নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

সাধু সাবধান / সাধু সাবধান

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৬

ইসলামী ফতুয়া বা আল্লাহর আইন মানা ফরজ ।

****************************

আজ থেকে ৭/৮ বছর পূর্বে রমনার বটমূলে ১লা বৈশাখ উদযাপন

অনুষ্ঠানে , শিল্পিদের উপর ঘটানো হয় নারকীয় ইতিহাসের জগন্যতম বোমা হামলা । সাথে সাথে ১০ জন প্রান হারায় আহত

হয় আরও অনেকেই ।

গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ্য মুফতি আব্দুল হান্নান সহ নিসিদ্ধ জঙ্গি সংঘটন এর সদস্যরা এ হামলা চালায় ।

আজও নিম্ন আদালতে মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি ।

ফতুয়া ১ , আল আসাদুল্মমিন খাতলে ।

ফেত্না হত্তার চাইতেও জগন্য সুরা বাকারার আয়াতের অংশ বিশেষ ।

আর তোমরা অন্যকে নির্বিচারে হত্তা করনা , জানিও অন্যায় হত্তা যুলুম যার মধ্য সংঘটিত হয়ে সে চির জাহান্নামী এবং দুনিয়াতে তার সম্মান কেড়ে নেওয়া হয় , ।

হাদিস

ইসলামের ২য় খলিফা ফারুকে আযম অপরাধের জন্য সত্য

বিচার থেকে নিজ সন্তান হাফেজ মাওলানা আবুসামাহ কেও

ক্ষমা করেনি , তাকে ব্যবিচারের অভিযোগে ১০০ বেদ্রাঘাত

প্রদান করা হয় , ৮০ টি প্রয়োগ করার পর সে মারা যায় তাকে দাফন কাফন করানোর পর বাদ বাকি বেদ্রাঘাত কবরের উপর

করা হয় এবং তার সম্মানিত হাফেজ মাওলানা খেতাব কেড়ে

লওয়া হয় ।

** হাফেজ অর্থ আল্লাহ্‌র সংবিধান কোরআনের জবানি বা মুখস্ত

করার অধিকারী ।

** কারি , যিনি ছহি সুদ্ধ ভাবে কোরআন কে সুর লেহানের মাধ্যমে

উপস্থাপন করেন ।

** মাওলানা অর্থ সমস্ত কোরআনকে হাদিস দলিল এর মাধ্যমে মানুষকে বুঝানোর মত বা হেদায়েত করার মত জ্ঞানি

ব্যাক্তি ।

** মোহাদ্দেস , যিনি সমগ্র কোরআনের অর্থ হাদিস দলিল দিয়ে

ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তবছির করেন বা ধারনা রাখেন ।



** মুফতি অর্থ যিনি রাছুল সা এর সমস্ত হাদিস সম্পর্কে উচ্ছ ধারনা

রাখেন এবং সেই মোতাবেক ইসলামী জীবনাদর্শ পরিচালিত করেন বা আইন

বা সামাজিক বহুল সমস্যার সমাধান দেয়ার যোগ্যতা অর্জন করেন ।

** আল্লামা শব্দের অর্থ আল্লাহর নিকট তম তার অধিক আত্তাধিক

কামেল সাধু সজ্জন ব্যক্তি । যাদের মাধ্যমে আত্তাধিক চেতনায়

অতি অল্প সময়ের মধ্যই আল্লাহর পরিচর মিলে ।

** মুর্শিদ বা পীর অর্থ পথ প্রদর্শক যিনি ইসলামের সঠিক দিক

দেখিয়ে মানুষ কে শয়তানের পথ হইতে আল্লাহর দিকে রূহানী

ঈমান এর পরিচয় দেন ।

** অলি আউলিয়া অর্থ আল্লাহর বন্ধু বা আল্লাহর অধিক প্রিয় ভাজন ব্যক্তি । যার সাথে আল্লাহ্‌র সরাসরি সম্পর্ক স্থাপিত হয় ।



সাবধান বানি

**************

হাফেজ , কারি , মাওনালা , মুফতি , আল্লামা , পির মুর্শিদ , সাধু

আলেম টাইটেল নামধারী ইসলামের মর্যাদা পূর্ণ যে কোন ব্যক্তি

যদি হত্তা , ব্যবিচার সহ মানবাধিকার লংগনের অপরাধে চিন্নিত

হয় তাহলে ইসলামের আদর্শ হতে বিচ্যুত হওয়ার কারনে তার

সামাজিক মর্যাদা এবং ইসলামী টাইটেল বা উপাধি কেড়ে নেওয়া ইসলামের আদর্শিক ফয়ছালা ।



ইসলামের আদর্শ নবীজীর জীবনাদর্শ । আর নবীজীর জীবনাদর্শ

থেকে এসব মুল্যবান টাইটেল বা উপাধি সয়ং আল্লাহ পাকের

সিদ্ধান্তে ইসলামের মহতি গৌরব উজ্জ্বল ইতিহাস ।

যা যুগ যুগ ধরে , খলিফাগন , সাহাবাগন , তাবেয়িন , তাবে তাবেয়িন গন ,মুমিন গন এবং পরবর্তী যুগে আলেম সমাজ , পীর মাশায়েখ

ও সাধু ফকিহদের মাধ্যমে রয়েছে সুদ্ধতার এক বাস্তব শিক্ষা ।

এইসব উপাধি ব্যবহার করে যারা ভুল পথে ইসলামের ক্ষতি

সাধন করার চেষ্টা করবে তারা নবীজীর জীবনাদর্শ থেকে

বিচ্ছিন্ন । আর যারা নবীজীর জীবনাদর্শ থেকে বিচ্ছিন্ন তাদের

এসব ইসলামী টাইটেল বা উপাধি নামের সাথে মিশানো সম্পূর্ণ

হারাম এবং অবৈধ ।

তবে ভাল চারিত্রিক বৈশিষ্ট সম্পন্ন ইসলামি উপাধি প্রাপ্ত ব্যক্তি যদি বিপদে পড়ে তবে রাস্ট বা মুসলিম ভাইদের উচিত তার

সম্মান উদ্ধার করা ।

নবীজী বলেন প্রকৃত দিনি আলেম উলামা গন আমার বিশেষ

মর্যাদা প্রাপ্ত মেহমান হিসাবে আখেরাতে আমার সাথে বেহেস্তে

অবস্থান করবে এবং দুনিয়াতে যারা তাদের সাথে ভাল সম্পর্ক রাখবে তারাও অনুরূপ ।

হাদিস





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭

এই আমি রবীন বলেছেন: +, বাক্সোবন্ধী।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

্্্আিরফুল ইসলাম বলেছেন: বেশ কবছর আগে কোন এক মুফতি আবার বাবা সহ বেশ কয়েকজনের হজের টাকা মেরে এলাকা ছেড়ে চলে যায় ।ও হাদিসের দুই একটা কথা পড়ে থাকলে এরকম থাকতে পারত না ।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: ওরা আসল মুফতি নয় ।
একজন মুফতি ফরহেজগার কমপক্ষে তাকে লক্ষাধিক হাদিস সম্পর্কে ধারনা নিতে বাংলায় যেমন এম এ বা মাস্টার্স শেষ করতে হয় অবিকল আরবিতেও কালেম শেষ করে আরও বাড়তি
৩ বছর সাধনার শেষে এ উপাধি পায় ।
আর একজন পূর্ণ মুফতি ইসলামের কাজী বা বিচারক । সেই যদি
ভুল করে তাহলে ইসলাম থাকল কোথায় ।
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.