নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

মন রাঙ্গানো ভোরের আলো

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৩

আমি যদি ভোরের বেলায় উটে

ধুলির মাঝে আয়েশে যাই ছুটে

সবুজ কানন ডাকবে আমায় দুলে

চৈতি হাওয়া বইবে ফুলে ফুলে

মন পবনে সাঁজায়ে দৃশ্য ঘুড়ি

দূর দিগন্তে উড়ব গগন জুড়ি

পাখির ডানায় আবির রাঙ্গা পালক

ভোরের চিঠি খুজব রবির ঝলক

মুটু মুটু স্বপ্ন ছায়া এঁকে

উড়িয়ে দেব এই বাংলার বুকে

নিত্য তাই নদীর জলে ভেসে

মন রাঙ্গাব ভোরের আলোয় হেসে ।



মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Valo laglo.

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যাবাদ

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Valo laglo.

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Valo laglo.

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যাবাদ

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

পরিবেশ বন্ধু বলেছেন: অনলাইন উপদেষ্টা কমিটির বিশেষ প্রজ্ঞাপন
**********************************

রেডিও , টেলিভিশনের মাধ্যমে বহুজাতি বহু দল যেমন স্বাধীনতা
পায় , ব্লগ টি তেমন । আর অপরাধি ছাড়া গ্রেফতার বা হয়রানি হবে
সরকারেওই মুণ্ডপাত । কারন খুদ আওলিলিগ নেত্রি সহ তাদের মধ্যই
২৪ হাজার ব্লগার ।

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: আরও কবিতা ছন্দ >

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: হে চাঁদ
পাই অবসাদ
ক্রান্ত মনে
জোনাকির ঝিলমিল
তোমারই সনে
মুহূর্তের ছায়া ফেলে বদনে ।

হে চাঁদের মোহ
বিলাও দিগন্তে দেহ
দিয়ে প্রদীপ অপরের লাগি
নিজে কি পাওয়া
তোমারে সাক্ষি রেখে
কত হৃদয়ে ভালবাসা ছায়া
কত বেদনা কত মর্মের দহন
তুমি রাখ নিরবে অবলোকন ।

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

আমি বাঁধনহারা বলেছেন:







ভালো লাগল:+++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ হে কবি
জীবন বড়ই বিচিত্র
আজ অহেতুক প্রহসনে
প্রানের করুন চিত্র ।

ভাল থাকেন
সবসময়

৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

ফালতু বালক বলেছেন: +++++

সুন্দর কাব্য।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
নিকে আমন্ত্রন রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.