![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
মহামান্য রাস্টপতি জিল্লুর রহমান এর মৃত্যু এবং ধুসর স্মৃতি
*******************************************
সালটা সম্ববত ২০০০ ইং । বর্ষার মাঝামাঝি সময় ।
আমি ভ্রমনের উদ্দেশ্য ট্রেন যোগে ময়মনসিংহে নামি , আকাশে
গুড়ি গুড়ি মেঘের দিকপাল , বন্ধু সাহস এর ছিল ছাতা দুজনে রেল
স্টেশন অতিক্রম করে রিক্সা নেই ,
যেই রিক্সায় উটি অমনি একটা সাদা রঙের ঝিপ আমাদের রিক্সা
আটকে গড় গড় শব্দে থেমে যায় ।
সাদা পাঞ্জাবি পড়া একটা লোক , পাশে রোমান্টিক সাজে এক বাঙালি
ভদ্র মহিলা ।
ভাবলুম কে না কে , হয়তো স্বামী স্ত্রী অভিসারে কোথাও যাবে ।
এই রিক্সা গাড়ি বেক করে চালাও না ।
আমাদের অবাক করে দিয়ে রিক্সা অয়ালা বলল আরে মিয়া
তানারা গুনি মানুষ , এই যে লোকটি তিনি লিডার জিল্লুর রহমান
আর পাশে তার বউ আইভি রহমান ।
আমরা চমকে উটলাম ।
সাহস চেচিয়ে উটল হে কবি তোর মিতা , কি কবিতা লিখবি
তাদের নিয়ে /
আমাদের কথা শুনে স্বামী স্ত্রী উভয়েই অদ্ভুদ ভঙ্গিতে তাকিয়ে
রইল । আমি নিজেকে প্রবোধ দিলুম , যাই সাক্ষাৎ দিয়ে আসি
আমার নাম জিল্লুর রহমান মাসুদ রানা
সাহিত্যিক
আমার সাথে মুছাফা হল , কোন এলাকা, সুনামগঞ্জের ধর্ম পাশা
গ্রাম সৈয়দ পুর , তিনি ছোট্ট জবাব দিলেন ভাল , চালিয়ে যাও ,
আর আমাদের সংস্কৃতিকে লালন কর । আইভি আপাকে বললাম
ভাল আছেন , তিনিও বললেন
ভাল , ম্যাডাম মিষ্টি হাসলেন ।
তারা গাড়ির মধ্য বসতেই চালক গাড়ি ছেড়ে দিল ।
আমরাও গুড়ি গুড়ি বৃষ্টির ছন্দে যেন হাওয়ায় উড়তে লাগলাম ।
আজ মনে হয় স্মৃতি বড় বেদনা বিধুর ।
©somewhere in net ltd.