![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
মাননীয় প্রদানমন্ত্রী মহোদয় আপনি সসম্মানে পদত্যগ করুন
সারা বাংলার ঐতিহাসিক গণজাগরণ মঞ্চে যদি দিন দুপুরে
বোমা হামলা হয় , তাহলে দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু
দুর্বল এবং জাতী আজ কত অসহায়
এমন একটা সামাজিক আন্দোলন এর সংবাদ সারা বিশ্বে দৃষ্টি
আকর্ষিত ।
দেশটা কি আবার একাত্তরের রুপ নেবে , সেসময় দুদেশের সম্পর্ক
নিয়ে স্বাধীনতার প্রশ্ন নিয়ে দায়বদ্ধ জাতী একাসাথে শত্রুর মোকাবেলা
করেছিল ।
এখন কার বিরুদ্ধে কে ইসু কি ? কেন অযথা নিস্পাপ প্রান অহেতুক
চিন্তা চেতনায় হচ্ছে , প্রতিনিয়ত বলি ।
আপনারা কি বাকশাল কায়েম করেছেন , না লিগের কিছু স্বার্থান্বেষী শিশুদের নিকট ক্ষমতা হস্তান্তর করেছেন । দেখলাম
অফিস আদালত , ব্যংক বিমা , আইন বিদ্যালয় সহ সব ওরাই
নিয়ন্ত্রন করে , এমন কি যে কোন সন্ত্রাসি আগ্রাসনে ওদের দেখা
মিলে অগ্রে তাহলে কি ওরাই আপনার চালিকা শক্তি
আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে মানবতা কে করেছেন হত্তা আর
দুষ্কৃতি কারিদের করছেন লালন ।
আপনার শাসন আমলে , অবাধে মেয়েদের নির্যাতিত করা হয়েছে
বছরে এদের হাতে বলি হয়েছে ২০০০ হাজারের উপর , খুন হয়েছে ৭০০০ এর অধিক , জ্বালাও পুড়াও অগ্নিসংযোগ সহ সারা
দেশ আজ অচল , মানুষ জন আতংকিত , কই আপনি একটির ও
বিচার তো করলেন না , আপনার দালাল মদদ পুষ্ট ,মন্ত্রনা দাতাগন বসে বসে পদ্ধা সেতু থেকে শুরু করে প্রত্যক টা দাপ্তরিক
ভবনে বসে বিএনপি র তারেক খুকুর চাইতেই দুর্নীতিতে সিমানা
অতিক্রম করিয়াছে ।
সেটা আমাদের বাঙালি জাতির জন্য মহা গৌরবের বিষয় ।
আজ জামাত শিবিরের উপর যে খরগ তা কি আইনি ভাবে নৈতিক না ক্ষমতার অপব্যবহার । আপনারা যখন বিরুধি দলে ছিলেন ,আর বছরে ১৭৩ দিন হরতাল করতেন সেই সময়ে
সরকারি দল আপনাদের কয়জনকে গুলি করে মেরেছিল ।
যদি জামাত শিবির নিসিদ্ধ হবেই তবে আপনারা সংসদীয় আইন
প্রবর্তন পাশ না করেই এদের ডালাও ভাবে হত্তার নির্দেশে / ওরাও
এভাবেই কি জবাব দিচ্ছেনা ।
ফলে দেশে গৃহযুদ্ধের ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে ।
মাঝখানে সন্ত্রাসীরা দুপক্ষের সুযোগ লয়ে অবাধে চালাচ্ছে তাদের
নারকীয় কর্মকাণ্ড ।
তাই আপনার নিকট আমার সবিনয় অনুরুধ রাসট পতির নিকট
ক্ষমতা হস্তান্তর করে , সেনা বাহিনীকে দিয়ে দেশ নিয়ন্ত্রন করা
এখন জরুরি । নয়ত সিমান্ত অরক্ষিত , স্বাধীনতার সূর্য যে কোন মুহূর্তে হতে পারে শত্রু কর্তৃক আক্রান্ত ।
গোয়েন্দা রিপোর্ট টি ,ইন্টার ন্যাশনাল টাইমস হইতে সংগৃহীত ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগিয় অভিনন্দন
সবই ক্ষমতার প্রহসন
নতুন আসে পুরাতন হয় বিদায়
পুরাতন নতুনের লাগি রাখে ঋণ দায় ?
তাই দেখি বাংলায়
উন্নয়ন কিসে হবে আরও শেখর কাটে স্বাধীনতায়