নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

মোহাম্মদ সা আল্লাহর দুস্ত, তার উম্মত হয়ে ঈশা আ এর দুনিয়ায় আগমন ।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ সা এর সাথে ইশা আ এর তুলনা করা কাদিয়ান দের অতিমত ।

****************************************

ডঃ আল্লামা ম মাসউদ মিয়া সৈয়দ শাহী





আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম । এবং হজরত মোহাম্মদ সা আল্লাহর একমাত্র প্রেরিত পুরুষ । কোন সন্দেহর অবকাশ মাত্র

নাই । কোরআন কারিমএর আয়াত , অয়ামা আরছাল নাকা ইল্লা

রাহ মাতাল্লিল আলামিন অর্থ আপনাকে /মহাম্মদ কে / সমগ্র জাহানের রহমত সরূপ প্রেরন করা হইয়াছে ।



এখানে কাদিয়ানদের মত ঈশা আ কিয়ামতের পূর্বে শেষ নবী হয়ে

দুনিয়ায় আসবেন । কত তুকু সত্য /মিথ্যা আসুন জানি ।



ঘটনা ঈশা আ এর সময় / বিস্তারিত তাফছিরুল কোরআন আল্লামা

মাওলানা রুম রা হইতে ।



একদা ঈশা আ আল্লাহর হুকুমে মৃত কে জিন্দা করলেন এবং নানা

বিষয়াদি নিয়ে আলোচনা করে আবার মৃত কে অদৃশ্য করে দিলেন । বহু লোক সাক্ষি তারা ঈশা আ এর উচ্ছ প্রশংসা করলে

, তিনি মনে মনে গর্ব বোধ করতে লাগলেন । ঈশা আ কে মহান

আল্লাহ পাক ধমক দিলেন হে ঈশা নিজেকে নিয়ে অহংকার পরিত্যগ কর এবং সাগরে লাটি নিক্ষেপ কর , তাই করলেন ।

সাগর ভাগ হয়ে রাস্তা দেখা দিল । তিনি হাঁটতে লাগলেন সম্মুখে

পড়ল একটা পাথর । আল্লাহ নির্দেশ দিলেন পাথরে আঘাত কর ।

আঘাত করলে তা ফেটে গেল , দেখতে পেলেন তার ভিতরে

এক জঈফ বৃদ্ধ তসবি লয়ে আল্লাহর জিকিরে মসগুল । হে আল্লাহ নিশ্চয় ঐ ব্যক্তি আমি ঈশার চাইতেও বুজুর্গ । হে বৃদ্ধ

কতদিন পাথরের ভিতরে জিকিরে মসগুল । সটীক জানিনা

তবে শিষ নবীকে আমি দেখেছি , হিসাব অনুযায়ি হাজার হাজার

বছর । ঈশা আ সুধালেন নিশ্চয় আমার চাইতে আপনার বুজুর্গি

আল্লাহর নিকট প্রিয় । বৃদ্ধ উত্তর দিলেন না আখেরি যামানায় যে

নবী আসবে তার উম্মতের একটা রাতের এবাদতের কামাই আমার এখন ও হয়নি । কে সে । তিনি আল্লাহর দুস্ত মোহাম্মদ সা । সাথে সাথে ঈশা আ আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন

ওগো মাবুদ তুমি আমাকে নবী না বানিয়ে যদি আখেরি যামানার

নবীর উম্মত বানাইতা বড় খুশি হইতাম ।



আল্লাহ পাক ঈশা আ এর দোয়া কবুল করেছিলেন , এবং জিন্দা

তাকে আসমানে রেখে দিলেন এবং কিয়ামতের পূর্বে তার

উম্মত হয়ে দুনিয়ায় আসবে ।



আল্লাহর আরেক প্রতিনিধি ইমাম মেহেদি আ আসবেন ,দাজ্জালের জন্ম হবে । দাজ্জাল ফেত্না ফাসাদ করে দুনিয়া দখল

করবে , ইমাম মেহেদির আদেশে ঈশা আ দাজ্জাল কে ধ্বংস করবে । এবং তিনি সংসার ধর্ম পালন শেষে আবার মৃত্যু বরন

করবে এবং নবীজীর রওজার পাশেই দাফন কাফন হবে ।



এবার আর কোন কথা থাকতে পারেনা । আল্লাহ আমাদের দয়াল

নবীর উম্মত হিসাবে হেদায়েত ও রহমত দিন ।

তাফছিরে কবির , ও হাদিসে ব্যাখ্যা ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

আকাবাকা বলেছেন:
একদা এক দিন কিছু লোক এক অন্ধকার টানেল অতিক্রম করে যাচ্ছিল। হঠাৎ পায়ের তলায় সূচাল পাথর জাতীয় কিছু অনুভব করল তারা। এদের কেউ কেউ তখন সে পাথরগুলো তুলে পকেটে ভরে নিল --- অন্যরা যেন কষ্ট না পায় এই ভাল নিয়তেই তারা এটা করেছিল। কেউ কিছু নিল, আর কেউ নিলই না।

অবশেষে যখন অন্ধকার টানেল থেকে বের হল, দেখল তাদের কুড়ানো পাথরগুলো ছিল ডায়মন্ড/হীরা- তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। যারা কম নিয়েছিল তাদের বেশ আফসোস হচ্ছিল যে কেন আরও বেশি তারা তুলে নিল না; আর একেবারেই যারা নেয় নি তারা আরও বেশ অনুশোচনা করতে লাগলো।

এই দুনিয়া ঠিক এই অন্ধকার টানেলের মতই। আর এখান কার ভালো কাজগুলো ডায়মন্ডের মত... আখেরাতে যাদের ভালো কাজের পরিমাণ কম হবে, তারা আফসোস করতে থাকবে কেন আরও ভালো কাজ তারা দুনিয়ায় করেনি!!!

'কোন প্রাণীই মরতে পারেনা আল্লাহর লিখিত নির্দিষ্ট নির্দেশ ছাড়া। যে ব্যক্তি ইহকালীন ফলের আসায় কাজ করবে তাকে আমরা এই দুনিয়া হতেই দান করব, আর যে পরকালিন সুফল পাবার ইচ্ছা নিয়ে কাজ করবে, সে পরকালেই সওয়াব পাবে। এবং কৃতক্গ তাস্বীকার কারীদের তাদের ফল আমি নিশ্চয় দান করব।' (সূরা আল ইমরান ১৪৫)


০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল ধন্যবাদ

২| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৫

ব্লগার রানা বলেছেন: আকাবাকা সাহেব বেশ সোজা সরল কমেন্ট করলো!!!!!!!!!!!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: তাই তঁ
মনে হয়
হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.