![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
একটি বিদ্যালয় এবং ছাত্র / ছাত্রি বৃন্দ
***************************
মোহাম্মাদ মাসউদ মিয়া শাহি
কবি ও সাহিত্যিক গবেষক ।
**********************************
কবিতাটি মিরপুর ক্যানটরমেন্ট উচ্ছ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া
এবং পুরস্কার বিতরনি অনুষ্ঠানে অংশ নেওয়া সব ছাত্র / ছাত্রিদের সৌজন্য লেখা
ঁঁঁঁঁঁঁঁ
প্রানভরা চঞ্চলে , কুসুম কোমলে
ফুলেল কুঁড়ি হয়ে বিদ্যালয়ে আসে শিশুদলে
শিক্ষা গুরুদের নজরে
এরা বিদ্যাপ্রদিপ জ্বালে অন্তরে
স্তরে স্তরে পাঠ কত শেখে
আদব নেহান বুঝে অনুকরন দেখে ।
বিনোদন খেলাধুলা সংস্কৃতির সাজে
ওদের কত প্রতিভা ফুটে কারুসাজে
তেমনি বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে
তাদের সাথে মিশে গেলুম জাগরিত মনে ।
শিশুদল অবিকল ইতিহাসের সাক্ষ্য হয়ে
যেমন খুশি তেমন সাজে দিল মন ভরায়ে
আমি তখন কবিতার ভাষা খুজে খুজে
উৎসাহ যুগিয়ে প্রান দিলুম সেথা নবসাজে
সবার ভালবাসা আর গুণীজনদের বাহবায়
কত না আনন্দ জাগে এই নব জলসায়
গান হল চিত্তে সাঁরা , নাছল বালিকা ছন্দে
বালক বুড়ূ হাততালি দেয় অজানা আনন্দে
দেখি কত নব নব শিশুর মুখ স্বপ্ন রাশি রাশি
চেতনারি রঙ ফুটাল ছন্দ তালে ভাসি
যখন পায় তায় প্রতিভার পুরস্কার , হয় কত যে খুশি
বিদ্যাশালায় ফুলের বাগান ফুটলে সেথা হাসি ।
©somewhere in net ltd.