নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ভুল সিদ্ধান্তের জন্য বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম নিধন , হে জাতী বোধোদয় কবে হবে ।

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আওমেলিগের ভুল সিদ্ধান্তের জন্য বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম নিধন ।

***************************

বাংলাদেশের অশান্ত গুনে ধরা রাজনৈতিক প্রোপাগান্ডায় যখনি মুসলমানদের ধর্মীয় মসজিদ ও কোরআন এবং ধর্মীয় শিক্ষক দের এর উপর আঘাত আসে তখনই বিশ্বের অন্যান্য বিধর্মী প্রধান দেশে

সংখ্যালঘু মুসলমানরা অকাতরে নির্বিচারে তাদের হত্তা করা হয় ।

তার বড় প্রমান মায়ান মার । এর আগে ফিলিস্থিন , আফগান , ইরাক

লিবিয়া সহ প্রায় মুসলিম দেশে দাঙ্গা বাধে কেন ?

কারন একটাই মিথ্যা দুষ ও দায় চাপিয়ে মুসলমানদের উপর ইসলামের সাধিকারের উপর আঘাত ও হত্তা এর আগে মুসলমান কোন

দেশ মুসলমান জাত ভাইদের আঘাত কলংকিত ইতিহাস আর

অন্য কোন দেশে নাই ।

ইসলামী ইতিহাস এবং নবী রাছুল গনের সত্য ইতিহাস ছিল

আল্লাহর পক্ষে এবং কাফের বেঈমান বেদিদের বিরুদ্ধে ।

আজ জাতীর বিবেকের নিকট একটাই প্রশ্ন? যে দেশে শতকরা

৯৩ ভাগ মুসলমান , সে দেশে কখনও এমন বিরূপ পরিবেশ অন্তত বিশ্ব মুসলিমের নিকট বাঙ্গালীর হেয়তাই তুলে ধরে কেন ? কারন বাঙ্গালির গোপনিয়তা নেই , কলংক ঢাকার পথ নেই ,

নেই । আছে শুধু নিজেদের দুষ নিজরাই জাহির করে বাঙ্গালির

ইতিহাস ঐতিহ্য কে দাবিয়ে ক্ষমতাকে আঁকড়ে ধরার অপপ্রয়াস ।হে দিকপাল দিগম্ভর জাতী কবে হবে আর বোধোদয় ।



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

++++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:১০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

অপরিচিত অতিথি বলেছেন: apnar lekha bujte kosto hoilo khub

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: আমি এটুকু বুঝাতে চাইলাম
যে বাঙালি নিজেদের ক্ষতি নিজেরাই করছে আর বিশ্ব দালাল রা
সুযোগ নিচ্ছে
ধন্যবাদ

৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

পেন্সিল চোর বলেছেন: প্লাস দিলাম লিখায়

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.