নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

অনেক দিনের চিঠি বসন্ত বাতাসে উডিয়ে দিলুম ।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২

মনে যদি লুকিয়ে থাকা তবে কেন বনে দেখা

সাধ ছিল অনেক দিনের হয়নি সেই চিঠি লেখা



অনেক দিনের স্বপন তরি ভাসিয়ে দিলুম তাই পবনে

ভালবাসার দোয়ার খুলে মোহের আবেশ দুলে মনে



যাই হারিয়ে ভুলের ভেলায় মেঘ আকাশে ছড়ায় কনা

দূর দিগন্তে চাঁদের ছায়াও আমায় দেখায় ভুল ঠিকানা ।

সকল ফেলে তারি ছবি দিবানিশি জাগে বুকে

সেই সে হয়ে মনের রানী এই জীবনের স্বপ্ন আঁকে ।



হে দ্বিচারিণী দিপ্ত আভায় সুপ্ত রাখ এই না হৃদয়

যখন আসবে ঘনিয়ে বেলা মিলন শ্রুতে ভরবে আলয় ।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতা ভালো হইছে । ++++ দিলাম ।

কিন্তু তিন নাম্বার ছবিটা কার পরিবেশ ভাই ?? B:-) B:-)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১১

পরিবেশ বন্ধু বলেছেন: আকাশ থেকে পাওয়া
তুষার রাজ্যর দেবি
তার ছুঁয়াতে স্বপ্ন বুনে
তাইত আমি কবি

২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৫

হাসান মুহিব বলেছেন: ভাই, অনেক দিন পর আপনার লেখা পরলাম.।.।.।।খুব সুন্দর্‌, হৃদয় ছুঁয়ে গেছে

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: হৃদয় আজও ছুয় গোপনে
জয় করিতে ইচ্ছা পুরন
তারিয়ে আনে ভাললাগা
জালবুনা সেই মধু লগন

৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮

শান্তা273 বলেছেন: যাই হারিয়ে ভুলের ভেলায় মেঘ আকাশে ছড়ায় কনা
দূর দিগন্তে চাঁদের ছায়াও আমায় দেখায় ভুল ঠিকানা ।

ভালো লাগলো।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: সব কথারই অর্থ পাখায়
বুদ্ধি কিছু জমে
ভাল থাকেনা মনের খাতা
বহুরূপী জীবনের খামে

৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৯

তাসজিদ বলেছেন: 2 number ta dil me chakku>

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লইব খুজ
যদি মিলে দেখা
কথা হবে আপনায়
চুপি চুপি একা

৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৯

আমি বাঁধনহারা বলেছেন:





আপনার কবিতার রোমান্টিকতা
কেড়ে নিল আমার মনের কথা!!
হারাল সব দুঃখ,হারাল সব ব্যথা
অসাধারণ লাগল প্রিয়তম মিতা!!!


++++++++++++++++++++++++

পরিবেশ বন্ধু ভাই,নিয়মিত কবিতা লিখুন...।

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: আশার প্রদীপ জ্বালে
পাইয়া দ্রুহের বানী
লিখে রাখি তাই
সব ভুলে পড়ে খেয়ালে আমার কবিতা খানি
কেহ পড়ে মজা পাইলে
আমি বেজায় খুশি
মনে হয় সার্থক হল বুঝি
মোর লেখনীর হাসি
ভাল থাকেন
সব সময় হৃদয় দেখি সাদা
ভাল বন্ধু শক্তি যোগায়
জানেনা দুঃখে কাঁদা

৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭

পেন্সিল চোর বলেছেন: কবিতা ভালো হয়েছে :D :D

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি বন্ধু
যদি ভাল লাগে
শুভেচ্ছা রইল
হৃদয় বাগে

৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: poribesh vaiyer kobita borabor'i vala pai. Plus.

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতাই জগতের দৃশ্য ছবি
ভাষার ঝালরে হয় সম্ভার
আরও ভাল লাগে পাঠকের পাঠ
মুদ্ধ সময়ে মিলে এ সমচার

৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: প্রশংসা তো করি খোলা মনে/
পরিবেশ বন্ধু তবু গোস্বা করে কেনে ? :|| :(

২২ শে মার্চ, ২০১৩ রাত ২:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: রাগ গোস্বা স্বভাব জাত
মাঝে মধ্য ফলে
সে লইয়া গবেষণা কেন
প্রশংসার কি হলে

৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: একটি আনন্দ সংবাদ বাংলাদেশ সহ সব শান্তি কামি মানুষের নিকট
**************************************************
আগামী ২৩ শে মার্চ , ইন্টারন্যাট ফেইজ বুক আরকাবাইজ বাংলাদেশ
ফেইজ বুক অনলাইন অফ্লাইন কমিশন একটি বৃহৎ সামাজিক আন্দোলনের
ঘোষণা দিচ্ছে ।
সহিংস মনোভাব , হত্তা , ভাংচুর , জ্বালাও পুড়াও মার্কা অসভ্য উশ্রিংখল হরতালের
বিরুদ্ধে , রাত ৯ গঠিকা থেকে ১০ টা পর্যন্ত প্রতীকী বিকল্প সুস্থ দ্বারার হরতাল করা হবে ।
সচেতন সামাজিক এ প্রতীকী হরতালে সবারই যোগদান এবং পরিবেশ সৃষ্টি করা দেশ ও
জাতীর শান্তি বার্তা ।
অবশ্যই এতে সকল সামাজিক , সাংস্কৃতিক , ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সবারই
সার্বিক যোগদান এবং নিরাপত্তা বিধান একান্ত কাম্য ।

নহে দল নহে মত
নহে জাত , এক আওয়াজ
শান্তির ও একতায় এস এস সবাই
সাম্য ও ন্যায়ে গড়ি সমাজ

প্রজ্ঞাপনে
ফেবু অনলাইন ,অফ্লাইন কমিশন
বাংলাদেশ , ভায়া গোগল ।
সবার জানা চাই
দ্রুত ।
Like · ·

১০| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগ সম্পর্কে মতামত +

১১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: রোমান্টিক প্রেমের কবিতা


মনে যদি লুকিয়ে থাকা তবে কেন বনে দেখা
সাধ ছিল অনেক দিনের হয়নি সেই চিঠি লেখা
অনেক দিনের স্বপন তরি ভাসিয়ে দিলুম তাই পবনে
ভালবাসার দোয়ার খুলে মোহের আবেশ দুলে মনে
যাই হারিয়ে ভুলের ভেলায় মেঘ আকাশে ছড়ায় কনা
দূর দিগন্তে চাঁদের ছায়াও আমায় দেখায় ভুল ঠিকানা ।
সকল ফেলে তারি ছবি দিবানিশি জাগে বুকে
সেই সে হয়ে মনের রানী এই জীবনের স্বপ্ন আঁকে ।
হে দ্বিচারিণী দিপ্ত আভায় সুপ্ত রাখ এই না হৃদয়
যখন আসবে ঘনিয়ে বেলা মিলন শ্রুতে ভরবে আলয় ।
আকাশ থেকে পাওয়া
তুষার রাজ্যর দেবি
তার ছুঁয়াতে স্বপ্ন বুনে
তাইত আমি কবি
হৃদয় আজও ছুয় গোপনে
জয় করিতে ইচ্ছা পুরন
তারিয়ে আনে ভাললাগা
জালবুনা সেই মধু লগন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.