নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আমরা দাঙ্গা সহিংসতা চাইনা শান্তি চাই

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

একটি দেশের সরকার কে নিরপ্রেক্ষতা অর্জন করা গনমানুষের এক্য ও শান্তি ।

******************************

ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ



নিজ স্বার্থ কে দলের স্বার্থে ব্যবহার , আর দলের স্বার্থ কে দেশের

জন্য উপযোগ সৃষ্টি গন মানুষের ভাগ্য উন্নয়ন । যে কোন দেশের

গনতান্ত্রিক সব দল সব গোত্র মিলে দেশের সরকার কে

সহযোগিতা করাই রাসট যন্ত্রের চালিকা শক্তি ।



আর দেশের মুল সব প্রতিষ্ঠান , সরকার ব্যবস্থাপনার একটি শক্তি

শালী গুরুত্ত পূর্ণ এক্যর প্রতিক ।



এক কথায় সব মিলেই রাস্ট এবং সরকার ।



জনগণের প্রতিনিধি তারা সব সময় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এবং তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রাসটের চালিকা

শক্তি নিয়ে মাটে কাজ করেন ।



এজন্য সরকারের গনপ্রতিনিধি দের অবশ্যই দল মত নির্বিশেষে

সব কিছুর উদ্ধে দৃষ্টি কে দেশের সব মানুষের জন্য সমান

ভাবে প্রসারিত রাখাই রাসটের এক্য ও নিরাপত্তা ।



এবং বিরুধি দল কে সার্বিক দেশ ও মানুষের কল্যান সাধনে

সুযোগ সৃষ্টি করে দেওয়া গনমানুসের এক্য ও নিরাপত্তা ।

ভাবতে হবে আপনারা যেমন আজ জনগণের রায়ে সেবক একদিন তারাও তেমনি ছিল ।

গণতান্ত্রিক সব দলের সাথে বন্ধুভাবাপন্ন হয়ে কাজ করাই সমাজের বিরাট উন্নতি এবং গনমানুষের শান্তি ।



বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে সব দেশের সহিত সম্পর্ক স্থাপন এবং যোগাযোগ বিশ্ব শান্তির মডেল ।



গুনে ধরা যুগ , গুনে ধরা সমাজ থেকে উন্নত যুগের সুচনায়

জ্ঞানে বিজ্ঞানে মেধা মননে শুরু হোক আমাদের নবযাত্রা । বিকশিত হোক মানুষের চিন্তাদ্বারা যত ভালয় , সবার তরে

শুভেচ্ছা ।

কবি ও সমাজ বিজ্ঞানি ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

সৌভিক ঘোষাল বলেছেন: ইসলাম মানে শান্তি। ইসলাম মানে সমর্পণ। ইসলাম মানে যারা বলতে চায় 'জেহাদ', ভিন্ন ধর্মের বিরুদ্ধে, নারীর স্বাধীনতার বিরুদ্ধে, একটি কোনও নির্দিষ্ট 'মৌল' মতবাদের ও তার রূপায়ণের পক্ষে, তারা ইসলামের অন্যতর ব্যাখ্যায় অভ্যস্ত। ইসলামের এই দুই চেহারার মধ্যে একটা লড়াই চলছে যুগ যুগ ধরে। শুধু ইসলামেই বা কেন, হিন্দু, খৃষ্টান - সব ধর্মেই কড়া ধর্মধ্বজীদের সঙ্গে উদারপন্থীদের একটা দ্বন্দ্ব আছে। নাস্তিকদের সঙ্গে কড়া ধর্মধ্বজীদের লড়াইয়ের কথা ছেড়েই দেওয়া যাক, তা তো স্বাভাবিক। এখন দেখা দরকার উগ্রবাদী নাস্তিক, তাদের দায়বদ্ধতা স্বত্ত্বেও বাস্তবতা না বুঝে অনেক সময়েই বাড়াবাড়ি করে বিপরীত উগ্র ধর্মধ্বজীদের সামনে আসার সুযোগ করে দেন। তাতে উদারপন্থী ধর্মবিশ্বাসীরাও 'ধর্মসঙ্কটে' পড়েন।
আসলে দরকার উদারপন্থী নাস্তিক আর উদারপন্থী ধর্মবিশ্বাসীদের মত নিরন্তর সংলাপ, বিনিময়। এটাই পরস্পরকে পরস্পরের মতামত বুঝতে ও পারস্পরিক সম্মান বাড়াতে সাহায্য করবে। উভয় পক্ষের উগ্রবাদীদের পারস্পরিক কুৎসা ও হিংস আক্রমণ পরিস্থিতিকে কেবল বিষিয়ে তুলবে, জটিল করবে।

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: ইসলাম খুজে পাওয়া
**********************
আল্লামা , মাওলানা মোহাম্মদ মাসউদ মিয়া শাহি
কবি ও ইসলামি দার্শনিক ।


হে মুসলিম জাতী চিত্তে ভয় জাগে আজি কার
প্রান সঞ্চারে দেখায় যিনি পথ শেখায় চলিবার

সংকটে বেভুলে যিনি জ্বালে জ্ঞানের আলো
মুক্তির বারতায় , অন্ধ পদধলে দেখ সব ভালো ।

জগতের মাঝে কত কারুকাজে যত সৃষ্টি সম্ভার
সকল নিপুনে সুক্ষ অভিযানে চেনায় বান্ধাকে আগুসার ।

তথ্য ও ভাবে পরিবেশ স্বভাবে সাজায়ে এক বাধন
হে বিধাতা কত না ক্ষুত্রতে বান্ধায় হও আপন ।

যুগে যুগে চিনতে তোমায় দিয়েছ বানী কিতাবে
কত নবী রাছুল ভেঙ্গে দিয়ে ভুল দিক দেখায়ে গেল মানবে ।

যারা সত্য বানী আঁকড়ে ধরে নিকটতম পাইল তোমায়
সাধু সজ্জন অলি আউলিয়া তারাই মুমিন সততায় ।

আর নাফরমান শয়তান ভ্রান্তিতে গড়া যার সব কাজ
হৃদয়ে কুহক জাগার অন্ধ অহমিকায় ভাঙ্গে সত্য সমাজ

ইবলিশ থেকে পানাহ চাই ভয়ে খোদার দরবারে লুটাই
দয়াল নবীজীর আদর্শ গড়ি ইসলাম সেথা খুজে পাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.