতে কম কিসে অনুমতি দাও একটা

জীব বানিয়ে দেখাই ।



আল্লাহু মনে হয় নিরবে খুব হাসলেন ।



মাটি পানি নির্বাচন করতে ৭ দিন লাগল । শুকাতে আরও ৭ দিন ।

আকৃতি বানালেন ৭ দিনে । এবার রং ছুরত সাজগুজ দিলেন লাগল

আরও ৭ দিন ।



খুশিতে একটা চিৎকার দিলেন যে আশেপাশে ছিল যত জীব জানোয়ার অধিকাংশই হার্ট ফিল করে পড়ে রইল । আল্লাহ তাকে

ডেকে বললে হে মুসা তোমার চিৎকারে অনেক জীবের প্রাণবায়ু

খাঁচা ভেঙ্গে পালাবার পথ পাচ্ছেনা । তুমি দু একটার জান ফিরিয়ে

দাও ।

ওগো আমার প্রভু আমি সব পারব কিন্তু কারও জান ত দিতে পারবনা ।

আচ্ছা তাইলে আমার নিকট দয়া ভিক্ষা চাও ।

হে প্রভু আপনার মর্জি ।



আল্লাহর হুকুমে মুসা আ এর বানানো প্রাণীটির জান পয়দা হল

এবার মুসা আ খুশিতে লাফাতে লাফাতে বলল আমার প্রভু

শক্রিয়া ।

শক্রিয়া পরে আদায় কর দেখত তোমার বানানো জিনিসে কোন

ভুল আছে কিনা ।

কই না ত

আল্লাহ বলেন হে মুসা তোমার ভুল তুমি ধরবে কিভাবে , ভুল ধরব

আমি । দেখত সৃষ্টি জগতের বিচিত্রতায় তিল পরিমান ভুল কোঁথাও

পরিলক্ষিত হয় কিনা ।



মুসা আ লজ্জা বনত হলেন পাখিটির পায়খানার দরজা বানাতে তার

মনে ছিলনা । আল্লাহ তার ক্ষুত্রতি সমাধান দিলেন । পাখিটি যে দিক দিয়ে আহার করবে সেদিক দিয়েই মল ত্যাগ করবে ।



আমি কইলাম ভাই বাদুর বিষয়ের সৃষ্টি রহস্য জানলাম । কিন্তু

হটাত আপনার সে দৃষ্টান্ত মনে উদয় হল কেন >



উত্তেজিত হয়ে বললেন যারা বিনা বিচারে মানুষ কে খুন করে

তারা আসলে বাদুর এর মত । তারা খুন করে টেকার বিনিময়ে

আর যারা খুনি তারা খুন হয় আরেকজনের স্বার্থ উদ্ধার হয়ার জন্য । বড় জটিল কথা । আচ্ছা সাগর রুনি যে খুন অইল হেই বিষয়

কিছু জানতে পারলেন ।

না । তয় জানতে বেশি দেরি অইবনা । আল্লার কাম আল্লায় করব

মুগ কি । সেই বিচারক আমরা শুধু ফরিয়াদি ।



দুলাভাই বকবক কম অয়নাই চলেন বেড়াইয়া আসি

হু তাই চল , আরে দেখ শাহি কলাগাছে কি জানি ঝুইলা রয় ।

শাহি । দুলাভাই ফ্যান্টাসটিক এই সেই মুসা আ এর সৃষ্টি বাদুর



দেখ আবার উল্টা বায় জুইলা আছে ।

উল্টা বায় / গবেষক একটা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

পরিবেশ বন্ধু বলেছেন: একটি মন্তব্য +

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: হযরত মোহাম্মদ সা নেতাও নয় আবার আমাদের মত মানুষও নয়
তিনি আল্লাহর প্রেরিত রাছুল এবং সমস্ত জাতীর দুনিয়া ও আখেরাতের
মুক্তি ও শান্তির দুত ।
তার সাথে দুনিয়ার অন্য কারও সাথে তুলনা সম্পূর্ণ হারাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.