নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

এডমিনের কল্লা নামাইয়া দিমু , রম্য

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

এবার এডমিনের কল্লা নামাইয়া দিমু

পরিক্ষা মুলক ভাবে নিজেকে বন্ধু মহলে জাহির করার প্রবনতা

একটু দিন দিন বাড়তে লাগল , চিন্তা করলাম এদের কে টাস্কি মেরে

স্বর্গে যামু ।

আড্ডা চলল ঘণ্টার পর ঘণ্টা , হাসি , কৌতুক , গান , কথায় সময়

গড়িয়ে চলল, এর মধ্য ৫/১০ টা চা যে খাইনি তা নয় , বিকেল গড়াল একে একে যতিন , শাতিলা , অনুপ , বলাই , সাবু ওরা চলে গেল । এক সময় লেফটফ ইঞ্জিনিয়ার লজিক বাদশা বলল

ঐ কবি বাও লেখা তো ভালই লেখ , নোবেল পাবার সম্ভবনা ১০০ ভাগ কিন্তু সামু কে ? তারে জানিস /

নিজেকে জাহির করার জন্য বললাম , আমি নিজেই

রাগে ৩২ দন্ত বের করে বললে আমি অয়েব সাইট আবিস্কারক আর তুই হলি চালক , তাও সরকারের চামচে ,

আমার সাথে ফাজলামু , হিসাব কইরা চলিস নইলে কিন্তু তুর কল্লা নামাইয়া দিমু ।

আমি ধমক দিলাম চুপ বুদ্ধ গাঞ্জার ঠান বেশি পড়ছে মগজে ।

আমার দিকে সে পিট পিট করে তাকিয়ে বললে দুস্ত ভুল খাইলাম ।ভাবলুম সত্যি যদি সামু পাগলা ইঞ্জিনিয়ারের পাল্লায় পড়ত তাইলে কি হইত ।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: আইন বিষয়ক +

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: : জাতীয় সংঘ আইন নীতি মালায় , কোন স্বাধীন দেশের নাগরিক কে অন্যায় ভাবে হত্তা করার জন্য রাস্ট কে জবাব দিহি , কারন দর্শানো এবং নিতিগত মানবাধিকার লঙ্গন আইনে হত্তা কারির সমুচিত শাস্তি
রাখার বিধান রয়েছে ।
বড় ভাই বা বন্ধু সুলভ রাস্ট বা প্রতিবেশি রাস্ট কখনই এমন অন্যায়
আচরন করতে পারেনা , অন্যায় এর জন্য গ্রেফতার ও তলব সেটা
আইন সিদ্ধ , আমরা এ অন্যায়ের তিব্র প্রতিবাদ জ্ঞাপন করি ।
হে ভারত রাস্ট পতি প্রনব মুখারজি আপনি বিষয়টি খতিয়ে দেখবেন
কি ? আমরা বিরূপ আচরন চাইনা বন্ধু হতে চাই ।

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগারদের নিকট সচেতন বার্তা
**************************
ব্লগ বিষয়ে সহজ ভাবে মানুষ কে
জানান , যেন তাদের নানা ক্ষুভ ও ভুল ভেঙ্গে যায়
নয়ত ব্লগার দের ভবিস্যতব্য জীবন নিয়ে এদের রকমারি মতাদর্শে
নানা প্রতিকুলতা দেখা দিতে পারে যা আমাদের মঙ্গলে এখন
প্রেস ব্রিফিং ও মিডিয়ায় প্রচার জরুরি ।
সহজ ব্যক্ষ্যা
ব্লগ কথাটির বাংলা অর্থ আবদ্ধ বা নথি পত্র দলিল দস্তা রাখার বক্স
পরবরতিতে এটাকে আধুনিক বিজ্ঞানী গবেষণায় উন্নত করে লেখার
পড়ার এবং মত প্রকাশের উপযোগী করে সাজানো হয় ।
এখনও সমাজে মানুষ এ বিষয়ে অনেক অজ্ঞ ।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম
নবী পাক সা বিদায় হজের ভাষণে বিশ্বের প্রায় ২ লক্ষ সাহাবা কেরামের
উদ্দেশ্য বলেন আমি তোমাদের জন্য ইসলাম কে পরিপূর্ণ করে গেলাম ।যারা আল্লাহর বানী কোরআন এবং তার রাছুলের বানী হাদিস কে
আঁকড়ে উত্তম আদর্শ ভাবে জীবন যাপন করবে তারাই মুক্তি প্রাপ্ত ।
আর সব ভাওতাবাজ ।
সাহাবা কেরাম প্রশ্ন করলেন কোন দল অনুসরন করব , নবীজী বলেন
আহলে ছুন্নত অয়াল দল বা নবীজীর ছুন্নতের অনুসারী ।
ইসলামে ফেত্না সৃষ্টি বা মিথ্যা ভ্রান্তি হত্তার চাইতে জগন্য , সুরা বাকারা । ইসলাম নিয়ে কোন দল বা রাজনীতি করা উচিৎ নয়
আল্লাহ আমাদের বুঝার হেদায়েত দিন ।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগ ভাবনা সবার শিক্ষায়
ভুল ভাঙ্গায়ে এস তার দিক্ষায়
************************************************
পত্রিকায় বা টি ভি র মাঝে যেমন আস্তিক নাস্তিক সহ সব ধর্মের
মানুষের মত প্রকাশের স্বাধীনতা / তেমনি ব্লগ টাও একটি যুগের অত্যাধুনিক মতামতের মাধ্যম ।
খালেদা জিয়া এ বিষয়ে অজ্ঞ
আর শেখ হাসিনা বিজ্ঞ
আম জনতা অনভিজ্ঞ
আর বর্তমান চিন্তা চেতনায় জামাত শিবিরের নিকট যজ্ঞ
বিশ্বের প্রায় ২ কোটি লোক ইন্টার ন্যাট ব্যবহার করে ।
তৃণ মুল থেকে রাস্টপতি / ইউনিয়ন থেকে জাতীয় সংঘ পর্যন্ত
এর ব্যাবহার ব্যাথিত মুহূর্ত পরিমান ও চলা সম্ভব নয় , আবার এতে
শিক্ষার্থীদের সকল শিক্ষার উপকরন , বই কোরআন , হাদিস ও নানা
বিনোদনের বিশাল এক ভাণ্ডার যা ব্যাবহার কারি ব্যথিত বুঝা বড়ই
মুশকিল । তাই মহতি অবুঝদের নিকট সবিনয় অনুরুধ বিষয়টি সম্পর্কে জানুন এবং ভুল সংশোধনে নিজেকে এর মাধ্যমে আলোকিত
করুন ।

২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: আরও +

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: নতুনদের জন্য সতর্ক বানী
*********************
যারা নতুন মাস্টারি না করে পুরাতন ব্লগারদের ফলু করুন
যেমন উকিল অকালতি পাশ করে পুরাতন উকিলের সাথে এক বছর
প্রেকটিস করে /
একজন ভাল ব্লগার সাজতে নুন্যতম ৩ বছর সময় লাগে ।
একজন ভাল ব্লগার অবশ্যই বিসিএস ক্যাডার ।একজন ভাল ব্লগার
সমাজের , রাস্টের , আইনের চাল;চালিকা শক্তি ও উদ্ভাবক দিকনির্দেশক ।
প্রাত্তনের সহযোগিতা ও শলাপরামর্শ অবশ্যই নিজেকে সত্যিকারের ব্লগার হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে ।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: স্বাধীনতা দিবস আসন্ন
*************************
কর্মসূচিকে গুটিয়ে নেওয়া দরকার ।
কারন বাংলাদেশের প্রত্যক টা শিক্ষা প্রতিষ্ঠানে এখন পরিক্ষা ।
আর নিজেদের অবস্থান থেকে বিচ্যুত না হয়ে
ধরয্যর সাথে মোকাবেলা করা কে নিরাপদ মনে করি ।
নির্বাচনের জন্য গনতন্ত্রকে হত্তা করে এক দল নিয়ে পড়ে থাকা উচিৎ
নয় সেটাও মাথায় রাখা বুদ্ধিমানের কাজ ।
স্মারকলিপি প্রদানের পর এ নিয়ে মাঠে থাকা সংবিধান লঙ্গন ।
যদি সরকার ব্যর্থ হয় তাহলেই না আন্দোলন
প্লিজ আইন কে অমর্যাদা না করে সামাজিক সচেতন কর্মসূচির
মাধ্যমে মানুষকে উদ্ভুদ্য করাই এখন শান্তি ও মঙ্গল ।
প্রজ্ঞাপনে
অনলাইন অফ্লাইন কত্রিপক্ষ

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন:
সহিংসতা ছেড়ে সমঝোতায় আসুন
***************************
যে দেশ বিশ্বের বুকে শক্তি শালি ও উন্নত সে দেশে বিরুধি দলের
বিরুধ কম
তারা মিলে মিশে একসাথে দেশের মঙ্গলে কাজ করে
আমাদের কেও সেটাই শিক্ষা নেওয়া একমাত্র সঠিক দিকনির্দেশ ।
কারন রায় দেওয়ার মালিক জনগণ ।
আপনারা সহিংসতা সৃষ্টি না করে দিপাক্ষিক আলোচনায় আসেন
তবেই দেশ ও জনগণের শান্তি ।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: মতামত +
সাংবিধানিক আওতায় ব্যক্তি কে কটূক্তি , উদ্দেশ্যহীন , অশালিন বক্তব্য , অযথা গালিগালাজ বাক স্বাধীনতা নয় ।
ব্লগ মিডিয়া অত্যাধুনিক যুগের শিক্ষা , সাহিত্য ও বিনোদনের প্রধান
মাধ্যম , সবাইকে এ বিষয়ে আন্তরিক ভাবে সচেতন হওয়া এবং ব্লগ
কে কুরুচি মুক্ত রাখা একান্ত দায়িত্ব । সকলের সংশ্লিষ্ট সহযোগিতা
হোক সামনের এগিয়ে চলা ।

শুভেচ্ছা সহ ব্লগ কমিটির পক্ষে
এম , জিল্লুর রহমান মাসুদ রানা
কর্তৃপক্ষ অনলাইন অফ্লাইন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.