![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
মজার জোকস
বিদেশী রাজা আমাগো দেশ দেখার অভিপ্রায়ে মেটূ পথ ধরে হাটে , সাথে মন্ত্রি ,
রাজা ঃ কেমন দেশ নদীর মাঝে ঘরবাড়ি
মন্ত্রী ' মহাশয় আজব দেশ , আহামরি মরি ।
রাজা , আরে আজব রাস্তার দুই পাড়
মন্ত্রী " হুজুর এটা ভাঙ্গা , খুজ লয়না সরকার
রাজা" আরে আজব শিশুর মাথা ভরা পাকা চুল
মন্ত্রী " হুজুর এটা চাঁদের বুড়ির সুতা , উল
রাজা " হোঁচট খেয়ে পড়ে যায় /মন্ত্রী , ডাক ডাক্তার , প্রান যায়
কবিরাজ " রাজা মহাশয় , নেই ভয় দিলুম এমন ঝারা
ব্যাথা ব্যামু পালাবে ভয়ে হয়ে আধমরা ।
পিঁপড়ার বাসা ভেঙ্গে দেয় মাথায় ছেড়ে
রাজা চীৎকার দেয় জালায় পড়ে ,
কবিরাজ , ভয় নেই রাজা / ভাঙ্গা রাস্তায় পড়ে পেলেন সাজা
দিলেন এই পথের লাগি দান কত সরকারের দপ্তরে
সবি আজ গায়েব তাদের দখলের তরে ।
পিপড়ার কামড়ের ছুটে
রাজা আর মন্ত্রী এবার চিৎকার দিয়ে ছুটে
সব চুর , পিঁপড়া কবিরাজের ওসদ ভারী খাটি
এমন অউওসদ বাংলার মন্ত্রীদের দেওয়া হলে চুরি বিদ্যা হবে মাটি ।
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: সময়ের ব্যঙ্গ চিত্র
ধন্যবাদ
ভাল থাকেন যত্র তত্র
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
শূন্য পথিক বলেছেন: হাহা
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: হাইসেইনা
চান্দের মত লোকে সন্দেহ করবে
৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১
নীল েমঘ বলেছেন: ব্যাপক মজা পাইলাম
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: মজা পাওয়ার মত যদি হয়
তবে নিজেকে ধন্য মনে করার সাধ হয়
৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
আরজু পনি বলেছেন:
হাহাহাহা মজার তো!
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: আপু উপদেশ মনে থাকবে
আর ভাল থাকেন সবসময়
৫| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগলো কবি ভাই
আপনার লেখা পড়ে আমি
হাসতে হাসতে মরে যাই!!
+++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: আপনিও +
৬| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই মজা পেলাম,,,,,,,,দারুনস,,,,,,,,,,,
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: সেকি মজা তাই
শুভেচ্ছা জানাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:২৬
আজমান আন্দালিব বলেছেন: হাহাহা...ভাল্লাগছে স্যাটায়ার কবিতা...