নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

গিতি কবিতা আমার হৃদয় ও পানে কার সে ছায়া

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮





স্বর্গ সুধা অর্ঘ আজি তোমার হাসি মাঝে

অলস বেলায় সুখের আবেশ হৃদয়ে তে বাজে

আর যত আনন্দ দ্বারা

আকাশে বাতাসে

স্বপ্ন ছুঁয়ে আমায় নিয়ে

মেতে রয় উল্লাসে

সেই সে লগন জানি ভাসেকার ছায়া মৃদুল লাজে ঐ

যদি কথা থাকে

জন্ম জমান্তরের আবরণে

চুপি চুপি সে আসবেই

মোর রঙ হৃদ কাননে

সব বাসনায় সুর ছন্দে দিপালিকা হয়ে নব সাজে ঐ





মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৭

আমিনুল ইসলাম মামুন বলেছেন: সুন্দর। চালিয়ে যান।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

১ম ভালো লাগা

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: লিখার সব গুন থাকা চাই
কবি প্রতিভায়
লিখা হয়না যে আজ
দিমুখি ভাবনায়
ভালবাসা আজ কাঁটা হুল
প্রতিভা নিয়েও রাজনীতি
যারা আটকায় তারাই মরে
না লয়ে সৎগতি

৩| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ২য় ভালো লাগা

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
শুভেচ্ছা

৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: আরও গিতি +

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: লাগে সুন্দর ভ্রম্নন ছবি
যায়না ঢাকা দৃষ্টি
মন বুঝি ছুটে যায়
খুজতে সে সৃষ্টি

খুব অজানারে জানা হয়
বিশালতা লয়ে
চিত্ত মোহিত হয়
জাগ্রত হৃদয়ে
চেনা জানা কত হয়
ভাসমান কৃষ্টি

যত রয় ব্রহ্মাণ্ড জুড়ে
দেখা মিলে ক্ষনে
মগজে ফুটে ফুল
বিবেকের আহবানে
বুক ভরা নিশ্বাস
লাগে কত মিষ্টি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.