![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সোনার কবি জীবন অঙ্গার হইল গো
দেশ মাতা তোমার শান্তি চাইয়া
কত সুখের উৎস লুকাইল দেখলাম না তাকাইয়া গো ২
দেশ মাতা তোমার শান্তি চাইয়া ।
ফাগুন গেল ফুলের ঘ্রানে
তারুণ্যর নয়নে
ভালবাসার মানুষ গেল
আশার প্রদীপ বুনে
কত স্বপ্ন উড়াল দিল না রাখলাম জাগাইয়া গো ২ দেশ মাতা '''''''''
সমাজ সেবায় দিলাম প্রান
উজার করে ঘর
নিজে কত কষ্ট করেও
তাজা রাখতাম অন্যর অন্তর
তাতেই মনে শান্তি ধরত কি আনন্দে মজিয়া গো ২ দেশ '''''''''
কেমন সময় আইল মনা
সে স্মৃতি মনে পড়ে
ভয় লাগে কেন জানি
গভীর ও অন্তরে
হিসাব মিলাতেই দেখি বেলা যায় বহিয়া গো ২ দেশ '''''''''
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা +
কি খুজি
***********
অমাবস্যা অন্ধকারের মত দেখি যার ছায়া
স্বপ্নের ঘুধুলি বেলায় জাগায় যে হৃদয়ের মায়া
কে সে দীপশিখা জ্বালে নিবু নিবু জোনাকির মত
জয় করেও নাহি তারে ছুঁয়া যায় বিলাসি সে কত
দূর হতে দূর যার ছবি বুকে ফেলে গন্ধ বিলায়
সেই সে সহসা বিশুদ্ধ অভিসারে নিজেকে পুড়ায়
আর যত জগতের শিল্প তুলি আঁকা হয়ে রয় তারি চোখে
সেই ছবি সেই প্রেম দহনে গ্রাসে যায় কি বলা সব মুখে ।
একদিন অপেক্ষার সেই সে প্রহর ফুরুবে জানি
তাই এস মরিচিকা দূরে টেলে সুদ্ধতায় আজি নিজেরে চিনি ।
যদি অধরাকে যায় মাধুরি মিশিয়ে এই সময়ে
জীবনের আঙ্গিনায় ফুটুক হাসি ভাল চেতনার বিনিময়ে
ভোরের মত নির্মল হাওয়া ভেঙ্গে দিল মোহের সব অবসাদ
এস এস খুজি সত্যই সুন্দর , আনন্দ জলসায় পাই মনের স্বাদ ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩১
হাবিব কবি বলেছেন: গীতি কবিতা সম্পর্কে ধারনা কম। সহজ ভাষার ব্যবহার ভাল লাগলো।