নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

পড়লে এবং বুঝলে এর মধ্য দিয়ে আল্লাহর নিকট যাওয়া সম্ভব ।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১২

নিজে বাছুন দেশ বাচান

**************************

কথায় শুনি সাত জন অলি আউলিয়ার মনি মজ্জায় একজন মুসলিম

বাদশার জন্ম হয় । যার মাধ্যমে প্রজাগন সুখে শান্তিতে বসবাস করে

আর বর্তমান জগত কি দেখি ।

ইসলামের খলিফাগন নবীজীর আদর্শে

করে গেছেন ন্যায় বিচার আর প্রজা পালন

মানবের তরে সেবায় হয়ে ব্রতি

দ্বারে দ্বারে ছুটে যেত খুজ রাখিত ঘুছাইতে ব্যথিত বেদন ।



নবী পাক সাল্লাল্লাহু আলাইহেওয়াছাল্লাম

বলেন একজন ধার্মিক ন্যায় বিচারক আমার সাথে বেহেস্তে

যাবে ।

মানবের দুখে যার প্রান কাদেনা

সে হৃদয় শুধুই কুহকের অন্ধকার

যার রয় সম্পদ অনাথ কে বিলাতে জানেনা

কেউ শুনবেনা তার মৃত্যুর চিৎকার ।



মুসা আ এর জামানায় বাদশার ধন সম্পদের রক্ষি কারুন আ

আল্লাহর রোষানলে পতিত হন ।

বাদশা ফেরাউনের এত সম্পদ যে স্বর্ণ , রূপ্য , হিরা ,জহরতের

গোদাম বা ধন ভাণ্ডার ঘর এর চাবি বহন করতে ৭০ টি

উটের প্রয়োজন পড়ত ।

কারুন আ এসব ধন ভাণ্ডারের বিস্তর মালিক হলেন , আল্লাহ মুসা আ কে জানালেন হে মুসা কারুন কে জানিয়ে দাও তার

ধন সম্পদের পক্ষ থেকে সে যেন আল্লাহর নামে যাকাত দেয় ।

যদি যাকাত না দেয় তাহলে ঐ ধন সম্পদ হবে তার দুযখে যাওয়ার ভিসময় কারন ।



মুসা আ আল্লাহর বানি কারুন আ এর কানে তুললেন এবং মালের যাকাত বিষয়ে অভিহিত করলেন ।

হিসাব করে দেখা গেল মালের যাকাতের পরিমান কয়েক টা উম্মুক্ত মাঠ ভর্তি হয়ে যাবে ।

কারুন আ প্রবুদ দিলেন যাকাতের নাম নিয়ে আমার সম্পদ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা । মুসা আ দুখিত হলেন এবং আল্লাহর

নিকট জানালে আল্লাহ পাক বলেন হে মুসা , কারুন ত শয়তানের ধুকাবাজির শামিল তাকে এখনই তওবা করতে বল ।

নয়ত তার পরিণতি হবে ভয়ংকর ।

কারুন মুসা আ এর কথা মানেনি সাথে সাথে তার শরীর মাটিতে

দেবে যেতে লাগল আবার মুসা আ বললেন হে কারুন সময় গেলে আর মুক্তির আশা কি

কারুন কে শক্ত মাটি গিলে নিল এবং তার ধন সম্পদের ভাণ্ডার ভুমিকম্পে নিমিষেই ধূলিসাৎ হল ।



আল্লাহর দেওয়া সম্পদের হিসাব দিতে হবে বান্ধায়

নয়ত সেই সম্পদ নিয়ে যাবে আখেরাতে দুযখের ঠিকানায় ।

কষ্টি পাথরে যাচাই করে দেখ যা রয় জগত মাঝে

মৃত্যুর সময় কারও সাধ্য নেই তিল পরিমান নিতে কাজে ।

দুনিয়া সেত বান্ধার লাগি ভিসময় পরীক্ষার স্থান

ভুল পথে চললে আসল না চিনে হারাবে খোদার সেরা দান

পাপ ও পুন্য যাচাই করা যায় বিবেকের পাল্লায়

ভয় কর তারে যিনি প্রভু বাঁচা মরা তো তারি দয়ায় ।

এস ভুলে যাই যত লোভ গ্লানি চিনি মানবেরে গভীর জ্ঞানে

যার মধ্য রয় তারি সেরা বানী শ্রেস্টতার তাজ গড়ি আপনার মনে ।

সত্যর অভিযাত্রী আসলে জগতে আমরা সবাই

তারি আহবানে এস সব মিলে মিথ্যা ভ্রান্তি ভেঙ্গে নিজেদের সাজাই ।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.