![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ইব্রাহিম আ মুসলমান দের জাতীর পিতা কিন্তু মর্যাদার দিক দিয়ে
হজরত মোহাম্মদ সাঁ আলাইহেওয়াচ্ছাল্লাম এর শান আল্লাহর নিকট
বেশি ।
*******************************************
সমগ্র নবী রাছুল ও আম্বিয়া আ কে আল্লাহ পাক মানবের মুক্তির
সন্ধান ও পথ প্রদর্শক হিসাবে জগতে প্রেরন করেছেন ।
আমাদের আদি পিতা আদম আ তার ছেলেদের উপদেশ দিতেন
বলতেন আমি আরশের প্রত্যকটা থামে মনি মুক্তা খচিত প্রাসাদে
এবং বেহেস্তের দাঁর বৃক্ষ লতা পাতায় মুহাম্মদ নাম লিখা দেখতে পাই ।
আরও ফেরেস্তাদের পাখায় , হুর গিলমানদের চোখের পুত্তুলিতে
এবং সমগ্র আরশের ছায়াসুশিতল রঙ্গিন ঝালরে স্পষ্ট উজ্জ্বল
নুরে জলসিত মোহাম্মদ নাম লেখা পাই ।
তফছিরে কবির
আত্তাধিক কথা
কি সুন্দরে বানাইল সাই মানুষ নামের খারকানা
রূপ দেখিয়া নিজেই মাওলা দেওয়ানা
জান দিল আদম দেহে ছিল বড় অন্ধকার
মোহাম্মদি নুর ফুটিল দেখাইল কি চমৎকার
প্রান পাখি উটলে ডাকি প্রথম আলহামদুলিল্লাহ শব্দে ঘোষণা ।
ফেরেস্তাদের আদেশ দিলায় সিজদা কর তাহারে
সিজদা দিল ফেরেস্তারা মাটির ও আদমেরে
শয়তান গেল মুরতাদ হইয়া না মেনে আদেশ খানা ।
শয়তানের চাতুরিতে আদম আ এর দুনিয়ায় আগমন । আদম ও হাওয়া আ আল্লাহর নিকট ভুলের জন্য ক্ষমা চাইলে
আল্লাহ ক্ষমা দিলেন , নবীজীর খাতিরে ।
নবীজী বলেন আদম যখন কাদা মাটি পানি দ্বারা মিশ্রিত তখনই
আমি আল্লাহর রাছুল ।
আদম ও হাওয়া আ এর বংশ বৃদ্ধি হতে লাগল , আদম আ প্রায়
১০০০ বছর দুনিয়ায় ছিলেন ।
এর পর শিষ আ , নুহ আ , ছালেহ আ , সুলাইমান আ , দাউদ আ ,আইয়ুব আ, ইউনুছ আ , ইউছুফ আ ও, ইব্রাহিম আ , মুসা আ ,
ইশা আ সহ প্রায় ২ লক্ষ নবি রাছুল দুনিয়ায় আসেন ।
আমাদের নবী দুজাহানের সরদার আসেন ইব্রাহিম আ এর বংশে । ইব্রাহিম আ এর দোয়া । হে আল্লাহ উম্মতের শেষ প্রদীপ মোহাম্মদ সা কে আমার কউমের মাধ্যমে প্রেরন কর ।
হাদিস ।
ইশা আ এর দোয়া , হে রব যিনি আখেরি যামানার উম্মতের উজ্জ্বল নক্ষত্র ও রহমত , সেই মোহাম্মদের উম্মত হিসাবে আমাকে আবার দুনিয়ায় প্রেরন কর । আল্লাহ ঈশা আ এর
দোয়া কবুল করেছিলেন যার জন্য আল্লাহ তাকে ৪তুরথ আকাশে
জিন্দা উটিয়ে নেন । আবার উম্মত হিসাবে ইমাম মেহেদি যুগে
আসবেন ।
যার খবর নবীজী দুনিয়ায় আসার আগেই অন্যান্য নবীগণ এবং
কিতাবে জানিয়ে দিলেন উচ্চ শানে , আমরা উম্মত হিসাবে সেই
দয়াল নবীজীকে চিনতে তার সঠিক বানি মানতে বড়ই অন্ধকারে ।
আসুন সেই মহতি রহমতের সেরা জান্নাতি বাগানে
তার উপর তাজিমের সাথে দরূদ ও ছালাম জ্ঞাপন করি ।
ছালাতুনিয়া রাছুলুল্লাহ আলাইকুম
ছালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম ।
আসলে ঈমান রুহে কোরআন মগজেদিন
হাস্তে হুব্বে রাহমাতুল্লিল আলামিন ।
মুহাম্মদ মস্তুফা নুরুল আলা নুর
হাবিবে কিব্রিয়া নুরুল আলা নুর ।
খোদ খোদানে রেজা জুয়ে মুহাম্মাদ
খোদা মিলতা হায় দরবারে মুহাম্মদ ।
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৮
নড়াইলের ছেলে বলেছেন: ''শয়তানের চাতুরিতে আদম আ এর দুনিয়ায় আগমন । আদম ও হাওয়া আ আল্লাহর নিকট ভুলের জন্য ক্ষমা চাইলে ''
শয়তানের চাতুরিতে নহে বরং আল্লাহ পাক এর ইচ্ছায় হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন যেটা পবিত্র সুরা বাক্বারহ এর ৩০ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন।
আর আল্লাহ পাক এর সকল নবী-রাসুল আলাইহিমুস সালাম উনাদের প্রতি আল্লাহ পাক ওহী নাযিল করে থাকেন। হযরত আদম আলিহিস সালাম উনার গন্দম ফলের রস বা অনুরুপ ফলের রস খাওয়া যেমন হযরত হাসান রদিয়াল্লাহু আনহু উনার বিষ পান করার অনুরুপ যেটা উনার অজান্তে হয়েছিল।
আর উনাদের তওবার বিষয়টি ছিল উনাদের মর্যাদা বুলন্দ করার কারণ যেহেতু প্রত্যেক নবী-রাসুল আলাইহিমুস সালাম উনারা নিষ্পাপ।