![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
এক শ নিরাননব্বই
গুনি আর গুনি
বই দেখে নীড়ে এনে
কান মলে শুনি
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: কেন /চোখ বুঝি টেরা
এই দেখ ৯৯ প্রেম
নজর খাড়া
২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২
অপরিচিত অতিথি বলেছেন: purai dos khailam
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: একটু জুকস
হেব্বি মউজ
৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২
অপরিচিত অতিথি বলেছেন: purai dos khailam
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১
পরিবেশ বন্ধু বলেছেন: কে তুমি অপরিচিত অথিতি
পথ ভুলে হারায়েছ কি সাথি
যদি মনে পড়ে আবার কোন ক্ষনে
ভুল করে এস ফিরে এইখানে
হয়ে আনমনা
হারায়ে ঠিকানা
তোমায় নিয়ে কাব্য লিখে রাখি
হে অথিতি শুধু পরিচয় বাকি ।
৪| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: আরও +
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: লক্ষ প্রানের বক্ষ রঙিন
রঞ্জিত বাংলার মাঠ ,ময়দান
বুক ফাটা আর্তনাদ আজও
গর্জে উটে আঁধারিয়া মৃত্যুর শ্মশান ।
শক্ত হাতে অশ্র ধরে বাংলার দামালেরা
অগ্নিঝরা উত্তাল দিনের বজ্র সে নিনাদ
কানে বাজে বিভীষিকায় অতি ভয়ংকরে
তবুও শপথ আঁকে বীর বাঙ্গালী
রক্ত দিয়েও স্বাধীনতা আনবে বিজয় করে ।
সবাইকে স্বাধীনতা দিবসের
রক্তিম শুভেচ্ছা
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: ছন্দ মিলায়ে জীবনের আঙ্গিনায়
দিয়েছি কত জনারে উপহার
নিজের জীবনের হিসাব খুজি
মিলাতে পারিনা যে আর
যদি কিছু শান্ত্রনা পাই
তাই নিয়ে আজ স্বপ্ন বাঁচার
প্রতিটি জীবন হোক বইয়ের বন্ধু
নিরবে মগজে প্রদীপ জ্বালাবার
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্য ধন্য জন্মভুমি
মিশে রক্ত স্নাতে
সবুজ শ্যামল রুদ্র ছায়ায়
ভেসে উট প্রাতে ।
৫| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
++++
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: সুদ্ধ স্বাধীনতার
মুক্ত শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
বাংলার হাসান বলেছেন: ঘটনা কি ভাই, মাঠ দেখি পুরাই ফাঁকা?