![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ডাক যে এল বাক ভাসিল
লাগল সারা গায়
সব ভেদাভেদ ভুলে তোরা
আয়রে ছুটে আয় ।
*******************************
বাংলাদেশ সুচনা সংস্থা / লক্ষ ও বাস্তবায়ন / আপনিও অংশ নিন ।
বাংলাদেশ সুচনা বা সুমতে চল নাগরিক সংস্থা
মাতৃভাষা , শিক্ষা , সাহিত্য , লোক সংস্কৃতি , ও সামাজিক সুস্থ্য
পরিবেশ গঠনে শান্তির অগ্রযাত্রা , আপনিও সহায়তার হাত প্রসারিত
করুন ।
আমাদের সংশ্লিষ্ট নির্বাহী পরিষদ
১ । কবি ও গবেষক সমাজ বাংলাদেশ । বিজ্ঞান ও সাহিত্য একাডেমী ।
২ , জাতীয় সাংবাদিক সমাজ ,
৩, শিক্ষক সমাজ
৪, আইনজীবী সমাজ
৫, ডাক্তার সমাজ
৬, জাতীয় মুক্তিযুদ্ধা সমাজ ।
৭ , দেশ রক্ষা মূর্ছা অবঃ প্রাপ্ত সেনা , নৌ , বিমান , আইন শৃঙ্খলা
ও আনসার ভিডিপি কমান্ড এক্য ।
৮ , সেবক ও সচেতন সুশীল সমাজ ,
৯, মুক্ত ইসলাম ছুন্নি সমাজ ।
১০ । বাঙালি জাতীয় সাংস্কৃতিক এক্যজুট ।
এবং আরও বহু সেবা সংঘটন ।
সকলের সংশ্লিষ্ট সহযোগিতা হোক দেশ ও সমাজ গড়ার মেলবন্ধন ।
যে যে কর্ম সুচি আমরা সফল ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে জাতীয় সংঘ কর্তৃক প্রস্তাব পাশ
১৯৯৯ ইং ।
বাংগালি আদি সাংস্কৃতিক পটভুমিকে সংরক্ষণ এবং নতুন নব প্রজন্মের নিকট উপস্থাপন । ২০০০ সাল থেকে ।
সাহিত্য পরিসদ গঠন এবং বই পড়া কার্যক্রম চালু ২০০১ থেকে ।
এবং দেশীয় সম্পদ দেশের কাজে ব্যবহার ও উত্তোলনের অগ্রযাত্রায় , টিপাই মুখ বাধ , জলমহালে কৃষক জেলেদের জন্য উন্মুক্ত করা , ও নানা পর্যটন কেত্রকে লিজ মুক্ত করা , মাধক মুক্ত করা সহ লং মার্চের ডাক ও মাহাসমাবেশ বাস্তবায়ন , জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটি সহ নানা কর্ম সুচি বাস্তবায়ন ।
বাংলাদেশের বিখ্যাত মহামানবদের জীবনালেখ্য সর্বসাধারণের
সামনে নাটক , লোকজ কাহিনী ও চিত্র সম্ভারে উপস্থাপন ।
শিশু কিশোর দের মেধা ও মননে বিভিন্ন খেলাধুলা ও জাতীয় বৃত্তি প্রতিযোগিতা ।
দুঃস্থ , নিড়িপিতই, প্রতিবন্ধিদের পাশে দাঁড়ানো ও কর্ম পরিকল্পনা ।
দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত সচেতন কর্ম শালা ।
সাম্রাজ্যবাদি নীতি ও ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে কর্ম শালা ।
কৃষি , শিল্প , কাজের বিনিময়ে খাদ্যদান , এবং রক্তদান কর্মশালায় দেশকে উদ্ভুদ্য করনে মানুষ কে সচেতন করা ।
এবং অন্ধ কুসংস্কার পরিহারে আলোর মিছিলে সেবা ও একতায়
সাম্য ও ন্যায়ে দেশ ও দেশের মানুষ কে বিপর্যয় , বিরূপ পরিবেশ
থেকে শান্তির বারতায় দৃঢ় প্রত্যয় ও একাত্মতায়
আমরা দেশের সেবায়
বাংলাদেশ সুচনা সংস্থা
আপনিও অংশ নিন ।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: কবি জীবন অঙ্গার হইল রে
দেশ মাতা তোমার শান্তি চাইয়া
কত স্বপন উড়াল দিল
না চাইলাম তাকাইয়ারে
দেশ
ভাল থাকবেন
আপনিও
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো কাজে সবসময় থাকব পাশে...
আসুন এগিয়ে যাই দেশকে ভালোবেসে।
আপনার উদ্যোগ সফল হোক।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!