![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ঈমান ও ইসলামের মগজ দয়াল নুর নবী হযরত মোহাম্মদ সা
*******************************************
কোরআন / হাদিস / ও ইসলামী দলিল মোতাবেক বিভিন্ন
প্রশ্নের সটীক উত্তর দেওয়া হবে ।???
আসলে ঈমান রুহে কোরআন মগজেদিন
হাস্তে হুব্বে রাহ মাতুল্লিল আলামিন
************************************
অর্থ ঈমানের মুল কোরআনের রোহ বা নুর এবং দিনের মগজ মানে ইসলামের মগজ তিনি যিনি সমস্ত জগতের রহমত নুর নবী
হযরত মোহাম্মদ সা । কবি আল্লামা মাওলানা রুমি রা এর জগত বিখ্যাত কিতাব মসনবি শরিফ থেকে যা কোরআন এর সার বস্তু
আবার শাহ জালাল ইয়েমেনি রা এর বয়ান
খোদা ভি হায় রেজা জুয়ে মোহাম্মাদ
খোদা মিলতা হায় দরবারে মোহাম্মদ
আল্লাহ হইতে মোহাম্মদ দূরে নয়
আল্লাহ কে লাভ করতে মোহাম্মদের দরবারে আস ।
কোরআনের আয়াত , কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাজি ফাত্তাবিউনি ইবিবকুমুল্লা এয়াগ .।.।.।.।.।.।.।।
অর্থ যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও সর্ব প্রথম আমার
হাবিব /মোহাম্মদের অনুসরণ কর । তবেই আমি তোমাদের
ক্ষমা করে দেব ।
কুন তু কাঞ্জাম মাগফিয়ান হাদিসে কুদসি
আল্লাহ বলেন আমি একটা গোপন ধন ভাণ্ডারে নিহিত ছিলাম ।
ব্যখ্যা , যখন আল্লাই আল্লাহ আর কেহ ছিলনা তখন ইচ্ছা পোষণ করলেন আমার নাম কে ডাকবে / আল্লাহর জাতী নুর হইতে সৃষ্টি করলেন মোহাম্মদ যার অর্থ প্রশংশিত যিনি শুধু প্রশংশারই যোগ্য । মোহাম্মদ সৃষ্টি হইয়া মাবুদের নাম দিলেন
আল্লাহ । কারন আল্লাহ তার নাম নিজে ডাকবে কেমন করে ।
বাংলা শের
আল্লাহর নুরে হইল সৃজন নুর নবীজীর নুর বধন
নবীজীর নুরে হইল সৃজন কুল মাখলুখাত ত্রিভুবন ।
আওয়াল আখের যাহের বাতেন এক আল্লাহ ছাড়া তার সমান আর কেহ নাই / নিজে খোদা প্রেমিক সাজে কলমাতে তা দেখতে পাই ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহামমাদুররাছুলুল্লাহ ।
এত এব প্রমানিত তিনিই ঈমান ও ইসলামের মগজ । আল্লাহ ও তার রাছুল সা কে আমরা জানি ,ভয় করি , এবাদতের মাধ্যমে
অবশ্যই আল্লাহ তার বান্ধার প্রতি ক্ষমাশীল ।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০
পরিবেশ বন্ধু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যাবাদ
২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান
একশত ভাগ সত্যি কথা
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
সত্য যেন সবার হৃদয়ে
দ্বিপ শিখা জ্বালে
মুক্তি ও শান্তির ফসল লয়ে
৩| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৪
অচিন্ত্য বলেছেন: +
চমৎকার ! আসলেই, আমরা কথা বেশি বলি। কাজ কম করি। যতটুকু জানি তা কাজে পরিণত করার চেষ্টা কম। ধন্যবাদ সুন্দর একটি পোস্টের জন্য।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২২
পরিবেশ বন্ধু বলেছেন: কর্ম ফলের হবে যদি বিচার
ভুল কেন হবে মানার
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান শিরনামেই এক চমৎকার কথা বলেছেন। পোস্টের জন্য ধন্যবাদ।