![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আজ বিশ্ব শিশু দিবস
তাদের জন্য কবিতা
মায়ের জঠর ছিরে কার চিৎকার
জগতের রূপ , রঙে মিশে একাকার
তারি বুকের উত্তাপ স্নেহ মায়ায়
শিশু মন বেড়ে উটে স্নিগ্ধতায়
কোমল কুসুম স্বর্গের শোভায়
কত মমতা বহে দিপ্ত আভায়
সব মন মজে শিশুর সরল প্রানে
ফুটে মুখে আধু বুলি মধু তানে ।
জগত মাঝে তার কত অজানা
বিচিত্রতায় আর রহস্য দেয় হানা
নব নব সব কিছুর লয়ে দিক্ষা
এগিয়ে চলে শিশুর বিদ্যা শিক্ষা ।
সমাজের দর্পণে যা কিছু রয়
সবি তাদের মগজে পুস্পটিত হয়
তাই আজি আহবান শিশুর মেধায়
এস দেই পরিবেশ মনন ও মজ্জায় ।
অধিকার আদায়ে কত শিশু প্রান কাদে
রাস্তায় , ফুটপাতে , বস্তিতে রোধননিনাদে
শিতে ভোগে বৃষ্টিতে ভিজে একাকার
অনাহারে ছটফটায় নেই কেহ দেখার ।
ওরা শিশু , ওরা সম্মুখ যাত্রিদল
নব কাণ্ডারি নির্ভীক ওদের বাহুবল
ওদের রক্তে মিশে থাকবে বিজয় উল্লাস
নব নব আয়োজনে গড়বে নতুন ইতিহাস ।
এস তাই সাজায়ে রাখি তাদের চলার সাজ
সত্য সুন্দরে আর নির্মলতায়
ভয় বাধা ভেঙ্গে চলবে তাদের কুচকাওয়াজ ।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১২
পরিবেশ বন্ধু বলেছেন: তাই তো মনে হয়
২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: আরও +
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: কাচি ফিক্কা
অইল কাহা যুদ্ধা
ল্যাং মেরে নাছে তারা
নাছে দেশ সুদ্ধা ।
আসল যারা তারা কয়
আইল কলি যুগ
যাদের ক্ষিদা তাদের খাবার কেড়ে
কাহারা খায় রাজ ভোগ ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা রঙ্গ ভঙ্গ বাং লার অঙ্গ
শাহবাগে আওয়াজ বেখাপ্পা জনতা ছাত্র
সারা বাংলার হুসিয়ার , মিছিল যত্রতত্র
বেরসিক মাষ্টার লয় চক ডাস্টার
ছাড়ে বড় হুংকার , বিদ্যা শালায় মহা রন ক্ষেত্র ।
পুলিশ কয় ইস ইস হাত করে নিশ পিশ
পাই না কোণ দিস এ কেমন সুত্র ।
ঘটক কয় মস্ত নাটক , কে কারে করে আটক
পার হয়ে যাই ফটক ,খুজি পাত্রি পাত্র ।
কবি কয় ছবি এঁকে ইতিহাস যাব লিখে
কিন্তু আবার কথা থাকে পালাবার পথ বাকি মাত্র ।
জুতা
চুর এল দোকানে মন মত জুতা চিনে
ফিসফিস কানে কানে
ফিটফাট সাজে ক্ষনে
খেয়ালি দোকান দার জিজ্ঞাসে সমচার
চুর কয় কত দাম
বুঝ হলে কিনিতাম
দাম চায় দোকানি পাচশ পাচ
গাঁয়ের গন্ধ শোকে
ফু ঝাড়ে নিজ বুকে
ভাব সাব দেখে লোকে মজা পায়
মানুষ কেহ কত কিনে
ছুটে যায় আপন মনে
সুযোগে জুতা লয়ে ভিড়ে যায় দলে
পাহারাদার তারে রাখে খেয়ালে
ধরে আনে দোকানে কৌশলে
অবাক হয় সবাই দেখে কাণ্ড তার
বসে শালিশ হবে বিচার
তক্ষনি সে ছাড়ে হুংকার
জুতা যে কেমন দেখছিলাম তাই
পরখ করে ঘুরে ফিরে
দাম দিয়ে যেতাম ঘরে
ভদ্দর লোককে তবে কেন অপমান
ঝুলে থাক জুতা আপনাদের গলে
উলটু জরিমানা সে নেয় তুলে ।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: আহা রে জ্বালা
গান ভুলে পান দেখে
মুখে পুড়ে ভোলা
মনু দেখে আড়ালে
হাটে কি খেয়ালে
বুকের কাপড় কই
চোখ দুটি খোলা
৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা +
হারানো স্মৃতিরা
আমরা আজ সব হারিয়ে একেবারে নিঃস্ব
চেয়ে চেয়ে পরিনতি দেখল সারা বিশ্ব ।
সোনার চাইতে খাঁটি ছিল আমার দেশের মাটি
ইতিহাস , ঐতিহ্য ভরপুর মুগ্ধ পরিপাটি ।
গ্রাম্য বধূর ঘোমটা টানা কলসি কাঁকের ছবি
উদাস নেত্রে নিরব ক্ষনে আঁকত বসে কবি
রাখাল বালক বাশের বাশির সুর ছড়াইত মাটে
বাকা মেটুঁ পথ মারিয়ে রসিক ছুটত গঞ্জ হাটে
লাটাই ঘুড়ি লয়ে বালক আকাশ ছুইত মন
পাখির ডানায় লিখত চিটি বালিকা নিরব ক্ষন
কৃষাণ মাটে স্বপ্ন বুনে বাতাসে জমাইত খেলা
নদীর বুকে পরত ছায়া ঘুধুলি আঁকা বেলা ।
বট ছায়ে বাউল সাধক ছেড়ে রসের গলা
মাতাইত মানুষের মন জমত কত মেলা
ষাঁড়ের লড়াই , দেখতে যেয়ে হোঁচট খেয়ে পড়া
সবি আজি যায় হারিয়ে স্মৃতিরা দেয় নাড়া ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবিটা খুব চেনা চেনা লাগছে যে