নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আউলিয়াগনের আল্লাহ্‌ প্রদত্ত ক্ষমতা ও মর্যাদা ।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

আউলিয়াদের আল্লাহ্‌ প্রদত্ত ক্ষমতা এবং রহমত

******************************************

একটা মানুষ গড়ে তুলতে কত টুকু সাধনার প্রয়োজন ।

একটা মানুষের জীবন রক্ষায় কি যে প্রানান্তর রন অভিযান ।

অথচ পক্ষান্তরে একটা মানুষকে যমের বাড়ি পৌছাতে মুহুরথ সময় ও ব্যয় হয়না যদি কৌশলটা হয় মারনাস্ত্রের মাধ্যমে ।



হযরত বড় পীর শাহ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানি রা

তার আত্তাধিক রুহানি শক্তি প্রাথমিক সময় এত টুকু প্রবল ছিল

অপবিত্র কুটিল মনে কেহ দূর থেকে তার বিরুদ্ধে বেয়াদবি করলে

সাথে সাথে বেয়াদবের শীর আল্লাহর ক্ষুত্রতে মস্তক হইতে আলাদা

হয়ে যেত ।



একদিন আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসল হে আমার প্রিয় খাস বান্ধা তুমি কি জান একটা জীব সৃষ্টি করতে আমার কি পরিমান ক্ষুত্রতি কৌশল প্রয়োজন পড়ে , তুমি এহেন তাজাল্লি

কাণ্ড বন্ধ করে তাদের নিকট সহজ ভাবে হেদায়াত পৌঁছে দাও

মুলত তারা অজ্ঞ /



একদিন বালক আব্দুল কাদির প্রাত কালে নদী তিরে গমন করলে ।

এক বৃদ্ধাকে রোধন করে কাদতে দেখে , জিজ্ঞাসে হে বুড়ি কাদ কেন ?

বাবা বার বছর আগে আমার একমাত্র আদরের দুলাল কে বিয়ে

করানোর উদ্দ্যশ্য অনেক বড় যাত্রি সহ আনন্দ উৎ সব পরিবেশে

এই নদীর বুকে শ্বশুরালয়ে পাটিয়েছিলাম , কিন্তু ভাগ্যর কি পরিহাস

বউ লয়ে ফিয়ে আসার সময় ঝড়ের কবলে সবাই সলিল সমাধি

লাভ করে । বালক আব্দুল কাদির কান্না সহ্য করতে না পেরে

সিজদায় পড়ে আল্লাহর নিকট হাত তুলে , হে আল্লাহ বুড়ীর ছেলেকে ফিরিয়ে দাও । অদৃশ্য আওয়াজ আসে তারা কবেই পানিতে

মাটিতে মিশে গেছে তাদের অস্তিত্ত নাই ।

হে আল্লাহু তোমার ক্ষুত্রত অসিম তোমার গোপনীয়তা আমি জানি কোটি কোটি বছর পড়ে হাসরের মাটে নিশ্চিহ্ন মানুষকে

ক্ষুত্রতি কৌশলে যদি একত্র করতে পার তবে সামান্য বিষয় নিয়ে

আমার ও বুড়ির ফেরেসান দূর কর । যদি আরজি না শুনবে ততক্ষণ আমি তোমার দরবার হইতে মাথা উত্তোলন করবনা ।



আল্লাহর লিলা বুঝা বড় দায় বার বছর পূর্বে যেভাবে বুড়ি সাজায়ে নাও পাটাইয়েছিল বড় যাত্রি সহ আনন্দ ঘন পরিবেশে ।

সেভাবেই জীবন্ত হয়ে গেল সব , বউ বর যাত্রি সহ সবাই সেই অবিকল ১২ বছর আগের সাজে ফিরে আসল । বুড়ি তার ছেলেকে ও সবাইকে

লয়ে ঘরে ফিরল ।



এমন বহু ঘটনা অলি আউলিয়াগনের জীবনীতে পাওয়া যায়



আর বর্তমান সময় নারিই হোক আর পুরুষ শাসকই হোক

কারও সাধারন মানুষের প্রতি এত টুকু সহমর্মিতা নেই যে

তারা অন্যকে বাচাবে । বরং নিজেদের প্রান নিয়েই টানাটানি ।



জেন মুমিনদের প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর নিকট থেকে

আসে । আল্লাহ সকলকে বুঝার তাওফিক ও হেদায়েত দিন

আমিন ।

মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

বোকামন বলেছেন: আমীন

আস সালামু আলাইকুম

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: অয়ালাইকুম ছালাম
আমিন , আল্লাহ রহমত দিন

২| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্ষুত্রত = ???

কুদরত হলে বানান এইরুপ কেন?

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: সেটাই আরেক ক্ষুত্রত /কুদরত

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

শিপু ভাই বলেছেন:
অলি আউলিয়াদের নামে প্রচলিত এধরনের কাহিনী আমার কাছে গাজাখুরি মনে হয়। পরিষ্কার শিরক মনে হয়।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: তুমাকেও নাস্তিকের বাতাস পাইল নাকি
আল্লাহর ক্ষুত্রতের শেষ নাই
অলিগন আল্লাহর বন্ধু
আল্লাহ অলিদের মাধ্যমে হেদায়েত ও রহমত দান করেন

৪| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

শিপু ভাই বলেছেন:
কাহিনীগুলো শুনলে মনে হয় এসব অলিগন নবী রাসূলদের চাইতে বেশি মর্যাদাবান ছিলেন। নাউজুবিল্লাহ!!!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২

পরিবেশ বন্ধু বলেছেন:
মুজেজা নবিজিরপ্রতি আল্লাহর মহত্ত্ব ।
আর কেরামত হল আউলিয়াদের জন্য আল্লাহর মহত্ত
যে নবী রাছুল গনের মুজেজা এবং অলি আউলিয়াগনের
কেরামত অস্বীকার করবে
সে কখনই মুসলমান নয় । হয় বিধর্মী নাস্তিক নয়ত কাফের ।

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

কান্টি টুটুল বলেছেন:


আল-কোরআনে যেসকল নবী-রাসুলগণের আল্লাহ্‌ প্রদত্ত ক্ষমতা সম্পর্কে বলা আছে সেসব আলোচনা করাই ভাল,কারণ আল কোরআনের বিকৃতির সম্ভাবনা নাই।

আল-কোরআনের বাইরের ঘটনাবলী থেকে সহজেই ডালপালা গজায় আর তার প্রভাবে সমাজে ধীরে ধীরে শিরকের বিস্তৃতি ঘটে,আফটার অল আল-কোরআনের বাইরের ঐসব ঘটনাবলী আমাদের জানার তো প্রয়োজন নাই,আমাদের জন্য আল-কোরআন ই উত্তম।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: জেজা নবিজিরপ্রতি আল্লাহর মহত্ত্ব ।
আর কেরামত হল আউলিয়াদের জন্য আল্লাহর মহত্ত
যে নবী রাছুল গনের মুজেজা এবং অলি আউলিয়াগনের
কেরামত অস্বীকার করবে
সে কখনই মুসলমান নয় । হয় বিধর্মী নাস্তিক নয়ত কাফের ।

৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৮

দিশার বলেছেন: কাহিনীগুলো শুনলে মনে হয় এসব অলিগন নবী রাসূলদের চাইতে বেশি মর্যাদাবান ছিলেন!!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: নবী রাছুল গনের পরেই মহান অলি আউলিয়াগনের মর্যাদা
কোরআন আয়াত
আলা আউলিয়াল্লাহু লা খাউফুন অয়ালা ইয়াহযানুন
নিশ্চই আমার অলিদের ভয় নেই দুনিয়া ও আখেরাতে ।
মোহাম্মদ সা শেষ নবী তার পরে ইসলাম কে কিয়ামত পর্যন্ত তাজা রাখবেন অলিগন ।
নবীজী বলেন , আমার পরে আল্লাহর অলিগন কিয়ামত পর্যন্ত
ইসলামকে তাজা রাখবে তাদের ইমানি হেদায়েতের মাধ্যমে , নিশ্চই আমার সাহায্য তাদের জন্য উজ্জ্বল প্রদিপ ।
হাদিসে বায়হকি

৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

হাসান মাহবুব বলেছেন: আউলিয়াগণ চাইলে চান্দে নিজের খোমা প্রদর্শন করতে পারে, তাই না? ২০১৩ সালে এরকম কুনো ঘটনা কি ঘটসে? :-B :-B

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: আউলিয়াগনের পরিচয় নেন
হজরত বড়পির আব্দুল কাদির জিলানী রা , হযরত শাহজালাল
ইয়েমেনি রা , তাপসি রাবেয়া রা প্রমুখ তাদের পায়ের ধুলিকনার
সমান বর্তমান জামানার কোটি কোটি আলেম হবেনা ৎ
আল্লাহ্‌ তাদের চেনার রহমত দিন ।

৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪

আমি বাঁধনহারা বলেছেন:

এসব বিষয় নিয়ে লিখলে বির্তক সৃষ্টি হতে পারে ভাই!!! আপনার কবিতা পড়তে খুব ভালো লাগে।দয়া করে এসব বাদ দিয়ে কবিতা লিখুন।

শুভ কামনা...


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: ওদের ঈমান দুর্বল / ভাল না লাগলে মন্দ কমেন্ট করবে কেন ?
আর সত্য কে অস্বীকার করে ইসলাম কে শয়তানের কাজে লাগানো খাটি মুসলমান যারা নিশ্চই বসে থাকবেনা এর প্রতিবাদ
করবেই ।
ভাল থাকুন

৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

দিশার বলেছেন: গালাগালি পর্যন্তই . হাহাহা জোকার নায়েক এর দালাল ? হাহা
মাল্টি নিক ভন্ড . ভেসলিন মেরে পির এর কাসে যাও, নেট য়ে বসে থাকলে সয়াব হবে?

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু প্লিজ না বুঝলে প্রশ্ন কর আর সাফ কথা আমি গালি দিয়ে
পরিক্ষা করলাম , আমার গালি আমার গালে ফিরিয়ে নিয়ে যাচ্ছি
আর যাদের ঈমান দুর্বল / ভাল না লাগলে মন্দ কমেন্ট করবে কেন ?
আর সত্য কে অস্বীকার করে ইসলাম কে শয়তানের কাজে লাগানো খাটি মুসলমান যারা নিশ্চই বসে থাকবেনা এর প্রতিবাদ
করবেই ।
ভাল থাকুন

১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩

কান্টি টুটুল বলেছেন:

ভাইজান আল-কোরআনের কোন আয়াত উল্লেখ করলে দয়া করে আয়াত নম্বর এবং সুরার নাম উল্লেখ করবেন।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: সুরা ইউনুছ আয়াত ৬২

১১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭

শিপু ভাই বলেছেন:
আমার একটা কমেন্ট মুছলেন কেন???


কমেন্টটা ফিরিয়ে আনুন।


মাজেজা বিশ্বাস করি...কারামত বিশ্বাস করি না।

আমিও পানির উপ্রে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তে পারি।
আমিও বাতাসে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তে পারি।


আল্লাহ মানুষকে যে জ্ঞান দান করেছেন তার চেয়ে বড় কারামত আর কি হতে পারে???

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: ঐ গাদা , কারামত অর্থ কি ? আল্লাহর রহমতি দান
সেটা সাধারন মানুষ এমনি এমনি সারা দুনিয়ার বিনিময়েও
কেহ ইচ্ছাধিন করে দেখাতে পারবেনা
শুধু অলিগনের জন্যই সম্ভব ।
কারন অলিগন আল্লাহর বন্ধু , আর দুনিয়ার এসে কেউ অলি
আউলিয়া হয়না তারা ও নবি রাছুল গনের মত আল্লাহর প্রেরিত ।

১২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

দিশার বলেছেন: এদের পির এর মতের বিরুদ্ধে কিসু লিখলে এরা কমেন্ট ডিলিট করে দেয়। এক এক জনের অনেক গুলা করে একাউন্ট।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: পীর মুর্শিদ অলি আউলিয়া দের শানে বেয়াদবি করা মানে আল্লাহ রাছুলের সাথে সম্পর্ক ছিন্ন করা ।
************************
আল্লামা ডঃ মোহাম্মদ মাসুদ মিয়া মোহাদেদছ মুফতিয়ে ছূণ্ণাহ
আরবি বিশ্ব বিদ্যালয় , নেত্রকোনা সতরশ্রী


যারা নুর নবী হজরত সা কে মানেনা , অলি আউলিয়াদের মানেনা
তারা মুলত কোরআন না বুঝে আল্লাহকেই মানেনা ।
আলা আউলিয়া আল্লাহু লা কাউফুন অয়ালাইয়াহযানুন ।
অর্থ নিশ্চয় আমার বন্ধু বা অলিদের ভয় নেই দুনিয়া ও আখেরাতে ।
কোরআন ।
এখন অলি কারা , হজরত বড় পীর শাহসৈয়দ সুলতান আব্দুল কাদির জিলানী রা , বায়েজিদ বোস্তামি , খাজা মাইন উদ্দিন চিশতী ,
হজরত শাহ জালাল ইয়েমেনি রা , হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রা , , হজরত নিযাম উদ্দিন আউলিয়া প্রমুখ গন আল্লাহর অলি , আউলিয়া বা আল্লাহর বন্ধু ।
নবীজী বর্ণনা করেছেন , আল্লাহ বলেন আমার বন্ধু বা অলি যারা
তারা আমার জোব্বার চাইতেও নিকটে এবং অলিদের বিরুদ্ধে
অবস্থান নিলে আমি সয়ং মাবুদ যুদ্ধ ঘোষনা করি , হাদিস বায়হকি ।
পীর মুর্শিদ অমান্য করে তারা আল্লাহ ও তার রাছুল কে অমান্য
করে এবং তারাই মাঝার বা অলিদের মর্যাদা পূর্ণ পবিত্র সমাধি
ধংশ কারি ।
পীর অর্থ পথ দেখানো ওয়ালা / মুর্শিদ অর্থ দিক চিনানো ওয়ালা
নবীজী বলেন আল্লাহর বন্ধু বা আউলিয়া গনের মর্যাদা অতি উচ্ছ ,
তারাই আখেরি নবীর ইসলামকে জিন্দা রাখবে তার শাশ্বত কল্যানে ।
হাদিস , দুররে ছমিন । ৫১ কথিকা ।
কোরআনের আয়াত
যারা বায়াত হয় বা মুরিদ হয় তাদের হাত রাছুলের হাতের উপর আর রাছুলের হাত আল্লাহর হাতের উপর । নিশ্চয় আল্লাহ ক্ষমা শীল ।
কোরআনের একটি অক্ষর বা আয়াত কে অস্বীকার কারী আল্লাহকে অস্বীকার কারী , আর যারা আল্লাহকে অস্বীকার করে
তারা নাস্তিক , তাদের ধর্ম কর্ম , এবাদত , আল্লাহর নিকট গ্রহণীয়
নয় ।
সয়ং নবীজী ইসলামের মুর্শিদ
*************************
তৌহিদেরও মুর্শিদ আমার মোহাম্মাদের নাম

১৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩০

রুদ্র মানব বলেছেন: কারামতি আমিও আমিও বিশ্বাস করি না ,
আল্লাহর অলি আউলিয়াগণ আল্লাহর সাথে এক গভীর মনের সম্পর্ক সৃষ্টি করে তুলতে পারেন।

কোরআনের কোথাও কি বলা আছে , যে অলি আওলিয়াগণ অদ্ভূত শারীরিক ক্ষমতার অধিকারী হবেন ???

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: পীর মুর্শিদ অলি আউলিয়া দের শানে বেয়াদবি করা মানে আল্লাহ রাছুলের সাথে সম্পর্ক ছিন্ন করা ।
************************
আল্লামা ডঃ মোহাম্মদ মাসুদ মিয়া মোহাদেদছ মুফতিয়ে ছূণ্ণাহ
আরবি বিশ্ব বিদ্যালয় , নেত্রকোনা সতরশ্রী


যারা নুর নবী হজরত সা কে মানেনা , অলি আউলিয়াদের মানেনা
তারা মুলত কোরআন না বুঝে আল্লাহকেই মানেনা ।
আলা আউলিয়া আল্লাহু লা কাউফুন অয়ালাইয়াহযানুন ।
অর্থ নিশ্চয় আমার বন্ধু বা অলিদের ভয় নেই দুনিয়া ও আখেরাতে ।
কোরআন ।
এখন অলি কারা , হজরত বড় পীর শাহসৈয়দ সুলতান আব্দুল কাদির জিলানী রা , বায়েজিদ বোস্তামি , খাজা মাইন উদ্দিন চিশতী ,
হজরত শাহ জালাল ইয়েমেনি রা , হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রা , , হজরত নিযাম উদ্দিন আউলিয়া প্রমুখ গন আল্লাহর অলি , আউলিয়া বা আল্লাহর বন্ধু ।
নবীজী বর্ণনা করেছেন , আল্লাহ বলেন আমার বন্ধু বা অলি যারা
তারা আমার জোব্বার চাইতেও নিকটে এবং অলিদের বিরুদ্ধে
অবস্থান নিলে আমি সয়ং মাবুদ যুদ্ধ ঘোষনা করি , হাদিস বায়হকি ।
পীর মুর্শিদ অমান্য করে তারা আল্লাহ ও তার রাছুল কে অমান্য
করে এবং তারাই মাঝার বা অলিদের মর্যাদা পূর্ণ পবিত্র সমাধি
ধংশ কারি ।
পীর অর্থ পথ দেখানো ওয়ালা / মুর্শিদ অর্থ দিক চিনানো ওয়ালা
নবীজী বলেন আল্লাহর বন্ধু বা আউলিয়া গনের মর্যাদা অতি উচ্ছ ,
তারাই আখেরি নবীর ইসলামকে জিন্দা রাখবে তার শাশ্বত কল্যানে ।
হাদিস , দুররে ছমিন । ৫১ কথিকা ।
কোরআনের আয়াত
যারা বায়াত হয় বা মুরিদ হয় তাদের হাত রাছুলের হাতের উপর আর রাছুলের হাত আল্লাহর হাতের উপর । নিশ্চয় আল্লাহ ক্ষমা শীল ।
কোরআনের একটি অক্ষর বা আয়াত কে অস্বীকার কারী আল্লাহকে অস্বীকার কারী , আর যারা আল্লাহকে অস্বীকার করে
তারা নাস্তিক , তাদের ধর্ম কর্ম , এবাদত , আল্লাহর নিকট গ্রহণীয়
নয় ।
সয়ং নবীজী ইসলামের মুর্শিদ
*************************
তৌহিদেরও মুর্শিদ আমার মোহাম্মাদের নাম

১৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৪

গানই আমার প্রান বলেছেন: কি খবর কল্লোল দা?
আপনি হঠাৎ ইসলাম আর অলি নিয়ে গবেষণা করছেন যে!

আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। ইসলামের সুশীতল ছায়ায় আপনাকে আমন্ত্রন।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: শয়তানের বিরুদ্ধে যুদ্ধ বড় জিহাদ


হাদিস আবু হুরাইরা রা ঝবানে বর্ণীত
এক ইহুদি খুব বদকার ছিল । তখনকার যুগে এমন কোন অপরাধ
বাকি ছিলনা যা তার দ্বারা সংঘটিত হয় নাই । হত্তা ব্যবিচার যিনা
সব ছিল তার নিত্য কর্ম ।
মদিনার নিকটবর্তি অঞ্চল বনি হেজাজ স্থানে বাস করতেন নবীজীর এক প্রিয় সাহাবা ইবনে খুবায়ব রা তিনি নিয়মিত নবীজীর
শানে দরুদ পড়তেন

প্রতিদিনের মত বেশ কিছু লোক নিয়ে তিনি মধুর সুরে দরূদ শরিফ পড়তে লাগলেন । তো পাপি লোকটি এদিক দিয়ে যাচ্ছিলেন , মধুর দরুদের সুর ও
নবীজীর রহমত তার মনে ধাক্কা লাগল তিনি মনে মনে নিয়ত করলেন নবী পাক সা এর দরবারে এসে তওবা ও কলমা পড়ে
নিবেন । মাত্র দুই এক কদম পা রাখলেন , সাথে সাথে মালিকুল
মউত তার জান কবজ করে নিলেন । বেহেস্ত ও দুযখের ফেরেস্তা এল , কোথায় তার স্থান হবে আমল নামা দেখে দুযখের ফেরেস্তা হাসি দিল জান্নাতি বেজার হল । আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এল হে জান্নাতি ফেরেস্তা নিরাশ হইওনা আবার আমল নামা খুল দেখ মৃত্যুর আগে সে মনে মনে তওবার
নিয়তে নবীজীর দরবারে পা বাড়িয়েছিল এজন্য তা র জীবনের
সমস্ত গোনাহ মাফ এবং সে জান্নাতি । ছুবাহান আল্লাহ ।
টিকা মনের মধ্য যে শয়তান বাসা বাধে ও দাগা দেয় মানে ভুল
পথে চালায় সে শয়তানকে দূর করে হ্রদয়ে ঈমানের প্রদীপ জ্বালানোই বড় জিহাদ ।

১৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৫

শিপু ভাই বলেছেন:
আমিতো আপনাকে আক্রমন করে কিছু বলিনি। কোন অলি আউলিয়াদের নিয়ে কোন বেয়াদবি কথাও বলিনি।


গালি দিলেন কেন???

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা বাঙালি তাই একটু দিতে হয় গালি
এবার হাসেন
দেন একটা তালি

১৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

:( :( :(

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: হা হা হা

১৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

কান্টি টুটুল বলেছেন:

আপনি লিখেছেন.....
কোরআন আয়াত
আলা আউলিয়াল্লাহু লা খাউফুন অয়ালা ইয়াহযানুন
নিশ্চই আমার অলিদের ভয় নেই দুনিয়া ও আখেরাতে

দয়া করে বলেন তো সুরা ইউনুসের ৬২ নং আয়াতে দুনিয়া ও আখেরাতে এই শব্দ দুইটা আরবী আয়াতে কোথায় আছে? যদি না থাকে তবে এই বিকৃতি কে করেছে, আপনি?

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

পরিবেশ বন্ধু বলেছেন: অরে বেটা বুদ্ধু লেখা ইহকাল আর পরকাল
ইহকাল অইল দুনিয়া আর পরকাল অইল আখেরাত
বুঝলি
বিক্রিত নয় তোমাগ বুঝার ভুল

১৮| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

কান্টি টুটুল বলেছেন:

ইহকাল আর পরকাল (فِى الدُّنيا وَالءاخِرَةِ) সুরা ইউনুসের ৬২ নং আয়াতে কোথায় লেখা আছে দয়া করে আমাকে দেখান।

فِى الدُّنيا وَالءاخِرَةِ এই অংশটুকু (দুনিয়া ও আখিরাত) সুরা ইমরানের ৪৫ নং আয়াত থেকে নেয়া,



সুরা ইউনুসের ৬২ নং আয়াত সহ অনুবাদ......

أَلا إِنَّ أَولِياءَ اللَّهِ لا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ
[62] মনে রেখো যারা আল্লাহর বন্ধু, তাদের না কোন ভয় ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে।
সুরা ইউনুস

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: টিক কথা / বন্ধু
শুভকামনা

১৯| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

কান্টি টুটুল বলেছেন:

আমি ভদ্রভাবে আপনার দেয়া আল-কোরআনের একটি আয়াতের অনুবাদে দুইটি নতুন শব্দ সংযোজন করে বিকৃতভাবে উপস্থাপন করার মতন গুরতর অভিযোগ করেছি।

উপরে ১৭ নং কমেন্টের জবাবে আপনি অভদ্র আচরণ করেছেন।
আশা করি এরকম অভদ্রতা এরপর থেকে ব্লগে আর করবেন না।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: তোমার চান্দি গরম কেন , বন্ধু
কার সাথে দলিল এর আলাপ জান আমি কে
১২ টা ভাষা আমার জানা
এতএব কথা সাবধানে , এবং শুধু প্রশ্ন উত্তর দেব আমি ।

২০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৩

কান্টি টুটুল বলেছেন:

আপনি কে?

আল-কোরআনের অনুবাদ বিকৃতভাবে উপস্থাপনকারী - আপনার এই পরিচয় আলোচিত পোষ্টের মাধ্যমে তুলে ধরতে আপনি সফল হয়েছেন।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: ভুল ধরায় তু তুমি সফল এতে তোমাকে কি উস্তাদ শিকার করব
বেশ যদি খুশি থাক তাহলে এখন থেকে ডাকব উস্তাদ
কোরআনের আয়াত অনুবাদে সমস্যা নয় সমস্যা আয়াত নম্ভরে

২১| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

নড়াইলের ছেলে বলেছেন: মনে রেখো যারা আল্লাহর বন্ধু, তাদের না কোন ভয় ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে।যারা ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে।তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হের-ফের হয় না। এটাই হল মহা সফলতা।(সুরা ইয়ুনুস শরীফ ৬২-৬৪)
অলি-আউলিয়া উনাদের কারামত সত্য যেটা কুরআন শরীফ এ বলা হয়েছে- যেমন হযরত খিজির আলাইহিস সালাম উনার ইলমে গায়েব প্রকাশ, হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার সভা-সদস্য যার মাধ্যমে রানী বিলকিস আলাইহাস সালাম উনার আরশ আনায়ন ইত্যাদি। আর অসংখ হাদিস শরীফ ত রয়েছেই। অতএব অলি-আউলিয়া উনাদের কারামত এ অবিশ্বাস করা মানে কুরআন শরীফ ও হাদিস শরীফ অস্বীকার করা।
তবে হা এটা ঠিক যে বর্তমানে অনেক ভন্ড পীর-ফকির আছেন যাদের কারনে হক্কানী-রব্বানী অলি-আল্লাহ উনাদের কে মানুষ ভুল বুঝে এবং অপবাদ দিয়ে থাকে। ভন্ড পীর-ফকিরদের কারনে তো আপনি হক্কানী-রব্বানী অলি-আল্লাহ উনাদের কে আবল-তাবল বলতে পারেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.