নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

হাসবেন না কইলাম / হাসিও আজ নকল

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

কেউ হাসবেন না / ব্যঙ্গ কবিতা

যুদ্ধা



৭১ এ কাচি ফিক্কা

অইল কাহা যুদ্ধা

ল্যাং মেরে নাছে তারা

নাছে দেশ সুদ্ধা ।

আসল যারা তারা কয়

আইল কলি যুগ

যাদের ক্ষিদা তাদের খাবার কেড়ে

কাহারা খায় রাজ ভুগ ।



কবিতা রঙ্গ ভঙ্গ বাং লার অঙ্গ



শাহবাগে আওয়াজ বেখাপ্পা জনতা ছাত্র

সারা বাংলার হুসিয়ার , মিছিল যত্রতত্র



বেরসিক মাষ্টার লয় চক ডাস্টার

ছাড়ে বড় হুংকার , বিদ্যা শালায় মহা রন ক্ষেত্র ।



পুলিশ কয় ইস ইস হাত করে নিশ পিশ

পাই না কোণ দিস এ কেমন সুত্র ।



ঘটক কয় মস্ত নাটক , কে কারে করে আটক

পার হয়ে যাই ফটক ,খুজি পাত্রি পাত্র ।



কবি কয় ছবি এঁকে ইতিহাস যাব লিখে

কিন্তু আবার কথা থাকে পালাবার পথ বাকি মাত্র ।





জুতা



চুর এল দোকানে মন মত জুতা চিনে

ফিসফিস কানে কানে

ফিটফাট সাজে ক্ষনে



খেয়ালি দোকান দার জিজ্ঞাসে সমচার

চুর কয় কত দাম

বুঝ হলে কিনিতাম



দাম চায় দোকানি পাচশ পাচ

গাঁয়ের গন্ধ শোকে

ফু ঝাড়ে নিজ বুকে



ভাব সাব দেখে লোকে মজা পায়

মানুষ কেহ কত কিনে

ছুটে যায় আপন মনে



সুযোগে জুতা লয়ে ভিড়ে যায় দলে

পাহারাদার তারে রাখে খেয়ালে

ধরে আনে দোকানে কৌশলে



অবাক হয় সবাই দেখে কাণ্ড তার

বসে শালিশ হবে বিচার

তক্ষনি সে ছাড়ে হুংকার



জুতা যে কেমন দেখছিলাম তাই

পরখ করে ঘুরে ফিরে

দাম দিয়ে যেতাম ঘরে



ভদ্দর লোককে তবে কেন অপমান

ঝুলে থাক জুতা আপনাদের গলে

উলটু জরিমানা সে নেয় তুলে ।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল আপনার রম্য কবিতা।
+++++++++++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: আপনার কবিতা পড়ে আঁখি ভাসে জলে
এত দুঃখ নিয়ে কেন বাধন হারা হলে
কি এমন কাহিনী যা মনে ক্ষোভ
সময় না ব্যর্থতা মোর জানতে লোভ
সব জানা ভাল নয় তাই চাই ক্ষমা
মানুষ বাঁচে তার কর্মে জানা কথা জমা
ভুল হলে ক্ষমনিয় হে সাহিত্য মহতি
জলে তুলি পাদুকা আজ হারায়ে সাথি
যদি মিলে কিছু সুখ লিখি সাহিত্য আসরে
থাকবে স্মৃতিময় অবগুণট নিরব বাসরে
শুধুই শুন্যতা ঘিরে যখনি আসে প্রিয় স্বপন
সব ভুলে আঁকি কিছু ভাষার ব্যথিত কথন ।
ভাল থাকেন
আপনিও

২| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

সানড্যান্স বলেছেন: ভাই, অসাম পোস্ট হইছে, ফেবু তে আপ্নারে এড করতে চাই,লিঙ্কটা দেবেন?

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: মেইল
[email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.