![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
নুর নবীজীর বানী ও ইসলামের দিক নির্দেশ
******************************
নবীজী উম্মতের উদ্দেশ্য বিদায় হজের শেষ ভাষণে বলেন
হে আমার উম্মতেরা এবং আল্লাহর নিকট সিজদায় লুটানো কারিরা
আমি তোমাদের জন্য ইসলাম কে পরিপূর্ণ করে গেলাম , বস্তুত আল্লাহর বানী কোরআন এবং আমার বানী হাদিসকে যারা আঁকড়ে
ধরে রাখবে তারাই দুনিয়া ও আখেরাতে মুক্তি প্রাপ্ত ।
ছহি হাদিস
সূরা বাকারার ১ম আয়াত আল্লাহ পাক বলেন এই কিতাব এসেছে তোমাদের রবের পক্ষ থেকে যার মধ্য কোন শোভা সন্দেহ নাই ।
কোরআন
নবীজী আরও বলেন যারা কোরআনের আয়াত বা আল্লাহর মহিমা নিয়ে সন্দেহ পোষণ করে তাদের স্থান হবে শয়তানের সাথে দুযখে ।
বায়হকি হাদিস ।
সুতরাং আমার প্রশ্ন হে রাজনৈতিক কাণ্ডারি , হাছিনা / খালেদা
বা আরও সম্মানিত নেত্রিবৃন্দ যারা তাদের নিকট আমার আহবান , আপনারাও কি ধর্মান্ধ নন । যদি তাই নাহবে ধর্মের
বা ইসলামের মর্যাদা বাংলাদেশে কোথায় ।
আল্লাহ এত বড় শক্তি শালি যে বেদিন নম্রুদ বাদশাকেও সামান্য
একটা লেংড়া মশার সাহায্য ধংশ করে দিয়েছিল ।
ফেরাউন কে দরিয়ায় ডুবিয়ে মেরেছিল ।
আব্রাহা বাদশার ৭০ হাজার হস্তী বাহিনী পাখির সাহায্য আকাশ
থেকে পাথর নিক্ষেপ করে ধুলুয় মিশিয়ে দিয়েছিল ।
সুতরাং সাবধান , ইসলাম কে রাস্টিয় ভাবে হেফাজত করে
আল্লাহর রোষানল থেকে মুক্তি লাভ করুন ।
যুগে যুগে আউলিয়া কেরামগন ছুফি সাধক , আলেম গন ইসলামের মহান বানী মানবের নিকট পৌঁছে দিতেন এবং তখনকার শাসক গন যথাযোগ্য মর্যাদা দিয়ে তাদের জন্য খানকা
বা বৈঠক ঘর বেধে দিতেন ।
তারা হেদায়েতের বানী পৌঁছে দিয়ে বহু মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গেছেন ।
তাদের মহানুভবতায় ও ইসলামের আদর্শে লক্ষ লক্ষ বেদিন
মুসলমান হয়ে সত্য ধার্মিকতার সঠিক পথ চিনে নিয়েছেন । জুড়
যুলুম কিছুই তাদের করতে হয়নি ।
আর বর্তমানে মুসলমান গনই মুসমান দের ভান্ত নীতি অবলম্ভনে ধর্ম কে রাজনীতির মধ্য ফেলে ইসলাম কে ধংশের
মহড়ায় এখন মুসলিম জাতী সহিংস ।
যে মহান ধর্মের নীতি নির্ধারক সয়ং আল্লাহ , সেই ইসলাম কে
নিয়ে কাফের বেদীনেরাও পর্যন্ত কটাক্ষে , অবমাননায় মেতে উটে । এর জন্য দায়ী কারা ?
হয় ভান্ত রাজনীতি পরিহার করে ইসলামে উজ্জীবিত হওন নয়
ব্যর্থতার দায় নিয়ে রাজনীতি থেকে সবে অবসর নিন ।
কারন আখেরাতে আল্লাহর সামনে ভুলের জন্য সর্বপ্রথম
তাদেরই ক্ষম্না চাইতে হবে যারা দেশ ও জাতীর চালক ।
আল্লাহ আমাদের ক্ষমা এবং হেদায়েত দিন আমিন, ।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: ইসলামের আকিদায় চলা
সবারই জন্য ফরজ কাজ
এবার নষ্ট রাজনীতি পরিহার করে
গড়তে হবে সমাজ
২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল:+++++++++++
শেয়ার করার জন্য সালাম ও মুবারাকবাদ।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ধিকে ধিকে ইসলাম
সমাজের আলো
কোরআনের আহ্বান
জীবনের ভালো
তাই আজি সব ভুলে
ঈমানের নুরে
সত্য জ্বালি কিছু
মহতি অন্তরে
মুবারকবাদ
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
পরিবেশ বন্ধু বলেছেন: অলি আউলিয়াগনের আল্লাহ প্রদত্ত ক্ষমতা ও হেদায়েত এর নুর
****************************
******************************
রচনা , ডঃ আল্লামা মাওলানা মোহাম্মদ মাসউদ মিয়া শাহী
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
*************
আত্তাধিক উত্তম জীবন আদর্শ
***********************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
পরিবেশ বন্ধু বলেছেন: আউলিয়াগনের আল্লাহ্ প্রদত্ত ক্ষমতা ও মর্যাদা ।
আউলিয়াদের আল্লাহ্ প্রদত্ত ক্ষমতা এবং রহমত
******************************************
একটা মানুষ গড়ে তুলতে কত টুকু সাধনার প্রয়োজন ।
একটা মানুষের জীবন রক্ষায় কি যে প্রানান্তর রন অভিযান ।
অথচ পক্ষান্তরে একটা মানুষকে যমের বাড়ি পৌছাতে মুহুরথ সময় ও ব্যয় হয়না যদি কৌশলটা হয় মারনাস্ত্রের মাধ্যমে ।
হযরত বড় পীর শাহ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানি রা
তার আত্তাধিক রুহানি শক্তি প্রাথমিক সময় এত টুকু প্রবল ছিল
অপবিত্র কুটিল মনে কেহ দূর থেকে তার বিরুদ্ধে বেয়াদবি করলে
সাথে সাথে বেয়াদবের শীর আল্লাহর ক্ষুত্রতে মস্তক হইতে আলাদা
হয়ে যেত ।
একদিন আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসল হে আমার প্রিয় খাস বান্ধা তুমি কি জান একটা জীব সৃষ্টি করতে আমার কি পরিমান ক্ষুত্রতি কৌশল প্রয়োজন পড়ে , তুমি এহেন তাজাল্লি
কাণ্ড বন্ধ করে তাদের নিকট সহজ ভাবে হেদায়াত পৌঁছে দাও
মুলত তারা অজ্ঞ /
একদিন বালক আব্দুল কাদির প্রাত কালে নদী তিরে গমন করলে ।
এক বৃদ্ধাকে রোধন করে কাদতে দেখে , জিজ্ঞাসে হে বুড়ি কাদ কেন ?
বাবা বার বছর আগে আমার একমাত্র আদরের দুলাল কে বিয়ে
করানোর উদ্দ্যশ্য অনেক বড় যাত্রি সহ আনন্দ উৎ সব পরিবেশে
এই নদীর বুকে শ্বশুরালয়ে পাটিয়েছিলাম , কিন্তু ভাগ্যর কি পরিহাস
বউ লয়ে ফিয়ে আসার সময় ঝড়ের কবলে সবাই সলিল সমাধি
লাভ করে । বালক আব্দুল কাদির কান্না সহ্য করতে না পেরে
সিজদায় পড়ে আল্লাহর নিকট হাত তুলে , হে আল্লাহ বুড়ীর ছেলেকে ফিরিয়ে দাও । অদৃশ্য আওয়াজ আসে তারা কবেই পানিতে
মাটিতে মিশে গেছে তাদের অস্তিত্ত নাই ।
হে আল্লাহু তোমার ক্ষুত্রত অসিম তোমার গোপনীয়তা আমি জানি কোটি কোটি বছর পড়ে হাসরের মাটে নিশ্চিহ্ন মানুষকে
ক্ষুত্রতি কৌশলে যদি একত্র করতে পার তবে সামান্য বিষয় নিয়ে
আমার ও বুড়ির ফেরেসান দূর কর । যদি আরজি না শুনবে ততক্ষণ আমি তোমার দরবার হইতে মাথা উত্তোলন করবনা ।
আল্লাহর লিলা বুঝা বড় দায় বার বছর পূর্বে যেভাবে বুড়ি সাজায়ে নাও পাটাইয়েছিল বড় যাত্রি সহ আনন্দ ঘন পরিবেশে ।
সেভাবেই জীবন্ত হয়ে গেল সব , বউ বর যাত্রি সহ সবাই সেই অবিকল ১২ বছর আগের সাজে ফিরে আসল । বুড়ি তার ছেলেকে ও সবাইকে
লয়ে ঘরে ফিরল ।
এমন বহু ঘটনা অলি আউলিয়াগনের জীবনীতে পাওয়া যায়
আর বর্তমান সময় নারিই হোক আর পুরুষ শাসকই হোক
কারও সাধারন মানুষের প্রতি এত টুকু সহমর্মিতা নেই যে
তারা অন্যকে বাচাবে । বরং নিজেদের প্রান নিয়েই টানাটানি ।
জেন মুমিনদের প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর নিকট থেকে
আসে । আল্লাহ সকলকে বুঝার তাওফিক ও হেদায়েত দিন
আমিন ।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: পীর মুর্শিদ অলি আউলিয়া দের শানে বেয়াদবি করা মানে আল্লাহ রাছুলের সাথে সম্পর্ক ছিন্ন করা
***************************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
যারা নুর নবী হজরত সা কে মানেনা , অলি আউলিয়াদের মানেনা
তারা মুলত কোরআন না বুঝে আল্লাহকেই মানেনা ।
আলা আউলিয়া আল্লাহু লা কাউফুন অয়ালাইয়াহযানুন ।
অর্থ নিশ্চয় আমার বন্ধু বা অলিদের ভয় নেই দুনিয়া ও আখেরাতে ।
কোরআন ।
এখন অলি কারা , হজরত বড় পীর শাহসৈয়দ সুলতান আব্দুল কাদির জিলানী রা , বায়েজিদ বোস্তামি , খাজা মাইন উদ্দিন চিশতী ,
হজরত শাহ জালাল ইয়েমেনি রা , হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রা , , হজরত নিযাম উদ্দিন আউলিয়া প্রমুখ গন আল্লাহর অলি , আউলিয়া বা আল্লাহর বন্ধু ।
নবীজী বর্ণনা করেছেন , আল্লাহ বলেন আমার বন্ধু বা অলি যারা
তারা আমার জোব্বার চাইতেও নিকটে এবং অলিদের বিরুদ্ধে
অবস্থান নিলে আমি সয়ং মাবুদ যুদ্ধ ঘোষনা করি , হাদিস বায়হকি ।
পীর মুর্শিদ অমান্য করে তারা আল্লাহ ও তার রাছুল কে অমান্য
করে এবং তারাই মাঝার বা অলিদের মর্যাদা পূর্ণ পবিত্র সমাধি
ধংশ কারি ।
পীর অর্থ পথ দেখানো ওয়ালা / মুর্শিদ অর্থ দিক চিনানো ওয়ালা
নবীজী বলেন আল্লাহর বন্ধু বা আউলিয়া গনের মর্যাদা অতি উচ্ছ ,
তারাই আখেরি নবীর ইসলামকে জিন্দা রাখবে তার শাশ্বত কল্যানে ।
হাদিস , দুররে ছমিন । ৫১ কথিকা ।
কোরআনের আয়াত
যারা বায়াত হয় বা মুরিদ হয় তাদের হাত রাছুলের হাতের উপর আর রাছুলের হাত আল্লাহর হাতের উপর । নিশ্চয় আল্লাহ ক্ষমা শীল ।
কোরআনের একটি অক্ষর বা আয়াত কে অস্বীকার কারী আল্লাহকে অস্বীকার কারী , আর যারা আল্লাহকে অস্বীকার করে
তারা নাস্তিক , তাদের ধর্ম কর্ম , এবাদত , আল্লাহর নিকট গ্রহণীয়
নয় ।
সয়ং নবীজী ইসলামের মুর্শিদ
*************************
তৌহিদেরও মুর্শিদ আমার মোহাম্মাদের নাম
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: অলি আউলিয়াদের মাজার প্রসঙ্গ এবং তার হেফাজত
*************************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
মাঝার প্রসঙ্গ
কবর ৩ প্রকার
১ সাধারন মানুষের সমাধি
২ অলি আউলিয়া গন বা আল্লাহর বন্ধুগনের মাঝার বা পবিত্র সমাধি
৩, দয়াল নবীজী সা এর রওজা মোবারক ।
আল্লাহর পরে যার স্থান তার রওজা শরিফের নাম নিতে হলে মোবারক শব্দটি তাজিমের সহিত ব্যবহার করতে হবে ।
সৃষ্টি জগতে তার রওজা মোবারকের সহিত আর কারও কিছু র
তুলনা করা বেদাত ।
মাঝার হল আল্লাহর বন্ধুগন যারা অতি পবিত্র আত্মা তাদের পবিত্র
সমাধি ।
একটি উদাহারন
খাজা মাইনুদ্দিন চিশ্তি রা এর মাঝার শরিফ আজমির
বাদশা আওরংগ জেবের আমলে এক দল লোক বাদশাহের দরবারে ফরিয়াদ জ্ঞাপন করেন , বাদশা নামদার মাঝারে গান বাজনা হয় এবং তা ইসলামে বেদাত যদি মাঝারটা ভেঙ্গে ফেলতেন উপকার হত ।
বাদশা নিজের মাঝারের সম্মুখে উপস্থিত । হে খাজা মাইন উদ্দিন
চিশ্তি রা আপনি যদি আল্লাহর সত্য অলি হয়ে থাকেন তাহলে
আমার ছালামের উত্তর দিন আর যদি মিথ্যাবাদি হন তাহলে
ভেঙ্গে ফেলব । একবার দুইবার তিন বার চারবার , চার বারের
সময় উত্তর আসল অয়া আলাইকুম ছালাম ইয়া বাদশা আওরংগ
জেব ।
বাদশা , হুজুর আমি চার বার ছালাম দিলাম বাকি ৩টি ছালামের সময় আপনি কোঁথায় ছিলেন ।
হে বাদশা আমি ১ম ছালামের সময় ছিলাম আল্লাহর দরবারে
২য় ছালামের সময় ছিলাম
নবীজীর রওজা মোবারকে
এবং ৩য় ছালামের সময় ছিলাম বড় পীর আব্দুল কাদির জিলানী
রা এর হেরেম শরিফে
এবং ৪তুরথ বার এসে উত্তর দিলাম ।
বাদশা ভয়ে কম্পমান হয়ে তার সমাধিকে কোটি টাকা খরচ করে
উজ্জ্বল আদর্শ সৃষ্টি করলেন ।
মৃত্যুর পর আউলিয়াদের রুহ আত্তাধিক রহমতে আরও প্রবল হয় ।একটি আউলউকিক
এই মাঝারের খাদেম আল বিরুনি , তার বাবা ১২ বছর পরে তাকে
আল্লাহর কৃপায় লাভ করেন ।
তারা শোকরিয়া এবং মানত অভিপ্রায়ে মাঝারে আসে
পাশেই ঘরম পিরের মাঝার তার নিকটে গেলে বাচ্চাটি প্রশ্রাব করে
দেয় , সাথে সাথে শিশুটি মারা যায় । শিশুটির পিতামাতা মৃত
লাছ টিকে খাজা মাইনউদ্দিন চিশতীর মাজারে নিক্ষেপ করে , এবং ফরিয়াদ জানায় এতদিন পর আমাদের আশা জীবিত পুত্রকে
নিয়ে এসেছিলাম আজ এখানেই মরল তাই লাছটিও তোমার
পায়ে রেখে গেলাম ।
মাঝারের স্পর্শ পাওয়া মাত্রই বাচ্চাটি জিন্দা হয়ে কাদতে লাগল ।
নবীজীর বানী
তোমরা দুনিয়ার চাইতে কবরকে বেশি ভালবাসবে এবং হেফাজত
করবে এতে পুন্যর কাজ ।
হাদিস বায়হকি ।
..
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ এবং আউলিয়া গন কে চেনা মানবের মুক্তি ।
*****************************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
শুভ বার্তা আল্লাহর পক্ষ হতে মানুষের কল্যান
আর সেই আল্লাহর অলি
যে মিশে রয় তারি প্রেম জ্বালি
জগতে আনে তারা মানবের মুক্তির সন্ধান ।
একটা মানুষ কে গড়ে তুলতে কত টুকু সাধনার প্রয়োজন ।
একটা মানুষের জীবন রক্ষায় কি যে প্রানান্তর রন অভিযান ।
অথচ পক্ষান্তরে একটা মানুষকে যমের বাড়ি পৌছাতে সামান্য সময় ও ব্যয় হয়না যদি কৌশলটা হয় মারনাস্ত্রের মাধ্যমে ।
হযরত বড় পীর শাহ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানি রা
তার আত্তাধিক রুহানি শক্তি প্রাথমিক সময় এত টুকু প্রবল ছিল যে
অপবিত্র কুটিল মনে কেহ দূর থেকে তার বিরুদ্ধে বেয়াদবি করলে
সাথে সাথে বেয়াদবের শীর আল্লাহর ক্ষুত্রতে মস্তক হইতে আলাদা
হয়ে যেত ।
একদিন আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসে , হে আমার প্রিয় খাস বান্ধা ,তুমি কি জান একটা জীব সৃষ্টি করতে আমার কি পরিমান ক্ষুত্রতি কৌশল প্রয়োজন পড়ে , তুমি এহেন তাজাল্লি
কাণ্ড বন্ধ করে তাদের নিকট সহজ ভাবে হেদায়াত পৌঁছে দাও
মুলত তারা অজ্ঞ /
একদিন বালক আব্দুল কাদির প্রাত কালে নদী তিরে গমন করলে ।
এক বৃদ্ধাকে রোধন করে কাদতে দেখে , জিজ্ঞাসে হে বুড়ি কাদ কেন ?উত্তর আসে মন্মান্তিক ।
বাবা বার বছর আগে আমার একমাত্র আদরের দুলাল কে বিয়ে
করানোর উদ্দ্যশ্য অনেক বড় যাত্রি সহ আনন্দ উৎ সব পরিবেশে ,
এই নদীতে নৌকা যোগে শ্বশুরালয়ে পাটিয়েছিলাম । , কিন্তু ভাগ্যর কি পরিহাস
বউ লয়ে ফিয়ে আসার সময় ঝড়ের কবলে সবাই সলিল সমাধি
লাভ করে । বালক আব্দুল কাদির কান্না সহ্য করতে না পেরে
সিজদায় পড়ে আল্লাহর নিকট হাত তুলে হে আল্লাহ বুড়ীর ছেলেকে ফিরিয়ে দাও । অদৃশ্য আওয়াজ আসে তার কানে তারা কবেই পানিতে
মাটিতে মিশে গেছে তাদের অস্তিত্ত নাই ।
হে আল্লাহু তোমার ক্ষুত্রত অসিম তোমার গোপনীয়তা আমি জানি ।কোটি কোটি বছর পড়ে হাসরের মাটে নিশ্চিহ্ন মানুষকে
ক্ষুত্রতি কৌশলে যদি একত্র করতে পার ,তবে সামান্য বিষয় নিয়ে
আমার ও বুড়ির ফেরেশান দূর কর । যদি আরজি না শুনবে ততক্ষণ আমি তোমার দরবার হইতে মাথা উত্তোলন করবনা ।
আল্লাহর লিলা বুঝা বড় দায় । বার বছর পূর্বে যেভাবে বুড়ি সাজায়ে নাও বড় যাত্রি সহ পাটিয়েছিল আনন্দ ঘন পরিবেশে
সেভাবেই সেই সময়ের মত জীবন্ত হয়ে সব দিব্যি ফিরে এল । বুড়ি তার ছেলে বউ সহ সবাইকে
লয়ে ঘরে ফিরল মনের আনন্দে ।
এমন বহু ঘটনা অলি আউলিয়াগনের জীবনীতে পাওয়া যায় ।
জেন মুমিনদের প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর নিকট থেকে
আসে । আল্লাহ সকলকে বুঝার তাওফিক ও হেদায়েত দিন
আমিন ।
** আল্লাহকে চেনা
হে মানব কিসের লাগি হয়ে বিভাগি
নিজ মনে অনুক্ষন দাও যাতনা
সহসা তারে ভুলে
ভুল পথে যাও চলে
নহে চিন তারে সেই বিধাতারে
যার নিকট চাইতে জানলে পুড়ায় বাসনা ।
তোমাতে অভাব কত
যে দিকেই তাকাও
সাধ্য কি , যাই চাহে এ হৃদয়
তা কি যথেচ্ছা পাও
আকাশের দিকে দেখ দৃষ্টি হেনে
ব্যর্থ ক্লান্ত হয়ে তাই বারে বারে
ফিরিবে নিমিষে
তোমারই তরে
তাই চিত্ত বিধাতার পানে রাখ এক মনে
ফলিবে সুফল কত
রহমতে অবিরত
আকুল হৃদয় খুলে চাইতে যে জানে ।
এম জি আর মাসুদ রানা
কবি / সাহিত্যিক / ও গবেষক ।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০২
পরিবেশ বন্ধু বলেছেন: হজরত শাহজালাল রা এর ইসলাম প্রচার এবং শানে আত্তাধিক মহত্ত
**************************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
এখন থেকে প্রায় ৮০০ বছর পূর্বে আরবের বিখ্যাত ইয়েমেন প্রদেশে
তিনি জন্ম গ্রহন করেন । মহিউদ্দিন সালামাত তার পিতা এবং উম্মে
সালতা বিন ফাতেমা নাম্নি তার আম্মা ।
পিতার বংশ আবুবকর রা এর সিলসিলা এবং মাতার বংশ ইমাম
হুসাইন রা এর শেষ ছইয়দ প্রদীপ কারবালা প্রান্তর হইতে একমাত্র
বেচে যাওয়া পুত্র জয়নাল আবেদিন রা এর বংশধর ।
শাহ জালাল রা এর মামা সায়েক বাহাউদ্দিন রা তখন খার সময়ে একজন দরবেশ বুজুর্গ ছিলেন । অল্প বয়স থেকে তিনি তার মামার নিকট ইসলামী এবং আত্তাধিক শিক্ষায় সিদ্ধ লাভ করেন ।
শিক্ষা কত টুকু সিদ্ধ হল পরীক্ষা করার জন্য মামা শাহ জ্বালাল রা
কে ডেকে পাশের জঙ্গলে অবস্থান করার জন্য তাগিদ দেন ।
শাহ জালাল রা নির্দেশিত স্থানে গমন করেন । একটি হরিন কান্না জড়িত কণ্ঠে মানুষের ভাষায় ফরিয়াদ করতে লাগলেন ।
হুজুর বিচার করুন , আমার সদ্য প্রসব দুই টি বাচ্ছা কে বনের
লোভী বাঘ খেয়ে ফেলল ।
শাহ জালাল রা হুংকার ছেড়ে বনের বাঘ কে ডাক দিলেন ।
ভয়ে কাঁপতে কাঁপতে বাঘ এসে তার পায়ে হাজির ।
এই নির্দয় সদ্য জাত হরিণের বাচ্ছাকে গ্রাস করতে তোর হৃদয় কি
একটু বিগলিত হলনা , জংগলে কি খাবারের অভাব ছিল ।
মাথা নিচু করে বলল হুজুর আমার এহেন বেয়াদবি মাফ দিন ,
আমি আজ থেকে মাসেক ক্ষন পর্যন্ত অসুস্থতায় ভুগছিলাম , পেটে
ছিল ধারুন ক্ষুধার তাড়না , তাই সম্মুখে এদের পেয়ে গিলে ফেলেছি , রাগে শাহ জালাল রা বাঘের গালে কষে থাপ্পর লাগালেন ,
সাথে সাথে ভুমি করে হরিনের শাবক দুটি কে উগ্রে দিল এবং জংগলে চলে গেল ।
শাহ জালাল রা আল্লাহর নিকট মুনাজাত করলে হরিন দুটি জিবন্ত
হয়ে গেল , মা হরিনি খুব খুশি হল ।
আর তার মামা আড়াল থেকে ঘটনা প্রত্যক্ষ করে বুঝলেন শাহ জালাল রা একজন কামেল আত্তাধিকতায় সিদ্ধ হয়েছেন , তখন তার বয়স মাত্র ১২ বছর ।
তার আশ্চয্য খ্যাতি ছড়িয়ে পড়ল সারা আরব ভুখণ্ডে ।
মামা একদিন তাকে ডেকে বললেন বাবা এবার তোমাকে অন্ধকার
থেকে ইসলাম কে জিন্দা করার জন্য মানুষের মুক্তির হেদায়েতের
বার্তা লয়ে দূর দেশ ভ্রমন কর । ইনশাল্লাহ আল্লাহই তোমার
সাহায্যকারী ।
দেশ ভ্রমন এবং বাংলায় পদার্পণ
************************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
শাহ জালাল রা প্রয়োজনীয় রসদ নিয়ে উল্ল্যখ সংখ্যক লোক জুটায়ে
আল্লাহর নামে বেড়িয়ে পড়লেন ।
মামা তার নিকট এক মুষ্টি মাটি দিয়ে বললেন পৃথিবী পরিভ্রমণ করে যেখানে এই মাটির সহিত মিল পাবে সেখানেই যেন হয়
তোমার আস্তানা ।
শাহজালাল রা ধিরে ধিরে বহু দেশ পরিভ্রমণ করে বহু জমিদার এবং রাজা বাদশাহের সমাদর লাভ করেন , এবং তার আশ্চয্য
কোরআন পাঠে , আল্লাহর মহত্তে হেদায়েতের বারি দ্বারায় সিক্ত হয়ে ইসলাম গ্রহন করেন , এবং কেউ কেউ ইসলামের জন্য , আল্লাহর রাজি খুশি এবং শাহ জালাল রা এর সাথে আসার ইচ্ছা
ব্যক্ত করলে তিনি শেষ তক অনুমতি দেন ।
ক্রমান্বয়ে তার সাথি বাড়তে বাড়তে ৩৬০ জন হয় , উল্লেখ্য এদের
মধ্য ভারতের বাদশা নাসির উদ্দিন , চিনের গভর্নর ফতেহ লহানি
মিসরের জমিদার শাহ মখদুম রা ও সঙ্গি হয়েছিলেন ।
তখন বাংলা ভারতের কিছু অঞ্চলের প্রতাব শালি হিন্দু রাজা গউরগবিন্দের রাজধানী ছিল শ্রিহট্রয় বা বর্তমান সিলেট ।
এখানে একঘর খাটি মুসলমান বাস করত , তারা সম্ভবত আরব হতে এসে অনেক আগেই বসতি স্থাপন করেছিল ।
তার নাম ছিল বুরহান উদ্দিন , তিনি বার বছর যাবত সন্তান লাভের
আশায় আল্লাহর নিকট কানা কাটি করলে তার সুন্দর একটি ফুট ফুটে সন্তান লাভ করে ।
আনন্দে আত্তহারা হয়ে ছেলের ৭ দিনের দিন লুকিয়ে আকিকা
দেয় গরু কুরবানি , কিছু মাংস রেখে বাদ বাকি মাংস মাটিতে পুতে
রাখলে । এক টুকরা মাংস পাখি কর্তৃক হিন্দু রাজার মন্দিরে চলে
যায় ।
রাজা সংবাদ পেয়ে বুরহান উদ্দিনের পরিবার কে ধরে নিয়ে যায় এবং মা বাবার সামনেই কচি সদ্য জাত সন্তান কে হত্তা করে , এবং
বুরহানুদ্দিন কে অত্যাচার করে শিকল দেন ।
বুরহান উদ্দিন সেখান থেকে পালিয়ে যান এবং সেই সময়ে ভারতের নদিয়ায় শাহ জালাল রা এর নিকট সাক্ষাৎ সমস্ত জানিয়ে
বিচার দেন ।
আউলিয়া সর্দার সঙ্গী সাথি সহ দ্রুত বাংলাদেশে প্রবেশ করেন
**************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
।
এবং সুরমা নদীর দক্ষিন সিমান্তে আস্তানা নেয় ।
খবর পেয়ে রাজা বহু গুপ্তচর নিয়োগ করে , এবং নদী যেন না পাড়ি
দিতে পারে সব নৌকা যান চলাচল বন্ধ করে দেন ।
আল্লাহর সাহায্য কামনা চাইলে আল্লাহর ক্ষুত্রতে জায়নামাজ
বিচিয়ে তার মধ্য ভেসে সুরমা নদী পাড়ি জমান ।
অপর প্রান্ত থেকে তির ছুঁড়তে থাকে রাজার লোকেরা , আল্লাহর
ক্ষুত্রতে যারা বিষের তীর ছুঁড়েছিল তাদের বুকেই উলটো বিধতে
লাগল ।
পাড়ে ভিড়বে পাহাড়ের উপর থেকে ভারি পাথর নিক্ষেপ করতে
থাকে , শিল হট উচ্ছারন করেন শাহ জালাল রা শিল অর্থ পাথর
হট অর্থ উপরে যাও । আল্লাহর ক্ষুত্রতে তাও উলটু ভাবে গড়াল ।
রাজা সন্য সামন্ত হারিয়ে প্রাসাদে লুকালেন ।
আল্লাহর প্রতিনিধিরা প্রাসাদ অভিমুখে রওয়ানা দিলেন । রাজা সন্ধি প্রস্তাব দিল , আমার প্রাসাদে ২৮ মন ওজন একটা ধনুক
আছে তোমাদের মধ্য যদি কেহ এই ধনুকে তির যোজনা করতে
পার তাহলে আমি রাজা ইসলাম গ্রহন করব ।
শাহ জ্বালাল রা সঙ্গিদের মধ্য বললেন কেহ এমন আছ কি যে
কোন সময় তার আছরের নামায কাযা হয়নাই । ভারতের মুসলমান বাদশা
নাসির উদ্দিন বললেন , সেই লোক সম্ভবত আমি ।
বেশ তাহলে যাও আল্লাহর নামে প্রাসাদে গিয়ে ধনুকে তীর যোজনা
কর ।
নাসির উদ্দিন একটানে তা করে বসলেন ।
রাজা তাদের ঐশী শক্তি প্রত্যক্ষ করে গুপ্ত পথে পালিয়ে গেল ।
মাটির সাথে মাটি মিলিয়ে শাহ জালাল রা সেথা আস্তানা বা
বসতি গড়ে তুললেন ।
*****************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁ
এবং প্রকাশ্য আযান দিলেন ।
সাথে সাথে গৌড় গোবিন্দের সাত তালা মনোরম প্রাসাদ ভেঙ্গে
ধুলিস্যাত হয়ে গিয়েছিল ।
রাজার বোন ইসলাম ধর্ম গ্রহন করেছিল । এবং সারা ভারত
বাংলায় আল্লাহর অলিগন ছড়িয়ে পড়েন এবং ইসলামের নিশান
উড়িয়ে দেন । সেই হেদায়েতে বর্তমান মুসলিম সংখ্যা
হবে সারা দক্ষিন এশিয়ায় ৭০ কোটির উপরে ।
*********************
******************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁ ণ
হযরত শাহ জালাল রা এর বাকি অংশ [কেরামতি ]
হজরত শাহ জালাল রা এর আশ্চর্য কেরামতের সংকিপ্ত বাকি অংশ
গউর গবিন্দ রাজ্য প্রতাব প্রতিপত্তি সব হারিয়ে এবার ছলনার আশ্রয় নিল । শাহ জাজাল রা কে একনজর দেখার জন্য এক সাপুড়ে টিক করে সাপের বাক্স মধ্য লুকিয়ে রইল । সাপুড়ে যে খানে মুসলিম ঘাটি বর্তমান মেজর টিলা সেথা অবস্থান নিয়ে সাপ খেলা দেখাতে লাগল । শাহ জাজাল রা দূর থেকে ডাক দিলেন হে রাজা ছলনা পরিত্যগ করে
বেরিয়ে এস ।
রাজা অবাক হলেন , কেমন মানুস তিনি যে না দেখেই সব আচ করে ফেলল । গুর গুবিন্দ আবার ভয়ে পালাল ।
*******
হজরত শাহ জালাল রা একটি মসজিদ নির্মাণের আদেশ দিলেন । এবং সেথা আস্তানা বা থাকার উপযোগী আবাস্থল নির্মাণ করে সেথা ইসলাম প্রচারে মনোনিবেশ করলেন ।
তিনি অযু বানানোর জন্য পাশের বিশাল এক দিঘি ছিল সেথা অবস্থান নিলে গউর গবিন্দের লোকেরা এক রমনিকে
উলঙ্গ করে রাখে , তিনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান , সাথে সাথে উলঙ্গ রমনি সহ বালু কনা এসে পুকুর টি ভরাট
হয়ে যায় । এ ঘটনায় শত শত হিন্দু অধিবাসি হেদায়েত এবং মুসলমান হয় ।
************
সিলেটে এসেই হযরত শাহজালাল রা জানলেন ভারতের কোন এক প্রদেশে নিজামউদ্দিন আউলিয়ার আস্তানা । তিনি দুত
মারফত অলিত্তের চিহ্ন পাটান , এক টুকরা তুলার ভিতরে একটা জলন্ত অঙ্গার পুড়ে সেথা পাটিয়ে দেন , জবাবে নিজাম উদ্দিন আউলিয়া শাহজালাল ইয়েমেনই রা নিকট এক জুড়া কবুতর ও নানা রসদ মসলা পাটিয়ে তার কৃতজ্ঞতা জ্ঞাপন
করেন ।
********
অলির সান্নিধ্য অলি হয় , তার ভাগ্নে শাহ পরান রা একদিন তার মামার অবর্তমানে কবুতর জুড়া খেয়ে ফেলল । কবুতরের খুজ নিলে ভাগ্নে শিকার করে যে জবাই করে খিদে মিটানোর কথা । মামা উপহার সামগ্রি কথা জানালে
ভাগ্নে রাগে কবুতরের পাখা সংগ্রহ করে তাতে ফু দেয় । আল্লাহর রহমতে হাজার হাজার কবুতর সৃষ্টি হয়ে আকাশে
উড়তে থাকে । এবং তারনাম দেওয়া হয় জালালি কবুতর ।
************
চিনের গভর্নর শাহ জালাল রা এর নিকট একটি সুন্দর জামা প্রস্তুত করে উপহার দেন । কিন্তু পথিমধ্য জামাটি লুটতরাজের হাতে হস্তগত হয়ে ইরান চলে যায় । আল্লাহর ক্ষুত্রতে এক বছর পর আবার শাহ জ্বালাল রা এর দরবারে
চলে আসে এবং সেই দিন চিনের গভর্নর শাহ জালাল রা এর দরবারে উপস্থিত ছিলেন । ঘটনার তাৎপর্য জানতে চাইলে আল্লাহর অলি বলেন নিশচই উপহার দাতা নিজে যখন আসলেন তখন উপহার টিও ততদিন সফরে ছিল এবং আজি
তার মালিকের হস্তে সেটা আমার নিকট এল ।
*****************
এক হয যাত্রি শাহ জালাল রা এর সমাধি তে এসে যমযম কুপের উৎস খুজে পান এবং পরীক্ষা মুলক ভাবে ঐ কুপে ১০০ স্বর্ণ মুদত্রা বেধে সেথা নিক্ষেপ করে হযে চলে যায় ।
হজে গিয়ে সেথা ৫০ টি স্বর্ণ মুদ্রা আবার যম যমে নিক্ষেপ করে । দেশে ফিরে আসে ।
১১ মাস পর আবার কুপে নেমে দেখে মক্কা থেকে নামাংকিত আশ্রি বা স্বর্ণ মুদ্রাগুলু অবিকল এখানে পাওয়া গেল । কিন্তু এখানের পুতলাটি পাওয়া যায় নি । এতে বুঝা যায় মক্কার যমযম কুপের সাথে এ কুপের সরাসরি যোগাযোগ বা মিল ছিল । বর্তমানে হয়ত উৎস মুখটি বন্ধ হয়ে গেছে ।
বি দ্র হজরত শাহ জালাল রা
এর কেরামত ও তার জীবনী থেকে সংকলিত ।
মাযহাব অর্থ ধর্ম নয় ।
******************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
এর প্রকৃত অর্থ মতাদর্শ বা যিনি প্রকৃত সটীক ছহি সুদ্ধ মত প্রকাশ
করে থাকেন ।
ইসলামের প্রধান রক্ষন শীল হাতিয়ার মুলত দুইটি এক কোরআন
এবং ২য় হাদিস ।
নবীজী বিদায় হজের ভাষণে শেষ যে দিক নির্দেশনা দেন তা হল
মুক্তির লক্ষ্য আল্লাহর কোরআন এবং হাদিস কে যারা আঁকড়ে ধরে
রাখবে তারাই দুনিয়া এবং আখেরাতে মুক্তি প্রাপ্ত ।
নবীজীর প্রধান চার খলিফা এবং সাহাবাগন , ইমাম গন , অলি আউলিয়া গন এবং বুজুরগানে আলেম গন কোরআন হাদিস অনুযায়ী
চলতেন , হক বিচার করতেন , এবং সমাজ ও রাস্ট পরিচালনা করতেন ।
একদা এক লোক নামাযের অযু লয়ে মহা প্যাঁকরা বাজিয়ে দিল ।
অবশেষে সটীক ফয়ছালা বা সমাধানের আশায় শত মাইল পাড়ি দিয়ে
ইমাম শাফেয়ী রা এর নিকট আসে
জানতে চাইলে বলে হুজুর অযুর ফরজ আদায় করব মাথা মাছেহ
কয় ভাগে করব ।
তিনি উত্তর দিলেন দুই ভাগের এক ভাগ করলেই চলবে ।
কিছুদিন যাওয়ার পর আবার সন্দেহ জাগল এলেন ইমাম হাম্বল রা
এর নিকট তিনি বললেন তিন ভাগের এক ভাগ , আবার দিন গড়াল
এবং মতভেদ দেখা দিল এলেন ইমাম মালেক রা নিকট তিনি বললেন
চার ভাগের এক ভাগ করলেই চলবে , আবার মতভেদ দেখা দিলে
ইমামে আযম আবু হানিফার দরবারে এলেন , তিনি সব শুনে চিন্তিত
হলেন এবং এমন সমাধান দিলেন যে সমস্ত ইসলামি দুনিয়ায় আর কোন মতভেদ রইলনা ।
তিনি বললেন সমস্ত মাথা মাছেহ করা অয়াজিব কারন নবীজী মাঝে মধ্য তাই করতেন ।
সেই আমল আর বর্তমান সময় এক নয় ।
তখনকার আলেম দের মর্যাদা এত বেশি ছিল যে রাজা বাদশা গনও
তাদের ফয়ছালার বাইরে কোন কাজ করতেন না । আর বর্তমান চিত্র
সম্পূর্ণ বিপরিত । কারন উন্নত শিক্ষা দিক্ষা , দলীয় করন এবং আলেমের সংখ্যা এত বেশি , এত মতাদর্শী
যে সবাই সবাইকে ভুল ধরতে উস্তাদ কিন্তু ভুল সংশোধন করতে এবং
ইসলামী জিন্দেগিতে ঈমান ধংশ কার্যক্রমে স্বীকৃতি মিলে কিন্তু নিজের
ভুল স্বীকার করে সংশোধনে অনেকেই ভুল সিদ্ধান্ত নেয় ।
তা থেকে মুখ ফেরানোই একমাত্র মুক্তি । এত এব আত্তসংযমে আত্তসুদ্ধিতার মাযহাব বা মতাদর্শে নিজেকে গড়ি , আল্লাহ অবশ্যই
তার বান্ধার বাসনা কৃত গোনাহ ক্ষমা করে দেন ।
আউলিয়া কেরাম গন তদ্রুপ আত্তাধিক সমাধান দিয়ে থাকেন ।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: নবীজীর নিকট কবি এবং তার ঈমানি চেতনা ।
********************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ।
*****************************************
কবি কে নবীজী আল্লাহর হস্ত উপাধি দিয়েছিলেন ।
****************************************
আল্লামা কবি ডঃ মোহাম্মদ মাসুদ মিয়া ।
একদা এক কবি ইহুদি অধ্যুষিত অঞ্চলে বাস করতেন এবং আরবের তাৎক্ষণিক বহুল আলোচিত ঘটনা সুন্দর ভাবে জনসমক্ষে
প্রকাশ করতেন । এজন্য সারা আরবে ও অন্যান্য বিদেশী লোকজনের নিকট খুবই সমাদৃত ছিলেন ।
একদিন ইহুদিগন কবিকে ফুসলিয়ে নবীজীর বিরুদ্ধে কবিতা লেখালেন এবং তা জন সম্মুখে প্রচার করলে নবীজীর অনুসারি এবং যারা নবীজীকে ভালবাসতেন তারা তাকে বিদ্রুপ করল।
এতে মনে মনে পন করল কে সেই ব্যক্তি যে আমার চাইতেও
জন গন তারে বেশি সমিহ করে , অবশ্যই খুজ লইব । একদিন
নবীজী সুললিত সুরে মদিনায় আবু আইয়ুব আনসারির গৃহে
কোরআন পাট করছিলেন , এদিক দিয়ে কবি আসেন এবং কিছুক্ষন দাড়িয়ে কোরআন শুনেন । একপর্যায়ে নবীজীর সম্মুখে
গিয়ে ছালাম দিলেন হে আল্লাহর বার্তা বহ এতক্ষন আপনি যা
পাট করছিলেন তা এক আল্লাহ ব্যতিত আর কারও বানি হইতে
পারেনা । আপনার প্রতি এতদিন আমার ভুল ধারনা ছিল । আপনি আমাকে এক্ষনি সুদ্ধ করে লন । আমিই সেই অধম কবি
ইহুদিদের কথায় আপনার বিরুদ্ধে লিখেছিলাম ।
নবীজী কবিকে বুকে টেনে নিলেন এবং ইসলামের পক্ষে কবিতা
লেখার জন্য তাগিদ দিলেন ।
কবি এমন কবিতা লিখলেন এবং তা জনসম্মুখে পাট করলেন
সাথে সাথে অই দিন তার কবিতা শুনে ৩০০ মানুষ ইসলামে
দিক্ষিত হয়েছিল ।
শুক্রবারে জুমার নামাজে কবিকে নবীজী আল্লাহর হস্ত উপাধি দেন এবং নবীজী যেথায় বসে খুতবা দিতেন সেথায় বসিয়ে সম্মানিত করেছিলেন ।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
পরিবেশ বন্ধু বলেছেন:
ইতিহাস থেকে শিক্ষা
**********************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
মিথ্যা অপবাদে কখনও কোন জাতিকে হেও করা / ও মানুষ কে ঘৃণা করা উচিৎ নয় ।
কবি শেখ সাদি সাধারন পোশাক পরিধান করে গিয়েছিলেন
বাদশাহের দরবারে । খবর শুনে এবং সাধারন পোশাকের জন্য
অতি সাধারন মানুষ মনে করে ,যৎসামান্য আপ্যায়নের ব্যাবস্থা
করলেন । তাও চাকর বাকরদের দিয়ে । চলে এলেন দরবার ত্যাগ
করে তিনি অগোচরে । বেশ কিছুদিন পর আবার ঝাক জমক ও
জরির পোশাক পড়ে বাদশাহের দরবারে উপস্থিত ।
পরিচয় জেনে বাদশা আমির ওমরাহ্ তার অমাত্যগন বিপুল ভাবে
যত্ন আত্তি করতে লাগলেন এবং কবির আগমন সংবাদে বিরাট
ভুঁড়ি ভোজের আয়োজন করলেন । সয়ং বাদশা এটা অটা এগিয়ে
দিতে লাগলেন ।উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে কবি খানা দানা তার পোশাকের পকেটে ভড়তে লাগলেন ।
বাদশা নিরব থেকে অবশেষে বললেন বেয়াদবি মাফ হয় , এমন কি
ভুল আমাদের হল যে এই আচরন জানতে চাই দয়া করে ।
কবি এবার উটে দ্বারায় বাদশা নন্দন বেশ কিছুদিন আগে সাধারন
পোশাকে এই আমিই এসেছিলাম মুল্যায়ন ছিল অনেক অনেক
কম
আর সেই আমি দামি পোশাকে কতই না কদর , তাইলে খানা
আমি কেন ? আমার পোশাকের খাওয়া উচিৎ ।
সকলেই এবার মাথা নত করলেন ।
আমরাও ইতিহাস থেকে একটা মস্ত শিক্ষা পেলাম ।
পোশাকে মানুষের পরিচয় নয় । কর্মই তার সটীক গন্তব্য এগিয়ে
নিয়ে যায় ।এবার আমার কথা কেউ কাউকে ছোট চোখে
দেখবেন না । যার যে ওজন তার তেমন সমাজে স্থান ।
যুদ্ধ নয় বিভ্রান্তি নয় শান্তি চাই শান্তি শুধুই শান্তি ।
;;
মানুষের হৃদয় আল্লাহ্র সেরা দান
নহে তা অন্য কিছুর সমান
বিবেক সম্পদ সেথা মহা রত্ন
রাখলে অতি মুল্যাবান করে যত্ন
বুদ্ধি তার সহচর ভাল আর মন্দে
জ্ঞান তার মন্ত্রী চালিকার রন্দে
সাহস তার সেনাপতি , জীবনের শক্তি
ধরয্য তার ঢাল হয় সুচিন্তায় মুক্তি ।''
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২২
পরিবেশ বন্ধু বলেছেন: বিত্র মোহররম মাসের ১০ তারিখ বিশেষ বিশেষ ঘটনা ও তাৎপর্য ।
**************************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
১ মহররম আরবি শব্দ , বাংলা অর্থ ১নম্ভর হিরা বা দামি , তুলনা যার
নাই এমন বস্তু ।
তাৎপর্য ও গুরুত্ত
সমস্ত প্রশংসা আল্লাহু তায়ালার জন্য এবং লাখ ও দরুদ ছালাম নুর
নবী হযরত মোহাম্মদ মস্তুফা সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লামের কদম
মোবারকে ।
এই দিন আল্লাহ পাক স্বীয় ক্ষুত্রতে আরশে সমাসিন হয়েছিলেন ।
এই দিনে আল্লাহ পাক মুহাম্মদই নুর পয়দা করেন এবং সেই মোহাম্মাদই নুর হইতে ১০০ ভাগের এক ভাগ দিয়ে আরশ কুরশি
লৌহ কলম ফেরেস্তা হুর গিলমান বেহেস্ত দুযখ তারকারাজি প্রভৃতি
সৃষ্টি করেন । এবং আদম আ এর রুহ দেন , শয়তানের ধুকাবাজি
থেকে দুনিয়ায় গোনাহ মাফ হয় এই দিনে ।
এই দিনে বিশিষ্ট নবী রাছুল ও আম্বিয়া আলাইহেওয়াচ্ছাল্লাম এর
সংঘটিত বহুল ঘটনা ।
হযরত নুহ আ আল্লাহর হুকুমে কিস্তি বানিয়ে জুড়ায় জুড়ায়
জীবজন্তু তুলে মহাপ্লাবন থেকে ১৮০ দিন পর লোকালয়ে এসেছিল ।
দিনটি মোহররমের ১০ তারিখ ।
হযরত ইউনুছ আ মাছের পেট হইতে ৩ দিন বহাল তবিয়তে থেকে
আল্লাহর ক্ষুত্রতে এই দিন বাহির হয়েছিল ।
হযরত ইব্রাহিম আ নম্রুদের অগ্নিকুণ্ড থেকে এই দিন উদ্ধার পেয়েছিল
হযরত মুসা আ ফেরাউনের কবল থেকে নীলদরিয়ায় পাড়ি দেন , এবং ফেরাউন দলবল সহ ডুবে যায় ।
জাকারিয়া আ শয়তানের ধুকাবাজিতে পড়ে বৃক্ষের ভিতর আশ্রয় নিলে
শয়তান ও ধুকাবাজরা গাছটিতে করাত দিয়ে চিরে ফেলে এবং জাকারিয়া আ বেহেস্তে চলে যায়
ইশা আ শত্রু কর্তৃক আক্রান্ত হলে আল্লাহ সশরীরে তাকে ৪রথ আসমানে উটিয়ে নিলেন এই দিনে ।
এবং এজিদ কর্তৃক দাস্ত কারবালা প্রান্তরে ইমাম হসাইন রা ঈমান
ও ইসলাম কে টিকিয়ে রাখার জন্য ৭৩ জন সঙ্গি সহ শাহাদত
বরন করেন এই দিনে ।
এবং কিয়ামত অনুষ্ঠিত হবে এই দিনে ।
বড় পীর সায়েক ছইওদ সুলতান আব্দুল কাঁদির জিলানী রা
১২ বছর পূর্বে বরযাত্রী সহ ডুবে যাওয়া মানুষ কে বার বছর পর
জিন্দা করেছিলেন অবিকল এই দিনে ।
এবং হযরত শাহ জালাল ইয়েমেনি রা বাংলাদেশে সিলেট সুরমা
নদী ৩৬০ জন সঙ্গী লয়ে জায়নামায বিছায়ে পাড়ি দিয়েছিলেন এই
দিনে । এবং তার আযানের ধবনিতে হিন্দু রাজা গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে পড়েছিল এবং ইসলামের নিশান উড়েছিল ভারত বাংলায় ।
দিনটি মুমিন মুসলমানদের নিকট বড়ই রহমত বরকত ও নেয়ামতের আল্লাহ ওই দিন সবাই কে রোযা , দরূদ ছালাম ,
কোরআন তেলাওয়াত এবং নফল এবাদতের মাধ্যমে তার
নিকট ক্ষমা চাই । আল্লাহ আমাদের হেদায়েত ও রহমত দিন , আমিন ।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: আদম ও হাওয়া আ এর বিয়ে কে পড়ান , কলমা কি ছিল ।
*******************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
একটি গন্ধমের লাগিয়া / আল্লায় বানাইল দুনিয়া
*****************************************
ব্যক্তির প্রশ্ন এবং হুজুরের উত্তর
ব্যক্তি / আদম ও হাওয়া আ এর বিয়ে কে দেন , কাজী কে ছিল ?
কলমা কি ছিল ।
হুজুর / আদম আ এবং হাওয়া আ কে আল্লাহ্ পাক ১ম পয়দা করেন
এবং রুহ দেন , এবং বেহেস্তে রাখেন , লক্ষ বছর যাবত সেথায় সুখে
দিন কাটাতে লাগলেন , আল্লাহর এবাদতে মশগুল রইলেন ।
ফেরেস্তারা যা জানতনা আদম ও হাওয়া আ তা ভাল জানতেন ।
আল্লাহর কত বড় ক্ষুত্রত , তিনি জাহেরি বাতেনি সব শিক্ষা দিলেন
তার অসীম ক্ষুত্রতে ।
একদিন আদম আ বেহেস্তে একটি ময়ূর দেখতে পেলেন ।
ময়ূর টি সুন্দর একটি হিরার আয়নার সামনে বসা , তার মাথায় মনিমুক্তা খচিত একটি পালক নুরের জ্যুতি টিকরে বেরুতে দেখলেন । আয়নায় ভাসে লা ই লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাছুলুল্লাহ , ময়ূর অদৃশ্য হলে সেথা আদম আ নিজের ছবি দেখতে পেলেন , এবং আল্লাহর ক্ষুত্রতি পায়ে সিজদায় লুটাইলেন ।
আল্লাহ বলেন হে আদম ভয় পেওনা কালমা শরিফ পড় দিলের
ফেরেশানি দূর হবে । তিনি কালমা পড়লেন , সাথে সাথে তার
ফেরেশানি দূর হয়ে মনে এক অনাবিল আনন্দের বান ডাকল ।
হাওয়া আ কে দেখতে পেলেন অন্য এক অপরূপ লিলায় । নিজেকে হাওয়া আ এর নিকটে অতি পরশ চুম্ভকের মত আকৃষ্ট
করতে লাগলেন ।
আল্লাহ বলেন হে আদম সংযত হও আমি তোমাদের প্রতিপালক
অবশ্যই তোমাদের জন্য রেখেছি উত্তম জীবন আদর্শ । আদম আ আবার ও আল্লাহর নিকট লজ্জিত হলেন । আল্লাহ নিজে তার
অসংখ্য ফেরেস্তা গণকে নিয়ে বেহেস্তের মধ্য তাদের বিবাহ দেন
আর তাদের দেন মোহর ছিল পবিত্র কলমা শরিফ , ফেরেস্তারা
আনন্দের গান গাইতে গাইতে বেহেস্তি সুললিত সৌরভে তাদের
স্বাগত জানালেন ।
খোশ আমদেদ /
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: : ইমাম মেহেদি ও ঈশা আ এর আগমন প্রাসঙ্গিক ।
****************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁ
আল্লাহর পরিচয় / নবীজীর আদর্শ / এবং ইসলামের মহিমা জানি
*******************************************
মোহাম্মদ সা এর সাথে ইশা আ এর তুলনা করা কাদিয়ান দের অতিমত ।
আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম । এবং হজরত মোহাম্মদ সা আল্লাহর একমাত্র প্রেরিত পুরুষ । কোন সন্দেহর অবকাশ মাত্র
নাই । কোরআন কারিমএর আয়াত , অয়ামা আরছাল নাকা ইল্লা
রাহ মাতাল্লিল আলামিন অর্থ আপনাকে /মহাম্মদ কে / সমগ্র জাহানের রহমত সরূপ প্রেরন করা হইয়াছে ।
এখানে কাদিয়ানদের মত ঈশা আ কিয়ামতের পূর্বে শেষ নবী হয়ে
দুনিয়ায় আসবেন । কত তুকু সত্য /মিথ্যা আসুন জানি ।
ঘটনা ঈশা আ এর সময় / বিস্তারিত তাফছিরুল কোরআন আল্লামা
মাওলানা রুম রা হইতে ।
একদা ঈশা আ আল্লাহর হুকুমে মৃত কে জিন্দা করলেন এবং নানা
বিষয়াদি নিয়ে আলোচনা করে আবার মৃত কে অদৃশ্য করে দিলেন । বহু লোক সাক্ষি তারা ঈশা আ এর উচ্ছ প্রশংসা করলে
, তিনি মনে মনে গর্ব বোধ করতে লাগলেন । ঈশা আ কে মহান
আল্লাহ পাক ধমক দিলেন হে ঈশা নিজেকে নিয়ে অহংকার পরিত্যগ কর এবং সাগরে লাটি নিক্ষেপ কর , তাই করলেন ।
সাগর ভাগ হয়ে রাস্তা দেখা দিল । তিনি হাঁটতে লাগলেন সম্মুখে
পড়ল একটা পাথর । আল্লাহ নির্দেশ দিলেন পাথরে আঘাত কর ।
আঘাত করলে তা ফেটে গেল , দেখতে পেলেন তার ভিতরে
এক জঈফ বৃদ্ধ তসবি লয়ে আল্লাহর জিকিরে মসগুল । হে আল্লাহ নিশ্চয় ঐ ব্যক্তি আমি ঈশার চাইতেও বুজুর্গ । হে বৃদ্ধ
কতদিন পাথরের ভিতরে জিকিরে মসগুল । সটীক জানিনা
তবে শিষ নবীকে আমি দেখেছি , হিসাব অনুযায়ি হাজার হাজার
বছর । ঈশা আ সুধালেন নিশ্চয় আমার চাইতে আপনার বুজুর্গি
আল্লাহর নিকট প্রিয় । বৃদ্ধ উত্তর দিলেন না আখেরি যামানায় যে
নবী আসবে তার উম্মতের একটা রাতের এবাদতের কামাই আমার এখন ও হয়নি । কে সে । তিনি আল্লাহর দুস্ত মোহাম্মদ সা । সাথে সাথে ঈশা আ আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন
ওগো মাবুদ তুমি আমাকে নবী না বানিয়ে যদি আখেরি যামানার
নবীর উম্মত বানাইতা বড় খুশি হইতাম ।
আল্লাহ পাক ঈশা আ এর দোয়া কবুল করেছিলেন , এবং জিন্দা
তাকে আসমানে রেখে দিলেন এবং কিয়ামতের পূর্বে তার
উম্মত হয়ে দুনিয়ায় আসবে ।
আল্লাহর আরেক প্রতিনিধি ইমাম মেহেদি আ আসবেন । তার সমসাময়িক ,দাজ্জালের জন্ম হবে । দাজ্জাল ফেত্না ফাসাদ করে দুনিয়া দখল
করবে , ইমাম মেহেদির আদেশে ঈশা আ দাজ্জাল কে ধ্বংস করবে । এবং তিনি সংসার ধর্ম পালন শেষে আবার মৃত্যু বরন
করবে এবং নবীজীর রওজার পাশেই দাফন কাফন হবে ।
এবার আর কোন কথা থাকতে পারেনা । আল্লাহ আমাদের দয়াল
নবীর উম্মত হিসাবে হেদায়েত ও রহমত দিন আমিন ।
নবীজী বলেন সে সময় খাঁটি মুসলমান হবে নগন্য
আর আল্লাহর বিজয় তাদের মাধ্যমেই আসবে ,
ইমাম মেহেদির আগমন সংবাদে পাহাড়ের চাইয়ের , বা বরফের
রাজ্য পেরিয়ে হলেও তার সন্ধানে যাও তার সান্নিধ্য ইসলাম
আবার তাজা হবে , এবং পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম থাকবেনা ।
জইনেক সাহাব কেরাম প্রশ্ন করলেন তাকে মমিন কিভা্বে চিনবে ।তিনি বললেন বৃক্ষ লতা পশু পাখি সাক্ষি দেবে যে তিনিই ইমাম মেহেদি ।
শয়তান রুপি দ্দাজ্জাল এমন আশ্চর্য খেলা দেখাবে যে সরল প্রকৃতির মানুষ ভুল পথে তার ছত্রছায়ায় ইমান হারাবে , সে মৃত
কে জিন্ধা করবে এবং কুফুরি তে লিপ্ত হবে ।
তার সাথে ইমাম মেহেদি আ এর যুদ্ধ বাধবে ।
বোমা বা আগ্নেয়াস্ত্র ইমাম মেহেদি আ পাহাড়ে উটে আল্লাহর নিকট সাহায্য চাইলে সব তার এক চাহনিতেই ধংশ হয়ে যাবে ।
ইশা আ চতুর্থ আকাশ থেকে নাম্বেন এবং তার সাথে মিলিত হবেন এবং ইমাম মেহেদি আ এর আদেশে দাজ্জাল রুপি শয়তান কে
ধরে এক আছাড়ে পাথরের মধ্য পিষে মারবেন ।
আসলে কিতাবে লেখা দাজ্জালের জন্ম হবে হেজাজ বা প্যালেস্টাইন বসতি থেকে যার বর্তমান নাম ইস্রাইল বা নিকট
বর্তি অদ্ধ্যুসিত অঞ্চল । তার এক চক্ষু থাকবে অন্ধ । এবং তার
সম্প্রদায় বা জাতী হবে বেদীন বা নাস্তিক ।
আর দাজ্জাল এর সমসাময়িক সময়ে ইমাম মেহেদি আ এবং ঈশা আ ও আসবে তার যম হিসাবে ।
ইমাম মেহেদী আ যে দেশেই জন্ম নিক তার টিক ৪০ বছর বয়সে
তিনি মক্কায় প্রকাশ্য অবস্থান এবং যুদ্ধের ডাক দেবেন ।
নবীজী বলেন ইমাম মেহেদি আ দুনিয়ায় আসার আগেই ৩০ বার
তার ভুয়া আগমন সংবাদে মানুষ বিভ্রান্ত হবে আর সেটাই হবে তার আগমনের আলামত ।
দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীর এদন পাহাড় ফেটে
আব্রদ নামক এক বিরাট জীব ভাসবে তার লেজ হবে ৭০ হাত
লম্বা , জীবটি সারা জগত বিচরন করবে এবং দাজ্জালের আগমন
সংবাদ জ্ঞাপন করবে , মুলত যারা মুমিন তাদের জন্য হবে দিক নির্দেশ ।
ইয়াজুজ মাজুজ রা আসবে ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আসসালামু আলাইকুম,
আসুন দেশে শরীয়া আইন চালু করি, কোরানের আইন প্রতিষ্ঠা করি, আল্লাহর হুকুম জারি করি। আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া মুসলমানদের মুক্তি নাই।