![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
অভিভক্ত ভারত থেকে ব্রিটিশ এবং ইংরেজ শাসনের অবসান হল
কাদের মাধ্যমে ।
নিগ্রিত সংখ্যালঘু মুসলিম জাতীর উপর চলল ব্রিটিশ দের খরগ । বহু আলেম ওলামা দের ধরে নিয়ে ব্রিটিশ ইংরেজ সাম্রাজ্যবাদিরা
কামানের তোপের মুখে ফেলে বাতাসে মিশিয়ে দিত , এবং ধর্মান্তরিত করার জন্য মধ্যযুগিয় কায়দায় নির্যাতন চালাত ।
গান্ধি ডাক দিল অহিংস আন্দোলনের , কারন হিন্দু মুসলিম দাঙ্গায়
তখন সমগ্র ভারত সাম্রাজ্য উত্তপ্ত । তার আহবানে অনেক নিগৃহীত
মুসলিম অন্তত যুলুমের অত্যাচারের বিচার চাইবার দিক মহতি খুজে
পাইল ।
মাওলানা ভাসানি সেই সব নিরীহ নির্যাতিত দের বাঁচানোর জন্য
গঠন করেন মুসলিম লীগ ফর ন্যাশান বা জাতীয় মুসলিম সমাজ
এতে , কমরেড মুজাফফর , কমরেড আব্দুল হক , মতিলাল , কানাই চাঁদ , মনিসিং , সুভাস চন্দ্র বসু , সিরাজ সিকদার সহ অনেক প্রথম সারির আলোচিত ব্যক্তি বর্গ জুট গঠন করে , ব্রিটিশ
দের বিরুদ্ধে অবস্থান নেয় । ফকির আন্দোলন , টঙ্খ আন্দোলন ,
তেভাগা আন্দোলন , জমিদার দের বিরুদ্ধে বর্গা ও খাস জমি অধিগ্রহন আন্দোলন সহ সব মহলের কৃষাণ , শ্রমিক জেলে মজুর
সহ সর্বস্তরের মানুষ এ আন্দোলনে একাত্মতা ও সঙ্ঘতি ঘোষণা
করে ব্রিটিশ দের ভিত নড়িয়ে দেয় ।
নানা সাঁড়াশি আক্রমণে ব্রিটিশ শক্তি ধিরে ধিরে তাদের গুটিয়ে নেয় এবং ভারত অন্তর বর্তি সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে গা ঢাকা দেয় ।
বাংলাদেশের ২ মহারথি শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সহরাওয়ারদি এ অন্তর্বর্তী সরকারের মুখ্য মন্ত্রী
এবং অন্যজন স্পিকার ছিলেন ।
ব্রিটিশ বিদায় নিলেও এদের ধূর্তামি তলে তলে ছলছিল কাস্মির
নিয়ে আবার যুদ্ধ বাধিয়ে দেয় , আবার মহান নেতাদের মাধ্যমে
তার ও আংশিক সমাধান হয় কিন্তু হিন্দু মুসলিম বৈষম্য দূর
হলনা ।
কায়েদে আযম মোহাম্মদ আলী পাকিস্থানের পক্ষ নিয়ে মুসলিম
অধিকার প্রতিষ্ঠায় ৪ দফা আন্দোলনের ডাক দেয় , এবং সে আন্দোলনে সমস্ত মুসলিম এক্য ও ভারত অন্তর্বর্তী সরকারের
বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে স্বাধীনতার ডাক দেয় । ৪৭ সালে
জন্ম হয় ভারত বিভক্ত স্বাধীন পাকিস্থানের ।
মজলুম নেতা মাওলানা ভাসানি সহ অনেকেই পশ্চিম পাকিস্থানি
দের সাথে জুট বাধতে অনাগ্রহি হয় ।
মুসলিম লিগে ফাটল ধরে , পূর্ব বাংলা কমিনিশট নামে একটি শাখা তাদের নিজস্ব পায়ে দ্বারায় আরেকটি শাখা ভাসানির নেতৃত্বে আওমি মুসলিম লিগ গঠন করে , পশ্চিম পাকিস্তানিদের
আচরন গত দিক রাজনৈতিক , সামাজিক , অর্থনৈতিক সহ নানা
বৈষম্য চলতে থাকে ।
আগরতলা যরযন্ত্র মামলা হয় বাঙালি জাতীয় আওমি নেতাদের
উপর , সেখানে গোলটেবিল বৈঠকে এর বিরুদ্ধে আইযুব বিরুদ্ধি
সমালোচনা করেন , মাওলানা ভাসানি এবং জাতীয় আওমি নেতৃবৃন্দ , আইয়ুব সরকার প্রতিবাদ সমাবেশ ভণ্ডুল করে দেয় ।
সেখ মুজিব তখন উদিয়মান তরুন নেতা , পাকিস্তান সরকার শেখ মুজিব সহ ৩৬ জন নেতা কর্মিকে গ্রেফতার করে ।
বাঙালি প্রতিবাদ মুখর হয় , প্রায় ১ বছর কারাবরণের পর মাওলানা ভাসানি ও বাম দল গুলুর আন্দোলনের তোপে মুজিব
সহ জাতীয় নেতাদের মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্থান সরকার ।
এর মধ্য ৬ দফা / ১১ দফা আন্দোলনে পাকিস্থান সরকার
এর বিপর্যয় নেমে আসে । ৬৯ এ গনঅভ্যুত্থানে পাকিস্তানের
স্বৈরশাসকের ভিত নড়ে ,
বাধ্য হয় নির্বাচন মুখি হওয়ার ।
আসে ৭০ এর নির্বাচন , বাংলাদেশ জাতীয় / আওমি মুসলিম লিগ [ বিঃ দ্র; আওমি উরদু শব্দ বাংলা অর্থ জাতীয় ] নিরংকুশ
সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে ] কিন্তু ইয়াহিয়া বা পাকিস্তান সরকার
বাঙ্গালির এ বিজয় মেনে নিতে পারেনি , তারা ক্ষমতাকে আঁকড়ে
থাকার ফন্দি করে মুজির / ইয়াহিয়া বৈঠক প্রস্তাব দেয় ঢাকায় ।
৭ই মার্চ রেসকোর্স ময়দানে মহাসমাবেশের ডাক দেয় , জাতীয় লিগ , সমাবেশের সভাপতি ছিলেন মাওলানা ভাসানি ।
সারাদেশের লক্ষ লক্ষ লোকের সামনে মুজিব স্বাধীনতার জ্বালাময়ী ভাষণ দেন ।
বাঙালি এর মর্ম অনুধাবন করে প্রস্তুতি নিতে থাকে ।
১৭ ই মার্চ ইয়াহিয়া ঢাকায় আসে এবং মুজিবের সাথে বৈঠকে বসে ।
চলতে থাকে বৈঠক দিনের পর দিন রাতের পর রাত কিন্তু আমাদের দাবি ওরা মানতে নারাজ ।
গোপনে ইয়াহিয়া বাংলাদেশ কে করায়ত্ত করার জন্য সামরিক
সরঞ্জাম সহ ঢাকা ঘিরে ফেলে এবং শেখ মুজিবুর রহমান গ্রেফতার হয় ।
মাওলানা ভাসানি অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসার জন্য কলকাতা পাঠানো হয় ।
মুজিব গ্রেফতার হওয়ার আগেই স্বাধীনতার ঘোষণা পত্র অধিনস্ত
লোকের নিকট রেখে যান ।
মেজর জিয়া ছিলেন সামরিক কমান্ডার , চত্রগ্রাম ইউনিট ।
সেখানে ঘোষণা পত্র পৌঁছলে কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে প্রথমে আব্দুল জলিল এবং পরে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন ।
পাকিস্তানিরা প্রথমেই রাজার বাগ পুলিশ লাইন এটাক করে এবং
২৫ শে মার্চ রাতের আধারে ঘুমন্ত জাতীর উপর চালায় ইতিহাসের নির্মম ন্যাক্কার জনক হত্যাকাণ্ড ।
স্বাধীনতা ঘোষিত হলে সারা বাংলার , ছাত্র , শ্রমিক , কৃষক , আইন শৃঙ্খলা বাহিনী সহ সর্বস্তরের জনতা এক হয়ে মুক্তি যুদ্ধে
ঝাঁপিয়ে পড়ে ।
ভারতের নেতাজি সুবাস চন্দ্রের দল ও বাম মূর্ছা অনেক মুক্তি বাহিনিকে ট্রেনিং এর ব্যাবস্থা করে , এর মধ্য কাদের সিদ্দিকের বাহিনী ভাল ভুমিকা পালন করে । জেনারেল নিয়াজির নেতৃত্বে
সারা বাংলা কে ১১ সেক্টরে ভাগ করে গেরিলা কায়দায় পাকিস্তানিদের সুসজ্জিত আধুনিক বাহিনীর সাথে চলে তুমুল লড়াই । এবার নিয়াজি ও পাকিস্তানিরা গোপন আতাত করে
কথিত রাজাকার , আলবদর , আলসামসদের সাথে । চালায় লুট , অগ্নিসংযোগ , ধর্ষণ ।
দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে ভারত ১ম বাংলাদেশ কে স্বাধীনতার স্বীকৃতি দেয় । পাকিস্তানিরা বুঝে গেছে লক্ষ লক্ষ সুসজ্জিত বাহিনীর পরাজয় আসন্ন ।
রাজাকার , আলসামস , এর সহায়তায় পালিয়ে যাওয়ার আগে
দেশের জাতীয় নেতা সহ বুদ্ধিজীবী দের ধরে ধরে নির্মম ভাবে
হত্তা করে । কারন বুদ্ধিজীবীরা বেচে থাকলে তারা বিশ্বের সাথে
ভাল সুসম্পর্ক স্থাপন করে অতি অল্প দিনেই আবার বাঙালি জাতী মাথা তুলে দাঁড়াবে ।
দেশ শত্রু মুক্ত হয় বাংলাদেশ ও ভারতের যৌথ সামরিক ইউনিটের নিকট জেনারেল নিয়াজি ৫৩ হাজার সৈন্য সহ আত্মসমর্পণ করে ।
১৬ ই ডিসেম্বর কে জাতীয় সরকার বিজয় দিবস হিসাবে ঘোষণা
করা হয় ।
ঘরে ফেরে যুদ্ধ ফেরত মানুষ / হিসাব মিলায়ে দেখে প্রত্যক পরিবারের অধিকাংশই কেউ ফেরেনি ।
৩০ লক্ষ বাঙ্গালির রক্তে ২ লক্ষ নারির ইজ্জতের বিনিময়ে যে
স্বাধীনতা তা আমরা আর ভুলের মাশুলে , নিজেদের মধ্য বিভেদ
সৃষ্টির মাধ্যমে হারাতে চাইনা ।
মুজিব আরও ২ মাস পর কারামুক্তি পায় , শুরু হয় দেশ গড়ার সংগ্রাম । আমরাও অতিত ভুলে , দাগ ভুলে এস দেশ গড়ি ।
১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: তাহলে ইতিহাসে ১ম থেকে এম এ পর্যন্ত যে শিক্ষা তা কি ইতিহাস বিকৃত নয় ?
২| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
গেস্টাপো বলেছেন: দুই দলেই ইতিহাসকে নিয়ে খেলা করছে।শুধু ৫ বছর পর পর বইগুলা পরিবর্তন হছে যাস্ট।কিন্তু আমি আমার জানা মতে নিরপেক্ষ ইতিহাস আপনাকে বললাম।জিয়াকে কয়জন চিনতো?জিয়ার জন্যও কেউ যুদ্ধ করে নাই।করছে বঙ্গবন্ধুর জন্য,স্বাধীন বাংলাদেশের জন্য
কিন্তু এটাই সত্য জিয়া স্বাধীনতার ঘোষক
যুদ্ধে তার এই অবদানের জন্য বঙ্গবন্ধু নিজে তাকে উপ সেনাপ্রধান নামের একটা পদ তৈরি করে সেখানে তাকে নিয়োগ দিয়েছে।জাস্ট তার বয়সটা আরও বড় হলে বা পাকিস্তান আর্মির আরও একটু বড় পদে থাকলে তাকে সরাসরি সেনাবাহিনীর প্রধান নিয়োগ দিত
১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য , আমরা যারা নব অগ্রজ আসুন বিকৃত ইতিহাস পরিহার
করে আগামি প্রজন্মের সামনে আসল নিরেট সত্যকে উপস্থাপন
করি নয়ত একদিন বিকৃতির মহামারিতে আসল ইতিহাস
থাকবেনা ।
৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২
গেস্টাপো বলেছেন: বিস্তারিত জানতে দাসত্ব ভাইয়ের এই পোস্টটা দেখতে পারেন ২৫ এ মার্চ কি হয়েছিলো
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: আরও +
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: হৃদয়ের গহন থেকে শব্দ চয়ন
আমার মুখে ফুটে
চেতনায় পাই তার বিবরণ
অন্যর কানে তা বুলি উটে ।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: অপরুপ এ দেশের ছবি
চোখ জুড়াল তাই
মন ভুলানো এমন দেশ
আর যে কোথাও নাই ।
৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
গেস্টাপো বলেছেন: এই পোস্টটা পড়লে ব্যাপারটা আপনি আরও ক্লিয়ার হবেন কে স্বাধীনতার ঘোষক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীর জীবন আমার সম্মানের সরবচ্চ স্তরে থাকবেন।কিন্তু বর্তমানে একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কিছু মানুষ এমন মিথ্যাচার করে যে দেখলে খুব খারাপ লাগে
বিশেষ করে সেই লোকের বিরুদ্ধে যে সবার প্রথমে পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস দেখিয়েছিলো।তার নিজের জীবন ও পরিবারের নিরাত্তার কথা না ভেবে।ভাবতেই লজ্জা লাগে কিছু নিরলজ্জ আজ তাকে পাকিস্তানের দালাল বলার সাহস দেখায়।জিয়ার দেশপ্রেম ই তার কাল হয়েছিলো।রাজনীতি কত খারাপ
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
গেস্টাপো বলেছেন: পোস্ট ভালা লাগছে
কিন্তু একটা ব্যাপারে মিথ্যাচার খারাপ লাগছে
তা হচ্ছে ৭ মার্চ বঙ্গবন্ধু দিকনির্দেশনা দিয়েছে
কোন স্বাধীনতার ঘোষণা দেয় নাই
দ্বিতীয়ত তিনি ২৫ শে মার্চ ও কোন পত্র লেখে নাই
২৬ শে মার্চ মেজর জিয়াউর রহমান নিজেকে বাংলাদেশের প্রেসিডেন্ট ঘোষণা করে কালুরঘাটে ভাষণ দেন।পরে স্থানিয় আওয়ামী নেতারা এতে প্রতিবাদ করলে তিনি তখন জাতির পিতা বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতাপত্র পাঠ করেন।প্রথিবির সব দেশ,জাতি,ধর্ম,দর্শনে সত্য বলা স্বীকৃত।তাই আমার জানা মতে সত্য কথাটাই বললাম।২০০১ এ আময়ামী লীগকে সমর্থন এবং ২০০৮ এ আওয়ামী লীগকে আমি ভোটও দিয়েছিলাম
যাক আশাকরি পোস্ট সংশোধন করবেন