নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ঐতিহাসিক ভাষণ / বাঙালি জাতীয় চেতনার মূল্যবোধ ।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

ভাষণ /

সংগ্রামী সাথি ও বন্ধুগন আমার

সময় গত হয় নেতা বদল হয় /শুন্য স্থানে আসে নতুন আরেকজন

আমরা মানুষ জাতী , আল্লাহর সেরা বুদ্ধিসম্পন্ন সভ্য এক জাতী ,

পৃথিবীর সমস্ত অস্তিত্তে মানবের সুক্ষ , সুন্দর , চিরায়িত মূল্যবোধ

যা অন্য কোন প্রাণীর বিশিষ্টে তা নাই ।

সেই মানুষ আদি যুগে ছিল অসভ্য , বর্বর , মানুষের মাথা মানুষ

চিবিয়ে খেত , আজ সেই অসভ্য মানবেই ধিরে ধিরে খোদার শেখানো সত্যর আলোক বর্তিকায় হল সভ্য , জ্ঞান কে কাজে লাগিয়ে ,

সেই যাযাবর জাতী আজ উন্নত সুসভ্যতার প্রাচির গড়ে মানবের

চেতনাকে দিল সামাজিকতার মধ্য দিয়ে এক জাতীয় সত্তার

মেলবন্ধন / হল ক্ষুদ্র ক্ষুদ্র দেশ , জাতী , গোত্র নিবিড় বাসযোগ্য

শান্তির আবাস্থল ।

আমরা বিশ্বের মানচিত্রে তেমনি বাঙালি জাতীর অনবদ্য সাগ্নিক

সম্ভারে বিজিত কুঞ্জে , আজ ঐতিহাসিক দলিলের এই স্বাধীন

ভূখণ্ডের নাম বাংলাদেশ ।

১৭ কোটি লোকের ক্ষুত্র ভূখণ্ডে বাঙালি জাতীর ইতিহাস ,ঐতিহ্য

সাংস্কৃতিক পরিমণ্ডল খুবই স্বচ্ছ এবং বিশ্ব মাঝে সমাদৃত উজ্জ্বল

চেতনায় ভাস্বর ।

এদেশের রাজনৈতিক , সামাজিক , অর্থনীতিক প্রেক্ষাপট ছিল

আন্তর্জাতিক ক্ষেত্রে অনন্য খ্যাত , ছিল সুজলা , সুফলা , শ্যামল

সুন্দর সবুজের এক বিচিত্র পুরী , বিশ্বের তীর্থস্থান ।চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং এবং ইবনে বতুতা , তাদের লেখনিতে

উল্লেখ করেন , বঙ্গ ভুমি যেন স্বর্গরাজ্য / এখানে মসলিন কাপড়

বিশ্বের রাজ রাজদের দরবারে ছিল সমাদৃত / ছিল আউল বাউল

লোকসংস্কৃতির সুসজ্জিত প্রানের উল্লাস মাখা আনন্দ জলসা ।

ছিল অলি আউলিয়াদের আশীর্বাদ গন্য ভজনালয় , যেখান থেকে

বিশ্ব বিবেক জ্ঞানি গুনি জন সংগ্রহ করতেন , খোদার দেওয়া

সত্যর প্রজ্জলিত দিক নির্দেশ ।

এই বাংলার ধুলি কনা ছিল সোনার চাইতে দামি , কত কবি / শিল্পি , গন রেখে গেল রচিয়া সেই সব অমুল্য ইতিহাস ।

সেই পথ পরিক্রমা পেরিয়ে একুশ শতকের দ্বারপ্রান্তে এসে আমরা আজ আমাদের অবস্থান থেকে কত উন্নত বা অনুন্নত সে

হিসাব মিলাতে যদি যাই / দেখবারে পাই সেই সে ঐতিহ্যর স্বর্ণাভ অজেয় বাঙালির অস্তিত্তে শুন্যতা আর ধ্বংসাবশেষ ছাড়া আর

কিছুই নাই ।

কেন ? কারন মীরজাফরের রক্ত বাঙ্গালির ধমনীতে বহমান ,

বেঈমানের অন্ধ নিষ্পেষণে জাতী আজ দ্বিধাবিভক্ত , স্বার্থের অন্ধ খোলসে হীনমন্যতার থাবায় নষ্ট বিবেক , এরা সেই আদি বর্বর

যুগের সাক্ষ্য বহন করে / অসভ্যতার নাগপাশে নিজেরাই খুড়ে

খায় নিজেদের মাথা ।

হে জাতী হে মানব সুদ্ধ চেতনায় এখনও সময় বিদ্যমান

অন্যায় যুলুম , বর্বরতা পরিহারে এস

সেই সে দিন ফিরায়ে আনি বাংলার ঘরে ঘরে

তাই হোক আওয়াজ

মিলে মিশে অন্ধতা ভুলে

এস এক হয়ে গড়ি নতুন সমাজ ।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: sundor post valo hoichhey

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২

পরিবেশ বন্ধু বলেছেন: মশামামা গবেষণা কবে থেকে
পিএইচ ডি আর কত বছর লাগবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.