![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বিদ্রোহী কবি নজরুল তার রণসঙ্গীত স্বাধীনতার অনির্বাণ শিখা
*************************************************
রণসঙ্গীত
স্বাধীনতার মন্ত্র দুর্বার চেতনায় সৈনিকের মুক্তিকামী আত্মার
প্রচণ্ড শক্তি ।
*******************************************
চল চল চল
উদ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরনি তল
অরুন প্রাতের তরুন দল
চলরে , চল রে , চল
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙ্গা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাধার বিন্ধা চল
চল চল চল্..................।
আজ বিশ্ব রন যোদ্ধাদের থিম সঙ্গীত বাঁশী ও ডোলের তালে তালে সৈনিকেরা , মার্চ করে সামনে এগিয়ে যাবার মহড়ায় ।
আমি স্বাধীনতার ৪২ বছর পর লিখব
*********************************
জাগরে বাঙ্গালী জাগ জাগরে নব ভোরে
স্বাধীনতার কণ্ঠ রোধে আজি কাদের ছায়া ভিড়ে
ওরা হায়না , ওরা হিংশ্র মিথ্যুক ধুকাবাজ
ন্যায়ের মন্ত্রে অন্যায় করে ভাঙ্গে এ সমাজ
তাদের বিষদাঁত উফরে ফেল , চালাও কুচকাওয়াজ
নব শপথের দিপ্ত শিখায় মুক্তি চাই আবার বাংলারে ঐ
লক্ষ শহীদের তাজা বুকের রক্ত দিয়ে কেনা
বিশ্ব বিবেক দেখল ওড়ে লাল সবুজের নিশানা
ইতিহাসের সাক্ষি হয়ে আঁকা এক ঠিকানা
বাংলাদেশ বাংলাদেশ মোদের প্রাণের জন্মভুমিরে
জাগরে বাঙালি জাগ , জাগরে নব ভোরে
স্বাধীনতার রঙিন স্বপ্ন আনি মুক্ত করে
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: স্বাধীনতা মানে মুক্ত হাসি
সবার প্রানে বয়ে যাওয়া অনাবিল শান্তি
স্বাধীনতা মানে আনন্দ জলসা
রঙিন স্বপ্নের অজেয় মুক্তি
ধন্যবাদ
শুভকামনা
২| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সেলিম আনোয়ার বলেছেন: তাদের বিষদাঁত উফরে ফেল , চালাও কুচকাওয়াজ
নব শপথের দিপ্ত শিখায় মুক্তি চাই আবার বাংলারে ঐ
সুন্দ র লিখেছেন
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা
৩| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
বোকামন বলেছেন: লক্ষ শহীদের তাজা বুকের রক্ত দিয়ে কেনা
বিশ্ব বিবেক দেখল ওড়ে লাল সবুজের নিশানা
+++++++
শুভকামনা
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা +
৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: মুক্ত মতামত +
একেকজন কবি বা সাহিত্যিক রাস্ট বিজ্ঞানী , সমাজ বিজ্ঞানী এবং
দার্শনিক । গনজাগরন মঞ্চে বাংলাদেশের এমন কিছু সাহিত্যিক কে
নিয়ে কটূক্তি ও অবমাননা করার ধৃষ্টতা ওরা কোথায় পায় ।
উকিলের মুহুরিও লেখক , দলিল লেখক রাও কি তাই , ওদের সাথে যদি
প্রকৃত দার্শনিক কবি / সাহিত্যিক দের সাথে তুলনা করা হয় তাহলে
সম্পূর্ণ ভুল হবে ।
নজরুল , রবিঠাকুর , জসিমুদ্দিন দের একটা থিসিস বা সাধনার মূল্যায়ন লক্ষ বছরেও একজন উকিল মুক্তার এর জীবনীতে মিল্বেনা ।
সাহিত্যিক দের থিসিস হল বিজ্ঞান , যা একমাত্র আল্লাহ প্রদত্ত ।
দুনিয়ায় কবি সাহিত্যিক হওয়ার কোন সাবজেক্ট নেই , সেটা আত্তাধিক বিষয় , তবে কিছু কিছু সাহিত্যিক পেটের দায়ে বিভিন্ন
পেশা বেচে নেয় । আবার কেহ মুক্ত জীবন যাপন করে ।
একজন উচ্ছ শিক্ষিত হওয়া যায় বড় বড় ডিগ্রি অর্জন করা যায় কিন্তু চাইলেই সাহিত্য রস বা সাহিত্য উপাদান কবিতা , উপন্যাস
রচনা করতে পারেনা এজন্য চাই সাধনা ।
যুগ যুগ ধরে প্রতিভাবান একজন কবির কবিতা লক্ষ কোটি পড়ুয়াদের অন্তরে জ্ঞানের ক্ষুরদার বিস্ফোরণ ঘটায় । তাদের নিয়ে
অবহেলা কেন ? রাজনীতি কেন ? আমরা আর হুমায়ুন আজাদ / শামছুর রহমানদের মত সমাজে নিগৃহীত হতে চাইনা ।
সুদ্ধ স্বাধীনতা হোক লেখক দের মুক্ত বার্তা ।
স্বাধীনতা দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছান্তে
মহাপরিচালক
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
লাবনী আক্তার বলেছেন: জাগরে বাঙালি জাগ , জাগরে নব ভোরে
স্বাধীনতার রঙিন স্বপ্ন আনি মুক্ত করে
খুব সুন্দর কথাগুলো ।