নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আল্লাহই ধর্ম ও মানুষের প্রভু সেই রক্ষক আমরা কেন ক্ষতির দিকে

১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮

সুরা ফিল শানে নুযুল ও বাংলা ব্যখ্যা

নবীজী দুনিয়ার আগমনের বেশ কিছুদিন আগে বিধর্মী হেজাজের বাদশা আবরাহা মক্কা আক্রমন করে , তখনকার সময়ে জগতের

শক্তি শালি বাদশাহ ছিলেন । ৭০ হাজার সাজুয়া হস্তি বাহিনী ছিল

তার যুদ্ধ রন কৌশলের প্রধান উপকরন ।

আর আরবের কুরাইশরা ছিল সে সময়ে পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ তম

বংশ । বিশ্বের সব দেশের লোকেরাই মক্কায় এসে বানিজ্য স্থাপন এবং

কোরাইশদের সাথে ছিল ভাল সম্পর্ক ।

এমনকি কাবা ঘরের সম্মানে তারা কুরাইশদের খিরাজ প্রদান করতেন ।

কুরাইশদের আভিজাত্য কে হেয় করার মানসে বাদশা আবরাহা

তার হস্তি বাহিনী লয়ে হটাৎ মক্কা আক্রমন করে এবং ধংশ যজ্ঞ

চালাতে থাকে ।

সে সময় মোহাম্মদ সা এর দাদা কুরাইশ গোত্রপতিদের প্রধান ছিলেন , তার ছিল কয়েক হাজার উট , বাদশা আবরাহার লোকেরা

সব উট হস্তগত করলে নবীজীর দাদা আব্দুল মোতালিব বাদশার

নিকট গিয়ে উট ফেরত চাইলেন , বাদশা আবরাহা বললেন হে কুরাইশ সরদার আপনার দেশ এবং কাবা এখন আমার হস্তগত

আর আপনি কেমন মানুষ এসেছেন নিজের উট ফেরত নিতে সেটা বোকামি কিনা । তৎক্ষণাৎ কুরাইশ সরদার চিৎকার করে বললেন , কানায়ে কাবা আল্লাহর ঘর সেটা রক্ষা করবে যিনি মালিক তিনি । আমি উটের মালিক আমার উট ফেরত না নিয়ে এখান থেকে যাচ্ছিনা , বাদশার বুক ভয়ে কম্পিত হল ।

আরবের লোকেরা দেখল একধরনের ছোট ছোট আবাবিল পাখি

তাদের নখরে পাথর , আরআকাশ থেকে লক্ষ লক্ষ পাথর বৃষ্টি হস্তি বাহিনীর মাথায় পড়ে ধুলুয় মিশতে লাগল , নিমিশেই আব্রাহা এবং তার হস্তি বাহিনী , জাঁকজমক সবি নিশ্চিহ্ন হয়ে গেল ।

সুতরাং ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয় তাহলে রক্ষা করবে সেই , আমরা এস শয়তানের কুমন্ত্রনা হতে নিজেদের রক্ষা

করি নয়ত দুনিয়া ও আখেরাত আমাদের জন্য হবে অন্ধকার ।

আল্লাহ আমাদের কে তার হাবিবের আদর্শে এবং সঠিক সরল পথে রহমত হেদায়েত ও বুঝ দিন । আমিন



সত্যর আলোক ও চেনা চাই

সেই জ্ঞান হৃদয়ে জ্বালি তাই

কোরআন , কিতাবের শাশ্বত বানি

অন্ধকার দূর করে নিজেরে চিনি ।

মানবতা আর সত্য কে লয়ে সাথি

সমাজে গড়ি এস শান্তি ও সম্প্রিতি

উদার হৃদয় খুলে এস মিশে যাই

খোদার দেয়া জগতে শোক্রিয়া জানাই ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

যুবায়ের বলেছেন: কুরাইশরা কাবা শরীফকে প্রচুর শ্রদ্ধা করতো।
তাদের মধ্য এমনকি মুশরিকরাও।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) এর দাদা বলেছিলেন “কাবা ঘরের মালিক তুমি তোমার ঘরকে রক্ষা করো”।

চমৎকার লিখেছেন...
ভালোলাগা+

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ তাই সত্য

২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৯

দিশার বলেছেন: আব্দুল মোত্তালিব এক আল্লাহয় বিসসাস করত না , সাথে লাত , ওজ্জা এদের ও বিসসাস করত .

প্রমান দেখুন , নবীর পিতার নাম আবদ- আল্লাহ বা আব্দুল্লাহ . মানে আল্লাহর বান্দা

নবীর চাচার নাম আবদ- উজ্জা বা উজ্জার বান্দা . তাকে অনেকে আবু লাহাব নাম চিনেন কারণ তার গাল ছিল রক্তিম বর্ণের .

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: ইশা আ এর গত হয়ে যাওয়া এবং নবীজীর আগমন মাঝখানে
৫৭০ বছর কোন নবী রাছুল ছিলনা , এই সময়টাই জাহেলিয়াত
বা অন্ধকার যুগ ছিল , নবীজীর আগমনের মধ্য দিয়েই তো
অন্ধকার যুগের অবসান হয় , আর কুরাইশরা ছিল ইব্রাহিম আ
এর বংশধর , তারাও মুসলমান কিন্তু কিতাব না থাকায়
এ দশা হয়েছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.