নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লক জরিফ / সাধু সাবধান

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

ব্লগার পরিসংখ্যান

****************

সামহোয়্যার ইন ব্লগ বাধ ভাঙ্গার আওয়াজ

মোট ব্লগার ২ লক্ষ ২৭ হাজার ৮ ১১ জন

এর মধ্য

আম্লিগ ২৪ হাজার ১৯ জন

বিম্পি ২৩ হাজার ১১৩ জন

জামাত শিবির ১ হাজার ৪৫ জন

জাতীয় পা ২১১৭ জন

১৪ দল জাসদ বাসদ ফ্রন্ট ১১৩৪ জন

লেখক সমাজ ২৩ হাজার ৮৬০ জন

ইসলাম পনহি পীর মাসায়েখ আলেম মুফতি১ ৮১২ জন

হিন্দু , বুদ্ধ , খৃষ্টান সহ অন্যান্য ১লক্ষ ২৪ হাজার

৩ জন নাস্তিক

ইতিমধ্য মৃত ও গ্রেফতার

৭৮৪ জন নিখুজ



এ সম্পর্কে মুক্ত মতামত আশা রাখি

মন্তব্য ৫৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

মাসরুর প্রধান বলেছেন: এত হিসাব কেমনে দিলেন, আমি কোন দলে সেইটা বলেন পরে মতামত।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: জানিনা কেমন কারসাজি
কি বা ভাওতাবাজি
আবার চালবাজ
কিসের ভয়াল আওয়াজ
কি হতে কি হয়
মনে লাগে ভয়
যদি বাড়ে আবারও সন্ত্রাস
দেশ ও জাতীর বুকে মহাসর্বনাশ
এখনই এর চাই হওয়া বোধ
কেন অহেতুক দাঙ্গা
কার বিরুদ্ধে কে নেবে প্রতিশোধ ?

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

তানজিদ_রূপক বলেছেন: আমি কোন দলে??কারণ সহ জানতে চাই। B:-/ B:-/

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: জানিনা কেমন কারসাজি
কি বা ভাওতাবাজি
আবার চালবাজ
কিসের ভয়াল আওয়াজ
কি হতে কি হয়
মনে লাগে ভয়
যদি বাড়ে আবারও সন্ত্রাস
দেশ ও জাতীর বুকে মহাসর্বনাশ
এখনই এর চাই হওয়া বোধ
কেন অহেতুক দাঙ্গা
কার বিরুদ্ধে কে নেবে প্রতিশোধ ?

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

নিমচাঁদ বলেছেন: ভাই, গরু হারাইয়া গেছে ! /:)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: হি হি হি
সাবধান টুঁয়া হারাইলে
শেষ তক
ঘাস গিলিবে
সোনা বক

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

আমরা তোমাদের ভুলব না বলেছেন: আমি কোন দলে??কারণ সহ জানতে চাই। B:-/ B:-/

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: আপনি কোন্দলে
থাকলে ভালা
চিনবনা কেহ
কি মোর জ্বালা

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

সাধারণ মুসলমান বলেছেন: ভালো।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ
শান্তি
নাই
ভ্রান্তি

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

নীরব দর্শক বলেছেন: একটা পাগল আছে যেটা বাদ পড়ছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি
সে কারে খুজে
চাইয়া দেখে
চউখ বুঝে

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

বিডি আমিনুর বলেছেন: পরিসংখ্যানে কার চুপি হৈচে , আমি পরিসংখ্যান প্রত্যাখ্যান করলাম । X( X(
তা ভাই আমি কোন দলে ? |-) |-)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: কোন্দল
না কোন দল
ফাঁস করতে মানা
আমি যে কি
থাক সে অচেনা
শুভকামনা

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

রেজোওয়ানা বলেছেন: সামু ব্লক জরিফ" দেখে নিজেরে কেমন জানি জিরাফ জিরাফ লাগতেছে ভাই /:)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি
মাঝে মাঝে এমন ভাবনা স্বাস্থ্যর জন্য উপকারি
আর অবাক লাগে মজার কাণ্ড খারকানা দেখে
তখন নিজেও বুঝিনা দেশ ও জাত আর রক্ত কি আমারি

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

লাইট ইয়ার বলেছেন: মোট ব্লগার ২ লক্ষ ২৭ হাজার ৮ ১১ জন

৫১ হাজার ৩ শত ৭ জনের... বাকীরা কই...

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

পরিবেশ বন্ধু বলেছেন: বাকিরা লিস্ট প্রকাশে অনিচ্ছুক
হেরা ভেজা বিড়াল
বাঘের মত লাফ দেয়
মেলাতে পারেনা তাল

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

ওবায়দুল হক মাহমুদ বলেছেন: ভাই কবিতার প্যাচ না মাইরা কন দেখি আমি কুন দলে?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১২

পরিবেশ বন্ধু বলেছেন: কেন ? দাওয়াত দিবেন নাকি
আমরা ব্লগ নিরাপত্তা চাই
তাই আমাগো এখন আর
কোন দল নাই

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

ফার্ুক পারভেজ বলেছেন: আজাইরা............
কাজ খুজে না পেলে মুড়ি ভাঁজেন.........মুড়ির কেজি ৬০/-

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: মুড়ি খাইতে নহে মন্দ
যদি মঞ্চায়
ভাজা নাড়ু খেরে দেয়ে
সাধ চেনা যায়

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

বাংলাদেশী দালাল বলেছেন: আমি কে?????????? X( X( X( X( X(

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার দালাল
সিরাজের মন্ত্রি
দেশ খাইয়া বেইচা
মহা যরযন্ত্রি

সিংহাসনের লোভ
ইংরেজ গাঁড়ে ধরে
দেবে ৫ সিকে টুঁভ

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই জরিফটা খুবই জব্বর হইছে!!!!
আমি কোন দলে ভাই??

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

পরিবেশ বন্ধু বলেছেন: পরাধীন কন্দলে
ভারি লাগে মজা
দলে দলে ঘুরে ঘুরে
লাভে খাওয়া হবে বিরিয়ানি ভাজা

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বিডি আমিনুর এর লগে এক্মত

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ এক্মতের জন্যি
বেবাকেই কাদে
পরিচয় দিলে কয়
পড়লাম ফাঁদে

এই ভাল আমরা সবাই মানুষ
বিবেকের মিল ভাল হৃদয় জুড়ে
যারা অন্ধ , মিছে ঘটায় বিভেদ ভান্তি
নাই হুস দিলে পথে পড়ে মরে

তাই মোরা এস সব
এক আওয়াজ তুলি
মানুষ নামের এক সমাজ গড়ে
মিথ্যা অন্যায় পদধলি ।

শুভকামনা সবার তরে
সামনের ভবিষ্যৎ
সাজুক সত্যর নিরিখে
সাদামন ও বিসুদ্ধ নজরে ।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

আশিক মাসুম বলেছেন: নিমচাঁদ বলেছেন: ভাই, গরু হারাইয়া গেছে !


রেজোওয়ানা বলেছেন: সামু ব্লক জরিফ" দেখে নিজেরে কেমন জানি জিরাফ জিরাফ লাগতেছে ভাই /:)


কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই জরিফটা খুবই জব্বর হইছে!!!!
আমি কোন দলে ভাই??


ফার্ুক পারভেজ বলেছেন: আজাইরা............
কাজ খুজে না পেলে মুড়ি ভাঁজেন.........মুড়ির কেজি ৬০/-

=p~ =p~ =p~ :P :P :P :-P

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২

পরিবেশ বন্ধু বলেছেন: আপনার টাও মন্দ হয়নি
সব বাঙাল আবাল
খাল খাটিকুমির আনে
আর ভালারে কয় জঞ্জাল

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৬

সানড্যান্স বলেছেন: পরিবেশ বন্ধু কে লাল ছালাম!!

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
লাল শুভেচ্ছা তাই
ভাল থাকা চাই

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

ইকরাম উল হক বলেছেন: ভাই আমি কোন দলে ??

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: এবিসি দলে
আপনার কৌণিক দলের লিং মার্চ
এখনও অপ্রকাশিত
বাদ বাকি জমা থাকল সার্চ

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

দায়িত্ববান নাগরিক বলেছেন: :D :D :D :D :D :D :D

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: হাসিয়েন না
মশার লাফ বেশি
যা ইচ্ছা তাই করে
রশি ছাড়াই কয় হয়ে যাক ফাঁসি
২ আনার ডাক্তার
ঔষধ নাই
সে আজ তাই ফিকিরে থাকে
করতে জেলে কামাই

আমলা আর জনগণ
না বুঝে লাফায়
যে দিকে সুবিধা
সে দিকেই যায়

আসল নকল রং
বুঝা মুশকিল
সমাজ আজ হযবরল
ন্যায়ের দোয়ারে আঁটা খিল ।

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: দেশ ও জাতী কে সহিংসতার কবল থেকে রক্ষা করা
দেশের নাগরিক হিসাবে সবার নৈতিক দায়িত্ব ।
কাঁদা ছুড়া ছুড়ি না করে আসুন আলোচনার মাধ্যমে এক্যমত পোষণ করি ।
আর মানুষকে ভালবাসতে শিখি
কারন আল্লাহ বলেন মানুষ কে ভালবাসলে আমি তোমাদের উপর
রাজি খুশি ।
বিবেকবান মানুষ মাত্রই দেশ ও মানুষের মঙ্গল কামনা করে , কারন
নবীজী বলেন দেশ প্রেম ঈমানের অংশ বিশেষ ।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: অরাজক যত রাজায়
প্রজাগণ থাকে সাজায়
রাজ্য তাই অভিশাপ নামে
শান্তি নাই ধরাধামে

২০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগ মতামত +

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগার এক্যশক্তি জরুরি
**************
১ । নির্দলীয় স্বাধীন ও স্বচ্ছতা অনুসারে ব্লগ কমিটিকে নিরপ্রেক্ষ
ভুমিকার মাধ্যমে একতা আনা প্রয়োজন ।
২, সরকার এর প্রতিনিধি বদল হয় কিন্তু ব্লগ বা তার প্রযুক্তি উন্নত
কাজ কখনও বদল হওয়ার সম্ভবনা নেই । আধুনিক বিশ্বে ব্লগ ব্যাবহার
করে উন্নত চিন্তা চেতনায় ভবিষ্যৎ জীবনের মানদণ্ড খুজে পায়
বহুল ব্যবহার কারি । আমরা পিছিয়ে থাকব কেন ?
৩ । যারা ব্লগ মিডিয়া বুঝেনা তাদের জন্য সর্বসাধারণের অবগতি ও
ব্লগ মিডিয়ার আনুষ্ঠানিকতা বা সচেতন মুলক কর্ম শালা তুলে ধরে
এদের অজ্ঞতাকে দূর করার বাস্তব মুখি পদক্ষেপ নিতে হবে ।

৪ ,এবং আমাদের এক্যমতের উপর নির্ভর করে আমাদের নিরাপত্তা
আমাদের কেই নিশ্চিত করতে হবে ।

শর্ত দৃষ্টিপাতে মুখ্য ভুমিকা নেওয়া সময়ের দাবি ।
সবাইকে ধন্যবাদ ।

২১| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৬

প‌্যাপিলন বলেছেন: অজ্ঞান পার্টির কেউ কি নাই :( :(

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: থাকলে আওয়াজ দিয়েন
ধন্যবাদ কমেন্টে

২২| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই কি মডু নি কুন আবার :D :-&

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: তাই মনে হলে ভাল
ধন্যবাদ

২৩| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯

জাতির শ্বশুর বলেছেন: এই পোস্টের মালিক কে নোবেল দেয়া হোক

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: নোবেল সেটা খায় না মাথায় দেয়
ভাগ্য থাকলে মিল্বে
ধন্যবাদ

২৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪

শুঁটকি মাছ বলেছেন: পরিবেশ ভাই আপনি কোন দল?

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: কোন্দল সেটা থাইকা বাচার দল
ধন্যবাদ

২৫| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমাকে কি গোনায় ধরেছেন মহাকবি? :( :( :(

০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু সাহিত্য আর রাজনীতি এক নয়
আমাদের পরিচয় ভাষার অধিকার
আর নেতা আজ পথ খুজে নেশায়
অহরহ ছুটে মঞ্চ দৌড়ে পালাবার
কেহ টিকে
আর কারও পরাজয় এত
ভয়েই মরে যায় শুনে জনতার চিৎকার

২৬| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: স্যার, এই জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে! আপনাকে ব্লগের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই।।

০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: তোমরা প্রিয় হে ভাল বন্ধু উত্তম পাঠক
যা আছি তাই ভাল
কেন এত কথা ঢাল
ভাল লাগেনা এ নাটক

২৭| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২১

বটবৃক্ষ~ বলেছেন: ব্লক জরিফ!!!!!!!! B:-) B:-) B:-) B:-) :-B :-B :-B :-B B-))

ভাই!! বানানের ব্যাপারে আরেকটু সচেতন হলে ভালো হয়না?????????? তাইলে বিনোদন একটু কম হইতো!! এমনিতেই বিনোদনের জ্বালায় বাচিনা!! /:) /:)

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: অন্যর কথা নকল করে ফাজলামো
আরজু পনি পুর কমেন্ট নকল
আচ্ছা মনে থাকবে
ঈদ শুভেচ্ছা

২৮| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: নিরব দর্শক থাকল ভাললাগা
অশেষ ধন্যবাদ কমেন্টে
ঈদ শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.