![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
স্বাধীনতা দিবস সফল হোক
************************
স্বাধীনতা তুমি গর্বিত বাঙালী জাতীর অহংকার
লাল সবুজের আঁকা বাংলাদেশ নাম জাগ্রত জনতার
শুভেচ্ছা সবাইকে
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৪
পিচ্চি পোলা বলেছেন: ভোটে খ্রাইতেছেন নাকি? ছবি দেখে তেমন মনে হচ্ছে
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: নাভাই স্বাধীনতা দিবসের
শুভেচ্ছা
৩| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০২
আশিক মাসুম বলেছেন: পিচ্চি পোলা বলেছেন: ভোটে খ্রাইতেছেন নাকি? ছবি দেখে তেমন মনে হচ্ছে /
জিল্লুরের স্থলাবিসিক্ত হতে যাইচ্ছে
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
পরিবেশ বন্ধু বলেছেন: হু হু তাই তো অন্যর এত মাথাব্যথা
শুভেচ্ছা কথা +
৪| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১১
মেহেদী_বিএনসিসি বলেছেন: মিয়া এমুন ষ্টাইলতো গ্রামের মেম্বার ইলেকশনের প্রার্থীদের দেখা যায়.......
আর স্বাধীনতার শুভেচ্ছা দিবেন ভালাকথা........দেশের পতাকা যেটা বানাইছেন.....তাতেতো দেশের স্বাধীনতাই ভুলন্ঠিত মনে হচ্ছে
পতাকার মাঝখানে মরা কি একটা রং দিয়া ষ্টান্ডের গোড়াটারে করছেন লাল........??
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: আম্নে আম্রে মেম্ব্রের কাতারে নামাইয়া দিলেন
এখন গম আর ডাইল বরাদ্দ হবে
বস্তা লই আমন্ত্রিত
শুভেচ্ছা
৫| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: বন্ধু আপনারে তো নেতা নেতা লাগছে !
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: নেতা হয় ছাতা
ছাতা ভাঙ্গে নেতা
এটাই সত্য কথা
হি হা হু শুভেচ্ছা
৬| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৮
দিশার বলেছেন: পোস্ট দেখে বেপক বিনোদন পাইলাম .
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: বেপক হেইডা আবার কি
খায় না মাথায়
থাক শুভেচ্ছা
৭| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৫
একজন নিশাচর বলেছেন: আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৮| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা
৯| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
১০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২২
আমি বাঁধনহারা বলেছেন:
আপনাকেও মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী সালাম।
স্বাধীনতা এলো তবু এলো না কাঙ্খিত মুক্তি
স্বাধীন দেশেও হচ্ছে আজ দেশ বিরোধী চুক্তি!!!
স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন
জানি না কবে আসবে সুখ,আসবে সুদিন???
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: বাধীনতা এলো তবু এলো না কাঙ্খিত মুক্তি
স্বাধীন দেশেও হচ্ছে আজ দেশ বিরোধী চুক্তি!!!
স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন
জানি না কবে আসবে সুখ,আসবে সুদিন???
কথা যত ব্যথা বাড়ে
মনে নাই সুখ
সবার মত আমিও তাই
পাই মনে দুখ
শুভেচ্ছা জানাই
ভাল থাকা চাই
১১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭
বোকামন বলেছেন:
মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী সালাম
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
পরিবেশ বন্ধু বলেছেন: আরেকবার গর্জে উটা চাই বাঙ্গালীর স্বকীয়তায়
এক্য চাই বিপ্লবী চেতনায়
রুখে দিতে চাই শকুনের দৃষ্টি
ভয়াল কালথাবা , যরযন্ত্রের অনাসৃষ্টি
আর কত রক্ত ঝরা মৃত্যুর মিছিল
বক্ষ ফাটা বুভুক্ষ মানুষের করুন মঞ্জিল
শিখলের প্রাচিরে মিথ্যার দণ্ড
সমাজ ভাঙ্গা বেঈমানি চালবাজ ভণ্ড
উপড়ে দিতে হবে ফনা বিস্তার নাগিনীদের বিষদাঁত
আর কত অভিশাপ লয়ে নিরীহ নারি শিশু , মজলুম
দেবে আমাদের বুকে বারে বারে অভিসম্পাত , ।
শুভেচ্ছা ও অভিনন্দন ।
১২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: আরও +
মা, মাটি , মাত্রিভাসা
আর নারির শেকড় যেথা
হে বাঙালি
মন মজাও সেথা ।
মাটি ও মানুষের
ভালোবাসায়
জীবন সাজাই সুন্দয়ে
শান্তি ও সেবায়
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৬
বাংলার হাসান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা