![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
কোরআনের ১১৪ টি ছুরার একটি ছুরার নাম কবিগন ।
নবীজীর দুনিয়ায় আগমনের ১০০ বছর পূর্বে এক কবি তার আগমন
সংবাদ পৃথিবী বাসীকে জানিয়ে ছিলেন । নাম তার যুবায়ের তালহা
প্রথম কাব্য কথা
হে জগত বাসী জান
কেটে যাবে তমাসাব্রিথা অন্ধকার
তার আগমনে ,
আকাশের উজ্জ্বল নক্ষত্রের চাইতে
নুরের ঝলক ছড়াবে তার রৌশনে ।
যদি দেখা মিলে সেই মহামহতির
চরন মোবারক দর্শনে
নিজেকে ধন্য জানিব সার্থক রহমতের
এক বেহেস্তের লভিত বাগানে ।
কবির কবিতা নবীজীর দাদা আব্দুল মুতালেব এর দৃষ্টি কেড়েছিল ।
তাই নবীজীর দুনিয়ায় আগমনের সময় আল্লাহর ক্ষুত্রতে এক
নুরের রউশনায় সমগ্র জাহান আলোকিত হয়েছিল ।
মিশরের মনি মুক্তা খচিত ১৪ টি রাজ তোরণ ভেঙ্গে পড়েছিল ।
হাজার বছরের জলন্ত অগ্নিশিখা মুহূর্তেই নিস্প্রভ হয়ে গিয়েছিল । মা আমেনার কুলে বেহেস্তি চাঁদ লুটাইল ।
সারা আরব গগনে আকাশ বাতাস বৃক্ষ তরু মানব দানব জীন ,
ফেরেস্তা সকল মারহাবা , মারহাবা বলিয়া আনন্দ মিছিল সহকারে অনাবিল শান্তি ও মুক্তির বার্তা জ্ঞাপন করিল ।
দাদা আব্দুল মূতালেব দাসির নিকট হইতে এ আনন্দ সংবাদ
পাইয়া ,সাথে সাথে তর্জনী উম্মুচন করিয়া দাসিকে আজাদ করিয়া দিল ।
নবীজী বর্ণনা করেন , আমি দেখতে পাই আমার দাদা মৃত্যুর পর কবরে, তার চারিদিকে আগুনের লেলিহান শিখা , সে যখনি কষ্ট
অনুভব করে তক্ষনি যে আঙ্গুলের ইশারায় আমার আগমন শুভ
সংবাদ শুনে দাসিকে আজাদ করে দিয়েছিল , সেই অঙ্গুলি মুখে
পুড়তেই দুযখের আগুন নিভে যায় এবং বেহেস্তের বারী বইতে থাকে ।
হাদিসে কুদসি
ইসলামের ১ম খলিফা এবং দয়াল নবীজীর সদা সাথি প্রিয় বন্ধু সাহাবি আবু বকর রা আনহুম ও ছিল একজন কবি ও সুবক্তা ।
ইসলামের সোনালী যুগে বহু কবি সাহিত্যিক জ্ঞানি গন ইসলামের পক্ষে সত্য সত্য লিখে হেদায়েত এর দিক নির্দেশ
দিয়ে গেছে তাদের রহমি লেখনির মাধ্যমে ।
আত্তাধিক ছুফি কবি গন ইসলামের উজ্জ্বল প্রদীপ হিসাবে সমাদৃত । পারস্য কবি ইবনে খৈয়াম , রুমের কবি মাওনালা জালালুদ্দিন রুম , শেখ সাদি , সহ বহু মুসলিম কবিগন ইতিহাসের জলন্ত সাক্ষি , ।বাংলাদেশ ও পাক ভারত সাম্রাজ্য যিনি সর্বপ্রথম ইসলামের বিজ রূপণ করেন তিনি হলেন ইয়েমেন আরবের বিখ্যাত আউলিয়া ও কবি শাহ জালাল রা
। যার মাধ্যমে আমরা পাইলাম সত্যর সন্ধান ও মুক্তির শানিত
আহবান ।
আরও ইসলামের বাঙালি কবিগন কি কম সাক্ষর রাখল , আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ফররুখ আহম্মদ , গোলাম মস্তুফা , মীর মশাররফ হোসেন সহ অনেক
নামি দামি লেখক তাদের প্রতিভার উজ্জলতা ইসলামের পক্ষে
রচিয়া গেল ।
তাই কবিগন আল্লাহর রহমতি সংবাদ ।
নবীজী এ সম্পর্কে বলেন
লেখকের কলমের কালি শহিদের রক্তের চাইতে পবিত্র ""
আল হাদিস ।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Golam mostofar bisshwa nobi boita amar kace bitorkito mone hoyece.
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
পরিবেশ বন্ধু বলেছেন: আদি আসল টা হয়ত আপনার নিকট নেই , নকল বই বাজারে পাওয়া যায় । আর আসলটায় কোন ভুল নেই , তিনি বিশ্ব নবী সা
রচনা করতে দীর্ঘ ২ যুগ পরিশ্রম করেছেন এবং কোরআন হাদিস
দলিল সহ কয়েক হাজার কিতাব থেকে নির্ভুল তথ্য সন্নিবেশিত
করেছেন । আরও বিস্তারিত জানুন
৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩১
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল:+++++++++
শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
ভাল থাকেন
৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
ফাহিম আহমদ বলেছেন: ভাল লাগলো,
কিন্তু আজ কালকার কবি কিছু ছাগলা কবিদের লেখা দেখলে থু মারতে মন চায়,,,,,,,,,,
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: টিক , এরা কবি হওয়ার বাহাদুরি ফলায়
আসলে সাহিত্য বড়ই সাধনার বিষয়
বড়ই আত্তাধিক বিষয়
ধন্যবাদ
৫| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
নড়াইলের ছেলে বলেছেন: ''আব্দুল মূতালেব দাসির নিকট হইতে এ আনন্দ সংবাদ
পাইয়া ,সাথে সাথে তর্জনী উম্মুচন করিয়া দাসিকে আজাদ করিয়া দিল ।''
এখানে দাদা না হয়ে হবে চাচা আবু লাহাব যিনি উনার বাদিকে মুক্ত করে দিয়েছিলেন এবং যার বদলে উনি প্রতি সোমবার শরীফ এ উনার আযাব মুক্ত করা হয়।(শরহে বুখারি)
৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: আপনার তথ্য ভুল
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভালো লাগা দিলাম।