নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বিদ্যানের কলমের কালি শহীদের রক্ত থেকেও পবিত্র / এবং আল্লাহর পরিচয় মিলে তাদের মাধ্যমে ।

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

সজিদে দরুদ ও তাজিমের সাথে নবীজীর উপর দাড়িয়ে ছালাম

প্রদান ইমানদারের মুল আকিদা

*******************************************

আল্লাহ পাক কোরআন কারিমে বলেন

আমি এবং আমার ফেরেস্তাসকল আমার হাবিব মোহাম্মদ সা আ এর

উপর দরুদ ও ছালাম ভেজে থাকি , হে ঈমান দার গন তোমরাও

দরুদ ও ছালাম পাঠাও ।

আল্লাহ আমাদের প্রভু , তিনি কোন এবাদতের শামিল নয় তিনি

দয়াময় ও পালন কর্তা ।

অথচ তিনি তার হাবিবের উপর দরুদ ছালাম ভেজে কেন ?

কারন একটাই আল্লাহ বলেন আমি আমার হাবিব কে সমগ্র জাহানের রহমত হিসাবে মর্যাদার সহিত পাঠাইয়াছি ।

সয়ং আল্লাহ যার মর্যাদা গুণকীর্তন বিভিন্ন আসমানি কিতাবে

উল্লেখ করেন , এবং ইসলামের সার ও মানবমুক্তির পথ প্রদর্শক

হিসাবে জগতে প্রেরন করেন তবে তোমরা কারা ভণ্ড যালেমতার

সমালোচনা কর ।

নবীজীর দরূদ ব্যথিত যে কোন ফরজ এবাদত আল্লাহর নিকট

কবুল হয়না । ফারুকে আযম বলেন যে কোন এবাদত দরূদ

ব্যথিত ৪তুরথ আকাশে ঝুলে থাকে । পক্ষান্তরে দরুদ সমেত এবাদত আল্লাহর নিকট বিজলির ন্যায় পৌঁছে যায় ।

কিভাবে দরূদ ছালাম পড়ব জেনে লই

******************

যে কোন মজলিস , বৈঠক , সভা , বা মুনাজাত অনুষ্ঠানে ভক্তি

ভরে দরুদ ছালাম করা এবং আল্লাহর নিকট ক্ষমা চাওয়া রহমতের বড় একটি সুদ্ধ ও উত্তম কাজ মূলত যারা মুমিন তাদের জন্য , হযরত আলি রা আ ।



বিসমিল্লাহির রাহমানির রাহিম

*******************

সুরা ফাতেহা পাঠ , অধিক সুরা এখলাছ বা কোরআনের আয়াত

পাঠ , অয়াস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া ।

দরুদে শাফায়াত

*************

ছালাতুন ইয়া রাছুলুল্লাহ আলাইকুম

ছালামুন ইয়া হাবিব আল্লাহ আলাইকুম

** আসলে ঈমান রুহে কোরআন মগজেদিন

হাস্তে হুব্বে রাহমাতুল্লিল আলামিন ঐ

** খোঁদা ভি হায় রেজা জুয়ে মোহাম্মাদ

খোঁদা মিলতা হায় দরবারে মোহাম্মাদ ঐ

** এক যামানা ছহবত বা আউলিয়া

বেতরে বে ছাল ছালে তাত বেরিয়া ঐ

২য় বার

******

আল্লাহুম্মা ছাল্লিয়ালা ছায়িদেনা মাওলানা মোহাম্মাদ

অয়ালাআলি ছায়িদেনা মাওলানা মোহাম্মাদ

আল্লাহ নিজে আশেক হইয়া দুস্তি সাজলেন যার সাথে

নামে দিলেন নাম মিশাইয়া রয় দেখ মুল কলমা তে ঐ



আওয়াল আখের জাহের বাতেন তার সমান আর কেহ নাই

যার কদমের ধুলি পাইয়া আরশ ধন্য হল তাই ঐ



আল্লাহ নিজে পড়ে দরূদ আরও কুল মাখলুখাত ফেরেস্তায়

অহে মুমিন জানাও ছালাম দাঁড়াইয়া তাজিমে সোনার মদিনায় ।



৩ বার

*******

আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ

হাস্তে চেহারা পেয়ারা ছুরতে মুছে ঝরতে ফুল

চাদছা টুকরা ছাদ ছা মুকরা পেয়ারা মুহাম্মাদ রাছুল নবীজী আল্লাহ

তার নুরে পয়দা হল জমিন ও আসমান

আরশ কুরশি লৌহ কলম , ফেরেস্তা ইন্সান নবিজি আল্লাহ """""

রূহ সৃষ্টি নবীজীর নুরে সৃষ্টি তামাম মাখলুখাত

আওয়াল , আখের , যাহের , বাতেন মুলে তিনি শাফায়াত নবীজী

আল্লাহ """"""""""

শান্তিদাতা মুক্তি দাতা এলেন দুনিয়ায়

তার রহমতের সওদা কিনি এস সবে দাঁড়াইয়া ছালাম ও জানাই নবীজী আল্লাহ """"""""



ছালাম

**********

ইয়া নবী ছালামু আলায়েকা

ইয়া রাছুল ছালামু আলায়েকা

ইয়া হাবিব ছালামু আলায়েকা

ছালাওয়াতুল্লা আলায়েকা



আরশের কাবা মদিনা

জমিনের কাবা মদিনা

কাবারও কাবা মদিনা

জান্নাতের বাগান মদিনা ঐ



যত রয় নবী অলি সাধু

লভিল নামের সে মধু

নামে ভরা রহমতের যাদু

ভেজে ছালাম সয়ং ও প্রভু ঐ



এ বিশ্ব ভুবনে যা রয় গোপনে

দেখিছ নবী আপন ও নয়নে

রাখিও সবাইরে মায়ার ও নজরে

তরাইও তব কঠিন নিধানে ঐ



আল্লাহুম্মা ছাল্লে অয়া চ্ছাল্লেম অয়া বারিক আলা ছায়িদেনা মহাম্মাদিন কামানে হায়াতা লে কামালেকা অয়া আদাদে কামালিকা ।

তাজদারে মদিনা দুজাহান কা ছুলতান হুজুর পুর নুর ছাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম ।

এরপর দোয়া

*********

হে অন্তর্যামী

যা কিছু চাহিবারে তব দরবারে

কবুল কর মোর মুনাজাত তোমার হাবিবের খাতিরে ।

হে রহিম রাহমান

মাফ চাহি , শক্তি চাহি

যে পথে চলে গেছে তোমার প্রিয়জন

সেই পথ চিনি , ভেঙ্গে দাও শয়তানের গ্লানি

আর দাও দুনিয়া ও আখেরাতে মুক্তির সন্ধান ।

হে ক্ষমার মহতি মালিক

আওয়াল আখের , মাগরেব মাশ্রেক যত , নবি রাছুল অলি আউলিয়া , আসহাব তাবেয়িন তাবেতাবেয়িন , মুজাহিদ আন্সার

মুমিন গন যারা তোমার ক্ষুত্রতি শক্তি তাদের উছিলায় মাফ কর

আর যত পাপি তাপি কবর বাসীকে ।

আর যারা দুনিয়ায় ভ্রান্ত পথে হেদায়েত দাও রাছুলের সত্য ইসলামের দিক নির্দেশনায় ।

রাখ চিত্ত সদা তোমারই পানে

মৃত্যুর সময় যেন কলমা সরণ রয় ।

আমিন

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন ।
তবে শিরোনামের হাদিসটি সহিহ নয় বলে জানি ।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: ছহিহ বরং মূর্খ আলেমদের ভুল ব্যখ্যায় অন্য অর্থ ধারন করে ।

২| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

আমি বাঁধনহারা বলেছেন:





ভালো লাগল:+++++++++


শেয়ার করার জন্য সালাম ও মুবারাকবাদ।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: কে ভাসাল ঐ রাঙা নিশান খানি
আজি হতে আসমানে আর থাকবেনা কো ঝড়
বৃষ্টি হাওয়ায় নেয়ে যাবে
এই ব্যথিত মজলুমের অন্তর

ধন্যবাদ কবি
মনে রাখা চাই একটি স্বাধীন কবিতা লেখার জন্য যুদ্ধ করি
মোরা একটি ফুলকে বাচাব বলে যুদ্ধ করি
কিন্তু এখনও স্বাধীনতা পাইনি

ভাল থাকেন
সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.