![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
জাতীয় এক্য মত সব দলের সংশ্লিষ্ট সহযোগিতায় সাংবিধানিক
খসড়া নীতি মালা প্রনয়ন ।
১/ ভূখণ্ডের তুলনায় জনসংখ্যা অধিক / যার জন্য সংসদীয় সাংবিধানিক আওতায় সীমিত আসনে লোক বল কম দেশের প্রত্যক টা
দাপ্তরিক কার্যক্রমে সেবাদানকারী জনগণের প্রতিনিধি কম সংখ্যক
হওয়াতে টিক মত প্রকৃত নজরদারি দেওয়া , প্রতিনিধির পক্ষে সম্ভব
পর নয় । ফলে প্রত্যক টা অফিসিয়াল কার্যক্রমে দেখা দেয় অনিয়ম ,
দুর্নীতি , স্বজনপ্রীতি , ও রাজনৈতিক , সামাজিক অবক্ষয় , যার ফলশ্রতিতে বিশাল জাতীর আর্থিক , অর্থনীতিক ধন্যতা নেমে আসে ।সেই সব মুল সমস্যা চিহ্নিত করনে সীমিত আসন সংখ্যা জাতীয় সংসদ নীতিমালায় বর্ধিত নারি আসন সহ , ৩৩০ থেকে
৬৬০ এ উন্নিত করার বিধান থাকবে ।
২/ দেশকে ৮ টি বিভাগে প্রাধান্য দিয়ে প্রাদেশিক সরকার ব্যবস্থা
নীতি মালায় অন্তর্ভুক্তি করার বিধান থাকবে ।
৩/ ৬৪ জেলা কে প্রাদেশিক আন্ত যুক্ত সরকার ব্যাবস্থার আওতায়
একজন কে প্রধান এবং অতিরিক্ত ৩ জনকে সহকারি সমন্বয়ক
করে তাদের মাধ্যমে , ২১ নারি / পুরুষ সম্মিলিত সদস্যর নির্বাচিত প্রথম সারির প্রশাসক কর্মকর্তা কর্মক্ষেত্রে তাদের দক্ষতা এবং জেলা আন্ত সরকারের বলিষ্ঠ পদক্ষেপ গ্রহনে বিশেষ ভুমিকা রাখার বিধান থাকবে ।
৪ /উপজেলা / পৌরসভা / ইউনয়ন কে পর্যায় ক্রমে একই নীতিমালার আওতায় আনার বিধান থাকবে ।
৫/ এবং মন্ত্রণালয়য়ের / সচিবালয়ের / আদালত ও শিক্ষাঙ্গন , সেবাদান কারি প্রতিষ্ঠান সহ সকল জনপ্রশাসনিক দাপ্তরিক কার্যক্রমে লোক বল সীমিত সংখ্যক থেকে অধিক করন এবং সঠিক সার্বিক দাপ্তরিক অবকাটামোতে পরিবর্তন ও স্বচ্ছতা আনার বিধান থাকবে ।
৬ /স্বাধীন বাংলা সংবিধানের স্বচ্ছতা নীতি নির্ধারণের মাধ্যমে
তার রাস্টীয় কার্যক্রমের সঠিক পন্থা অবলম্ভনের সার্বিক বিধান থাকবে ।
৭ / স্বাধীন বাংলা সরকার তার স্বকীয়তায় সারা বিশ্বের সাথে সঙ্ঘতি রেখে, শান্তি ও সম্প্রিতি বজায় রাখার মাধ্যমে্দেশকে ও
দেশের মানুষ কে ,ভবিষ্যৎ সুখি সমৃদ্ধ জাতীর এক মহতি আদর্শে /
সেবায় নিজেদের মেলে ধরার বিধান থাকবে ।
সব শেষে থাকবে
যার ধর্ম যার
দেশ সবার
সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গিকারে
আমরা ব্লগার
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: নিয়মিত বন্ধু
শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লিখেছেন