![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
স্বর্ণা আমাকে ক্ষমা করে দিও
আমি কেন ? তোমার স্বপ্নের বাধা হব
ভাল বন্ধু ছিলাম সেটাই ভাল
ভুল বুঝে আমায় পর না ভাবিও
আমি শুধু হতে চাই দূর দেশের তারা
সেথা জেগে রব অনন্তকাল
কিছুটা সময় যদি হলই ব্যয়
সেটাই যে নিরেট সুদ্ধ সঞ্চয়
অনেক জবাব রেখে দিলুম আজ
শুধুই থাকবে জমা স্মৃতির কুহরে
একদিন সেকথাও ভুলে যেও ।
নিরেট বন্ধু
ঠিকা , তোমায় নিয়ে অনেকেই অনেক রসাল পোস্ট দেয়
আমি জানি সেটা বন্ধুদের স্বাধীনতা , তোমার তরফ থেকে কোন
বাধা না আসলে সে বিষয়ে আমারও বলার কিছু নেই , কারন
তোমায় নিয়ে ব্যঙ্গ কাব্য করে আমিও তোমার চোখে তাদের মতই
একজন ।
ভুল হলে আবারও ক্ষমা প্রার্থী
তোমার একজন ভাল বন্ধু ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: হু সত্যই সুন্দর
২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২০
অন্য পুরুষ বলেছেন: ক্ষমা করে দিও
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: দিতে যদি হয় ক্ষমা
ফিরিয়ে দাও সেই জমা
যা আজ হারাল
বন্ধুতা বাড়াল
দুঃখে নাছিল
সুখে কাশিল
হৃদয়ে তাই বোমা
ছি ব্যাথাটা না বুঝে
মুখে আবার চুমা
৩| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪
মামুন রশিদ বলেছেন: স্বর্ণা, ক্ষমা করে দাও । পরিবেশ বন্ধু সত্যিই একজন ভালো বন্ধু । বেচারা এত করে চাইছে, তোমার সুবিবেচনা কাম্য ।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: মামার বাড়ির আবদার
তুমি কি ভুয়া মামাত ভাই
৪| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
নিমচাঁদ বলেছেন: পোষ্ট পর্যবেক্ষণে।
স্বর্ণা কোন 'বেগানা মজলুম আওরতের' কাতর আহ্ববানে সাড়া দেয় কিনা দেখতেছি।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: চউখ কি বন
কি দেখতে আছেন
ফাউল
৫| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৩
যোগী বলেছেন: @পরিবেশ বন্ধু ভাই আপনে কাব্য নিয়ে আছেন সেটা নিয়েই থাকেন, কাব্য চর্চা করেন, গাছে ফুল ফোটান, পারলে ফলও ফোটান।
বাট মাঝে মাঝে কেন যে রাজনিতীর মধ্যে ঢুকে যান সেটা ভাল লাগেনা।
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২
পরিবেশ বন্ধু বলেছেন: ভাই রাজনীতির মধ্য পলিটিক্স
পশ্চিম দিক কোনটা ?
৬| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫
হুমায়ুন তোরাব বলেছেন: ha ha ha ha ha
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: হাসবেন টিক মত হাইসেন
ভাঙ্গা দাত দেখলে মুখটা জন্মদিনের মত লাগে
৭| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
আশিক মাসুম বলেছেন: নিমচাঁদ বলেছেন: পোষ্ট পর্যবেক্ষণে।
স্বর্ণা কোন 'বেগানা মজলুম আওরতের' কাতর আহ্ববানে সাড়া দেয় কিনা দেখতেছি।
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: চান্দের আবদার ইস
কি মুশকিল
৮| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভাই ক্ষমা কি করছে
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: কে কি করল সে শোকে
পড়ে ধুকে
দেখ গিয়ে
হরতালে তোর ধুলাভাইয়ের
গাড়ি খান পুড়ল
৯| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আশিক মাসুম বলেছেন: নিমচাঁদ বলেছেন: পোষ্ট পর্যবেক্ষণে।
স্বর্ণা কোন 'বেগানা মজলুম আওরতের' কাতর আহ্ববানে সাড়া দেয় কিনা দেখতেছি।
কোবতে ভাল হইছে ... তবে মনে হয় না স্বর্ণা সাড়া দিবেন ।
তাই এখন একটা গান গাইতে হইবো ভাই...
আমি গাইলাম আপনি ধরেন,
তুমি কি সাড়া দিবে............
আবারো কি সাড়া দিবে ??
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: গান লিখছেন ফিলিমের লোকের নিকট যান হিট খান
আমার এখানে অসব চল্বেনা মিয়া
যত্তসব
১০| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: আরও কবিতা +
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: মেঘের ডাকে আজ তাই আবারও বৃষ্টি কেঁদেছে
কাদেনি শুধু পাষাণের মন
যারা কাদতে জানেনা
তারা কি বুঝে বৃষ্টিও প্রেমে গোপন
বসন্ত কাদে , গ্রীষ্মের দাব্ দাহে
আকুল নেত্রে সুখ খুজে বর্ষা
অমবস্যা চাঁদ লুকায় বৃষ্টির ছন্দে
কার জানি হৃদয়ে তা জাগে সহসা ।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: ছড়া , ব্যঙ্গচিত্র
ভাল থাকা এখন আজব
জগত বড় বিচিত্র
নিত্য তাই ভাসে চোখে
বেরসিক নানা চিত্র
মঞ্চ সাজায় রাস্তায়
গান শুনে সস্তায়
শিল্পিরা তা দেখে
হিজিবিজি ভেংচায়
নেতাগণ দাবি লয়ে
আওয়াজ দেয় ভয়ে
যদি পুলিশ বেখাপ্পা
এসে ধরে লয়ে যায় ।
ছাত্ররা দেখে সব
করে বসে অনুভব
উল্টায় লেখার খাতা
লেখে এই কি স্বাধীনতা ।
আমজনতা না বুঝে
স্বাধীনতা খুজে
গাড়ি পুড়ে ভাংচুরে
রসিক সব দেখে চোখ বুঝে ।
প্রেমিকেরা বেকার
ছেড়ে শ্বাস অতি
ডেটিং টাই হয় মাটি
এ কেমন রাজনীতি > ।
১১| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
নিমচাঁদ বলেছেন: পোষ্ট পর্যবেক্ষণে রাইখা লাভ হইলো না । হুদাহুদি সময় নষ্ট ।
কেউ তো সাড়া দিলো না ।
পরিবেশ ভাইজান, কবিতা গুলা ভালো হইতেছে । আরো কিছু তীর নিশানা কইরা মারেন । :#>
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২
পরিবেশ বন্ধু বলেছেন: তোমরা পাইছ কি
ভদ্রতা না শিখে
হিজিবিজি কাক বক
কোন মনে যাও লিখে /
১২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৫
নিমচাঁদ বলেছেন: ওস্তাদ ,বামে চাইপা , ডানে প্লাষ্টিক ।
ময়ুর সিংহাসন লুট গিয়া বস
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: বামে মোর
ডানে রাজনীতি
না চিনে আদা জল
মরিচের ক্ষতি
১৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১০
নিয়েল ( হিমু ) বলেছেন: হুম । যোগীর কমেন্টটা ফলো করেন
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২০
পরিবেশ বন্ধু বলেছেন: মন ভালা নাইরে
ফান্দে পইড়া গড়ায়
কুহ কুহু ছেড়ে কোকিল
বেলুয়ার গান গায়
১৪| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪
তাসজিদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
ফালতু বালক বলেছেন: ভুল হলে আবারও ক্ষমা প্রার্থী
তোমার একজন ভাল বন্ধু ।
পরিবেশ ভাই