![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
কে গো তুমি বনহরিনি
স্বপ্ন ছুয়ে এ মন
ভোরের হাওয়ার মত সৌরভে
ভরিয়ে দাও ক্ষনে আবেশে লগন
নিরব ও পাথারে
ভাসিয়ে বেলা
মন রাঙায়ে
কর হে খেলা
সব ভুলে যাই
তোমারই তরে
আর কত সঙ সেজে
থাক হে হৃদয় জুড়ে ।
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতাও যে মিষ্টি হয়
সে কথা না জানি
কবি তার কবিতায় বড় অভিমানি
মনে জাগে বড় ভয় ।
শুভেচ্ছা পড়ার জন্য
ভাল থাকেন
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
ফালতু বালক বলেছেন: নিরব ও পাথারে
ভাসিয়ে বেলা
মন রাঙায়ে
কর হে খেলা
পরিবেশ ভাই, ভাল্লাগছে। ++++
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সকাল বেলাতেই মিষ্টি একটি কবিতা পড়লাম,,,,,,,,,ভাল লাগলো